টুকরো খবর
জয়ী আইএফএ অ্যাকাডেমি
মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি আয়োজিত দ্বিতীয় অল ইন্ডিয়া ইন্টার অ্যাকাডেমি সকার টুর্নামেন্টের শুক্রবারের শহিদ ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনের প্রথম সেমিফাইনালে জিতল আইএফএ। তারা ২-০ গোলে মোহনবাগান সেল অ্যাকাডেমিকে হারায়। আইএফএ-র হয়ে গোল করেন লব মণ্ডল ও সুখেন বাগ। খেলা পরিচালনা করেন বিমান দাস, অজয় বিশ্বাস, জিতেন রুইদাস ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়। এই মাঠের দ্বিতীয় সেমিফাইনালে জেতে বর্ধমান সাই। তারা সেসা গোয়াকে ৩-১ গোলে হারায়। বিজয়ী দলের হয়ে কৌশিক রায়, নীলেশ মণ্ডল এবং সঞ্জীব ঘোষ গোল করেন। গোয়ার হয়ে একমাত্র গোলটি করেন মাওভিন বার্গেস। খেলা পরিচালনা করেন মুকুল মাজি, বিমান দাস, জিতেন রুইদাস ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়। আয়োজকদের পক্ষে জানানো হয়, রবিবার ২ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

রাজ্য দলে জেলার ৯
মহারাষ্ট্রের কোলাপুরে অনূর্ধ্ব ১৪ জাতীয় বাস্কেটবলে রাজ্য দলের হয়ে যোগ দিতে যাচ্ছে বর্ধমানের ৯ জন। তাদের নাম পারমিতা ঘোষ, নীহারিকা কুমারী, রানি মুখোপাধ্যায়, অঞ্জলি পাণ্ডে ও দেবস্মিতা রায়, মুকেশ মণ্ডল, অনিমেষ সাহা, সুব্রত দাস ও প্রীতম মজুমদার। এ দিকে, আজ, শনিবার থেকে বর্ধমান সদর প্রথম ডিভিশন ভলিবল শুরু হচ্ছে সাতটি ক্লাব নিয়ে। খেলা হবে অরবিন্দ স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ
টেস্ট সিরিজে ০-২ চূর্ণ হওয়ার পর খুলনায় প্রথম এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটে জয় দিয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ। তামিম ইকবাল ও নইম ইসলামের জোড়া হাফসেঞ্চুরির দাপটে বাংলাদেশ সহজেই জেতার জন্য ২০০ রানের লক্ষ্যে পৌঁছে যায়। দশ ওভার বাকি থাকতে। তারা করে ২০১-৩। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১৯৯ রানে। চারটি উইকেট নেন বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজি। ক্যারিবিয়ানদের সর্বোচ্চ রান গেইলের ৪০।

বেকহ্যাম হয়তো মোনাকোয়
লস অ্যাঞ্জেলিস গ্যালাক্সি ছেড়ে এ বার ফ্রান্সের এ এস মোনাকোর দিকে খুব সম্ভবত পা বাড়াতে চলেছেন ডেভিড বেকহ্যাম। শনিবারই গ্যালাক্সির হয়ে বেকহ্যামের শেষ ম্যাচ টুর্নামেন্ট ফাইনালে। সেই ম্যাচের পরপরই মোনাকো-বেকহ্যাম আলোচনাপর্ব শুরু হওয়ার কথা। মোনাকোর পাশাপাশি অবশ্য প্যারিস সাঁ জাঁ-ও বেকহ্যামের ব্যাপারে আগ্রহী। ৩৭ বছর বয়সি প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বলেছেন তিনি ৪০ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাবেন কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে মোটেই আগ্রহী নন। চেলসির নবনিযুক্ত কোচ বেনিতেজ অবশ্য বলেছেন, প্রিমিয়ার লিগের গতিময় ফুটবল বেকহ্যামের পক্ষে এখন আর খেলা সম্ভব নয়। ক্লদিও রেনিয়ারির প্রশিক্ষণাধীন মোনাকো এখন ফ্রান্সের দ্বিতীয় ডিভিশন লিগের এক নম্বর। ওয়েঙ্গার, তিগানা, দেশঁ-রা এই ক্লাবের কোচ ছিলেন। বেকহ্যামকে পাওয়ার সুযোগ তাঁরা ছাড়তে চান না বলে জানিয়েছেন মোনাকোর সিইও টরক্রিস্টিয়ান কার্লসেন।

ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ আইওএ
আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার (আইওসি) দ্বারা নির্বাসিত হওয়ার ভয়ে শুক্রবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) পাঁচ সদস্যের একটি দল শেষমেশ দ্বারস্থ হল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহের। নির্বাসনের সম্ভাবনা ঠেকাতে আইওএ কার্যনির্বাহী প্রধান ভি কে মলহোত্র এ দিন একটি চিঠি পাঠিয়েছেন আইওসি-র ডিরেক্টর জেনারেল ক্রিস্টোফার ডে কেপারের কাছে। চিঠিতে জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশের চাপে বাধ্য হয়ে আইওএ-কে ক্রীড়ানীতি মেনে এই নির্বাচন করতে হচ্ছে। আইওএ আবার আর কে আনন্দ এবং নরেন্দর বত্রা-র কমিটিকে ৩ ডিসেম্বর আইওসি-র কর্মসমিতির বৈঠকের আগেই লুসানে পাঠাচ্ছে আর এক দফা আলোচনার জন্য।

ভারতে দাবার বৃহত্তম টুর্নামেন্ট
ভারত এবং আরও তিন দেশের সেরা দাবাড়ুদের নিয়ে দিল্লিতে ২০-৩০ ডিসেম্বর বসছে ডাবল রাউন্ড ফর্ম্যাটে ক্যাটেগরি ১৮ টুর্নামেন্ট। ২৬৭৫-এর উপর এলো রেটিং পাওয়া ছয় দাবাড়ু একে অন্যের বিরুদ্ধে দু’বার করে খেলবে। ভারতে দাবার এটাই সবচেয়ে বড় টুর্নামেন্ট বলে দাবি করলেন সর্বভারতীয় দাবা ফেডারেশনের সচিব ভরত সিংহ চৌহান। তিন বিদেশির মধ্যে আছেন বিশ্বনাথন আনন্দের চার ‘সেকেন্ডস’-এর এক জন পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার ওজতাজেক (২৭৩৪)। ইউক্রেনের জিএম কোরোবোভ (২৭০২) এবং রুশ জিএম এলিকসিভ (২৬৯১)। টুর্নামেন্টে ভারতের তিন প্রতিযোগী কে শশীকিরণ (২৬৭৬), অভিজিত গুপ্ত (২৬৬৭) ও পরিমার্জন নেগি (২৬৩৮)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.