রিকি পন্টিংয়ের বিদায়ী টেস্টে শুরু থেকেই নাটক। প্রথম দিনই এক ডজন উইকেট পড়ল ওয়াকায়। দক্ষিণ আফ্রিকাকে ২২৫ রানে গুটিয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়া পাল্টা ব্যাট করতে নেমে দু’উইকেটে ৩৩। প্রথম দিনেই স্পষ্ট ইঙ্গিত, এই টেস্টের ফয়সালা হচ্ছে। এবং পারথের ফলই ঠিক করে দেবে আগামী সপ্তাহ থেকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা না অস্ট্রেলিয়া, কোন দেশ শীর্ষে থাকবে। শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা একটা সময় ৬৭-৫ হয়ে যায়। ওয়াকার দ্রুত পিচে চার অস্ট্রেলীয় পেসার স্টার্ক-ওয়াটসন-জনসন-হেস্টিংস (অভিষেক টেস্ট) উইকেট পেলেও এ দিন ব্যাগি গ্রিনদের পক্ষে সফলতম বোলার কিন্তু স্পিনার লিয়ঁ (৩-৪১)। স্মিথ, কালিস, আমলারা যখন অল্প রানে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন, তখন ফাফ দু’প্লেসি জীবনের দ্বিতীয় টেস্টেও আবার ব্যাট হাতে উজ্জ্বল। |
অ্যাডিলেডে অভিষেক টেস্টে হাফসেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হার বাঁচানো সেঞ্চুরির পরে পারথে দু’প্লেসি ৭৮ অপরাজিত। জীবনের প্রথম টেস্ট ইনিংসেই হয় হাফসেঞ্চুরি, না হয় সেঞ্চুরির অসাধারণ কৃতিত্ব। তাঁর জন্যই দু’শোর গণ্ডি পেরোতে পারে বিশ্বের এক নম্বর টেস্ট দল। তার পরে পাল্টা ডেল স্টেইন প্রথম ওভারেই তুলে নেন অস্ট্রেলীয় ওপেনার কাওয়ানকে। ওয়াটসনও বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়ার্নারের (১২) সঙ্গে ক্রিজে আছেন নৈশপ্রহরী লিয়ঁ (৭)। দিনের শেষ লগ্নে পন্টিংকে স্টেইন-গানের সামনে পড়তে দেননি অস্ট্রেলীয় অধিনায়ক ক্লার্ক।
|