৩৯ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মনোজদের ‘রঞ্জি শুরু’
ঞ্জি মরসুম যত এগোচ্ছে, ততই যেন বিপর্যয় তাড়া করছে বাংলাকে।
মধ্যপ্রদেশের বিরুদ্ধে আপাত-সহজ ম্যাচে সরাসরি হার হজম করতে হয়েছে। চার ম্যাচে কপালে জুটেছে মাত্র ছ’পয়েন্ট। গ্রুপ টেবিলে বাংলা এখন পাঁচে। নক আউটের আগে ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাল রকম। এবং এখানেই দুর্ভোগের শেষ নয়। শনিবার ব্রেবোর্নে ৩৯ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জির অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে বাংলা। কিন্তু নামতে হচ্ছে ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা অনুষ্টুপ মজুমদারকে ছাড়াই।
গত কয়েকটা ম্যাচ ধরেই পায়ের চোট ভোগাচ্ছিল অনুষ্টুপকে। কিন্তু মুম্বই পৌঁছে দেখা যায়, তিনি আর খেলার অবস্থায় নেই। ডাক্তাররা আপাতত তাঁকে দিন কয়েক বিশ্রাম নিতে বলেছেন। তাঁর জায়গায় টিমে ঢুকছেন শুভময় দাস।
বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি ঘাবড়াচ্ছেন না। আঙুলের চোট সারিয়ে মুম্বই ম্যাচে নেতৃত্বের ব্যাটন তুলে নিচ্ছেন তিনি। এ দিন ফোনে মুম্বই থেকে মনোজ বলছিলেন, “টিমকে বলেছি মধ্যপ্রদেশ ম্যাচের কথা ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করতে। মুম্বই ম্যাচটাই আমাদের প্রথম ম্যাচএটা ভেবে তৈরি হতে।”
মনোজ। ব্রেবোর্নে বাংলাকে ভরসা দিতে তৈরি।
ব্রেবোর্নের উইকেটে কিছুটা ঘাস আছে। যা দেখে খুশি বাংলা অধিনায়ক। “এ রকম পিচে ফলাফল হওয়ার সম্ভাবনা বেশি। মধ্যপ্রদেশের বিরুদ্ধেও এ রকম পিচ ছিল। ওই ম্যাচে আমরা কয়েকটা ক্যাচ না ফস্কালে ফলটা আমাদের দিকেও যেতে পারত,” বলে মনোজ যোগ করলেন, “প্রথম সেশনটা খুব জরুরি। পরের দিকে ব্রেবোর্নের উইকেটে ব্যাট করা তুলনামূলক ভাবে সহজ হয়ে যাবে।” মধ্যপ্রদেশ ম্যাচের মতোই আট ব্যাটসম্যান, তিন বোলারের ছকে যাওয়ার কথা ভাবা হচ্ছে। ব্যাটসম্যান-কাম-স্পিনার হিসেবে ব্যবহার করা হবে অভিষেক ঝুনঝুনওয়ালাকে। ওপেনিংয়ে অরিন্দম দাসের সঙ্গে থাকবেন রোহন বন্দ্যোপাধ্যায়। তিন থেকে সাত—ঋতম, মনোজ, ঋদ্ধিমান, শুভময় এবং লক্ষ্মীরতন। আটে অভিষেক। দুই পেসারের মধ্যে সামি এবং বীরপ্রতাপ সিংহের খেলা মোটামুটি নিশ্চিত। প্রধান স্পিনার হিসেবে থাকছেন ইরেশ সাক্সেনা। ইডেন টেস্টের দলে থাকায় এই ম্যাচে বাংলা পাচ্ছে না অশোক দিন্দাকে।
ব্রেবোর্নের বাউন্সি পিচে দিন্দার না থাকাটা কতটা তফাত গড়ে দিতে পারে বাংলা বোলিংয়ে? মনোজ বলছেন, “গত বছর ঘরোয়া ক্রিকেটে সেরা বোলারের পুরস্কার পেয়েছে দিন্দা। এ বারও ভাল ছন্দে আছে। ওকে মিস করবই। তবে আগের ম্যাচে সামি হ্যাটট্রিক করার পাশাপাশি এগারোটা উইকেটও নিয়েছে। মনে হয় না বোলিং আক্রমণ খুব দুর্বল।”
অধিনায়কের উপস্থিতি বাংলাকে ‘নতুন শুরু’ দিতে পারে কি না, এখন সেটাই প্রশ্ন। মুম্বইও যে খুব সুবিধায় নেই। তিন ম্যাচ থেকে মাত্র আট পয়েন্ট জুটেছে রোহিত শর্মাদের।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.