মহাকরণ চত্বরের সুরক্ষায় বাড়ছে সিসিটিভি
বি বা দী বাগ এলাকায় সন্দেহজনক ভাবে কোনও গাড়ি বা ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে পুলিশ। এ ভাবেই ওই চত্বরকে নজরদারির আওতায় আনছে কলকাতা পুলিশ। বসছে আরও ৫০টি ক্লোজ্ড সার্কিট ক্যামেরা। সেগুলি মূলত মহাকরণের সামনে পার্কোম্যাটের চারপাশে এবং মহাকরণের পিছনের দিকে বসবে। কলকাতা পুলিশ পূর্ত দফতরের কাছে এই ক্যামেরা বসানোর টাকা চেয়েছে। পূর্ত দফতর টাকা বরাদ্দ করার আশ্বাস দিয়েছে। টেন্ডারও ডাকা হচ্ছে। শীঘ্রই ক্যামেরা বসানো শুরু হবে। মহাকরণের একতলায় হচ্ছে নয়া কন্ট্রোল রুম। সেখানে ক্যামেরার ফুটেজ কম্পিউটারে দেখবে পুলিশ।
মহাকরণ ও লালদিঘি চত্বর। —নিজস্ব চিত্র
বাম আমল থেকেই মহাকরণের মূল ফটকে ও মুখ্যমন্ত্রীর ঘরের সামনে নজরদারির জন্য ১৯টি ক্যামেরা বসানো রয়েছে। এত কম ক্যামেরা দিয়ে মহাকরণের সর্বত্র নজরদারি করা যেত না। মমতা বন্দ্যোপাধ্যয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে মহাকরণে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। মন্ত্রীদের সঙ্গে দেখা করতেও দলে দলে লোক আসছেন। তাই বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। সম্প্রতি মহাকরণের নিরাপত্তা বাড়াতে প্রতিটি গেট এবং দোতলা-তিনতলার বারান্দায় নজরদারির জন্য ২৭টি ক্যামেরা বসানো হয়। নতুন ৫০টি ক্যামেরা বসলে মহাকরণের চারপাশের নিরাপত্তা আরও আঁটসাঁটো হবে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন ক্যামেরাগুলি এমন ভাবে বসানো হবে যে, বি বা দী বাগ এলাকায় গাড়ি চলাচল এবং লোকজনের যাতায়াত সবই দেখা যাবে। সন্দেহজনক কিছু থাকলে তা-ও ধরা পড়বে ক্যামেরায়। মহাকরণের এক পুলিশকর্তার কথায়, “একতলায় নতুন কন্ট্রোল রুমে বসেই মহাকরণের চারপাশে কোথায় কী হচ্ছে, তা দেখা যাবে। ২৪ ঘণ্টাই এই কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে।”
মহাকরণ, হাইকোর্ট, বিধানসভা, ভিক্টোরিয়ায় নজরদারি এবং জেলের বন্দিদের আদালতে নিয়ে যাওয়া-নিয়ে আসার দায়িত্ব কলকাতা পুলিশের রিজাভ ফোর্সের। কিষেণজির মৃত্যুর পরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানো হয়। বাড়ানো হয় বিধানসভার নিরাপত্তাও। সকাল থেকে রাত পর্যন্ত অনেকটা সময় মহাকরণেই থাকেন মুখ্যমন্ত্রী। তাই মহাকরণকেই বেশি করে নজরে রাখতে চায় কলকাতা পুলিশ। সে জন্য উর্দিধারীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশ যেমন বাড়ানো হয়েছে, তেমনি বাড়ানো হচ্ছে ক্লোজ্ড সার্কিট ক্যামেরাও। এর পাশাপাশি পরিচয়পত্র ছাড়া কেউই যাতে সংরক্ষিত এলাকায় ঢুকতে না পারেন, তার জন্য পুলিশকে তৎপর করা হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.