|
|
|
|
সিকিমের জঙ্গলে পড়ল যুদ্ধ-বিমান |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভারত-চিন সীমান্তে ‘রুটিন’ উড়ানের সময় গভীর জঙ্গলে ভেঙে পড়ল বায়ুসেনার একটি যুদ্ব বিমান জাগুয়ার। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ উত্তর সিকিমের আপার জংগু’র গ্রামের লিক এলাকার গভীর জঙ্গলে ঘটনাটি ঘটেছে। তবে শেষ মুহুর্তে পাইলট প্যারাসুট নিয়ে ঝাঁপ দেন। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। সিকিম প্রশাসন সূত্রের খবর, যুদ্ধ বিমানটি নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট যোগেশ যাদব আলিপুরদুয়ার মহকুমার হাসিমারার বায়ুসেনার ঘাঁটি থেকে উড়েছিলেন। সীমান্ত লাগোয়া ওই এলাকার আকাশে ভেঙে পড়ার আগে বিমানটিকে কয়েকবার চক্কর খেতে দেখেন কিছু প্রত্যক্ষদর্শী। তার পরে সোজা দুর্গম জঙ্গলের মধ্যে সেটি ভেড়ে পড়ে। জঙ্গলে আগুনও ধরে যায়। এলাকায়টি দুর্গম, জঙ্গলে ঘেরা থাকায় উদ্ধার কাজ নামতে কিছুটা সময় লেগে যায়। উত্তর সিকিমের ভারপ্রাপ্ত জেলাশাসক আনন্দন বলেন, “এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেনা বাহিনীর সাহায্য নেওয়া হয়েছে। সিকিমের দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মী, অফিসারেরাও এলাকায় গিয়েছেন। সেনা বাহিনীর হেলিকপ্টারের সাহায্যে এলাকায় তল্লাশি প্রথম শুরু হয়। হাসিমারা থেকে জ্যাগুয়ারটি উড়ে এসেছিল বলে জানানো হয়েছিল। চালক অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানতে পেরেছি। বায়ুসেনার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।” ভারতীয় বায়ুসেনার তরফে ইস্টার্ন এয়ার কমান্ডের মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন অমিত যাদব বলেন, “দুটি হেলিকপ্টার ঘটনার পরেই এলাকায় গিয়েছে। পাইলটকে উদ্ধার করে বিমানটির ভাঙা অংশ খোঁজার কাজ চলছে। কী কারণে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।” বায়ু সেনা সূত্রের খবর, এলাকায় তদন্তকারী দলকে পাঠানো হয়েছে। ভেঙে পড়ার আগে পর্যন্ত যুদ্ধ বিমানটি থেকে কী বার্তা এসেছিল তা দেখা হচ্ছে। পাশাপাশি, পাইলট সুস্থ হলে আরও বিষয়টি পরিস্কার হয়ে যাবে। গত ২০১১ সালের এপ্রিল মাসে সিকিমেরই গ্যাংটক থেকে ১৬০ কিলোমিটার দূরে ভারত-চিন সীমান্তের ইয়ূমথাং ভ্যালিতে নিখোঁজ হয়ে যায় সেনা বাহিনীর একটি হেলিকপ্টার ‘ধ্রুব’। হেলিকপ্টারটি শিলিগুড়ির লাগোয়া সেবক স্টেশন থেকে উড়েছিল। ওই ঘটনায় সেনা বাহিনীর দুই মেজর-সহ ৪ জনের দেহটি ঘটনার ৪৮ ঘন্টা পর উদ্ধার হয়। |
|
|
|
|
|