অলিম্পিকে ভারতের নির্বাসন আটকাতে
এ বার ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ আইওএ
ন্তর্জাতিক অলিম্পিক সংস্থার (আইওসি) দ্বারা নির্বাসিত হওয়ার ভয়ে শুক্রবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) পাঁচ সদস্যের একটি দল শেষমেশ দ্বারস্থ হল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহের। নির্বাসনের সম্ভাবনা ঠেকাতে আইওএ কার্যনির্বাহী প্রধান ভি কে মলহোত্র এ দিন একটি চিঠি পাঠিয়েছেন আইওসি-র ডিরেক্টর জেনারেল ক্রিস্টোফার ডে কেপারের কাছে। চিঠিতে জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশের চাপে বাধ্য হয়ে আইওএ-কে ক্রীড়ানীতি মেনে এই নির্বাচন করতে হচ্ছে। আইওএ আবার আর কে আনন্দ এবং নরেন্দর বত্রা-র একটি দুই সদস্যের কমিটিকে ৩ ডিসেম্বর আইওসি-র কর্মসমিতির বৈঠকের আগেই লুসানে পাঠাচ্ছে আর এক দফা আলোচনার জন্য।
এ দিকে সঙ্কটজনক পরিস্থিতির মধ্যেই এ দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইওএ-র বিভিন্ন শীর্ষপদে নির্বাচিত হয়ে গেলেন অভয় সিংহ চৌটালা (প্রেসিডেন্ট)। বীরেন্দ্র নানাবতী (ভাইস প্রেসিডেন্ট), ললিত ভানোট (সচিব) এবং এন রামচন্দ্রন (কোষাধ্যক্ষ)। যদিও প্রশ্ন উঠেছে, আইওসি-র তীব্র আপত্তি থাকা সত্ত্বেও ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসের দুর্নীতিতে জড়িয়ে থাকা ললিত ভানোট কী ভাবে এই নির্বাচনে লড়লেন? যার উত্তরে নবনির্বাচিত আইওএ প্রেসিডেন্ট অভয় চৌটালা বললেন “ভারতীয় আইনে যতক্ষণ না কোনও অপরাধীর অপরাধ প্রমাণ হচ্ছে, ততক্ষণ তিনি নির্দোষ। সেই কারণে ললিত ভানোটের নির্বাচনে লড়া বেআইনি নয়।”
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এ দিন আইওএ সদস্যদের স্পষ্ট করে বলে দেন যে, এই ক্রীড়া সংস্থার নির্বাচনে সরকার কোনও ভাবেই হস্তক্ষেপ করেনি। তিনি বলেন, “তবে আইওএ এই ব্যাপারে আমাদের কাছে সাহায্য চেয়েছে বলে আমরা ওদের সাহায্য করতে রাজি। আইওসি-ও এই ব্যাপারে আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করতে ইচ্ছুক থাকলে আমরা ওদের সঙ্গে বসতেও রাজি।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.