টুকরো খবর
কলেজে ভাঙচুর
উপস্থিতির হার কম থাকা-সহ বিভিন্ন কারণে অ্যাডমিট কার্ড না-আসায় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে গোলমালে কলেজে ভাঙচুর চালাল একদল পড়ুয়া। বৃহস্পতিবার শিলিগুড়ির দাগাপুরে সুরেন্দ্র ইন্সস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কলেজে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ যায়। কলেজের শিক্ষক, কর্মীদের একাংশকে তারা আটকেও রাখে বলে অভিযোগ। পরে রাতেই ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ও কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। কলেজ কর্তৃপক্ষ জানান, বহিরাগতদের নিয়ে এসে ছাত্রদের একাংশ ভাঙচুর চালালে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “বহিরাগত লোকজন নিয়ে কিছু ছাত্র ভাঙচুর চালিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। কলেজে কিছু ছাত্রের উপস্থিতি হার ঠিক না থাকায় পরীক্ষায় বসতে অনুমতি দেননি কর্তৃপক্ষ। তা নিয়ে অভিযোগ থাকলে তা নির্দিষ্ট জায়গায় তাঁরা জানাতে পারতেন। তা না করে কলেজের ক্যাম্পাসে ভাঙচুর চালান ঠিক হয়নি। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।” শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল জানান, “কলেজ থেকে আগে থেকে জানানো হলে পরিস্থিতি সামালাতে সুবিধা হত। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।” কলেজ সূত্রে জানা গিয়েছে, সেমিস্টার পদ্ধতিতে বিভিন্ন বিভাগে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হয়। পড়ুয়াদের উপস্থিতির হার ঠিক না থাকায় এবং আনুসঙ্গিক যোগ্যতার অভাবের জন্য তাদের অ্যাডমিট কার্ড আসেনি। ৫ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা। এখনও অ্যাডমিট কার্ড না পেয়ে ওই ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ দিন দুপুর থেকেই বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাঁধে। রাত ৮টা নাগাদ বহিরাগতদের ডেকে এনে একদল ছাত্র কলেজের ভবনের কাঁচের জানলা ভাঙচুর শুরু করে।

বিদ্যুৎকর্মী নিগ্রহে পুলিশে অভিযোগ
বিদ্যুৎ দফতরের একজন কর্মীকে মারধরের অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন সংশ্লিষ্ট অফিসাররা। বৃহস্পতিবার হলদিবাড়ি থানার বগরিবাড়িতে ঘটনাটি ঘটেছে। পুলিশ এবং বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন বিদ্যুৎ দফতরের একজন কর্মী হলদিবাড়ি থানার বগরিবাড়িতে বিদ্যুৎ দফতরের একটি কাজে গিয়ে লাইন বন্ধ করে মেরামতিতে নামেন। একজন মিল মালিক তাঁর দলবল নিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে বিদ্যুত দফতরের কর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করে হলদিবাড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পরে বিদুৎকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বিদ্যুৎ দফতরের হলদিবাড়ির অফিসার গুরুপদ দানা হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের পক্ষ থেকে জানানো হয়, না জানিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়ার জন্যে তারা অসুবিধায় পড়েন। সে কথা বিদ্যুতের কর্মীকে জানানো হয়। আর কিছু করা হয়নি। রাজ্য বিদ্যুৎ পর্ষদের হলদিবাড়ির আধিকারিক গুরুপদ দানা বলেন, “সামান্য সময়ের কাজের জন্যে আগাম জানানোর প্রয়োজন থাকে না। তাই জানানো হয়নি। এই কারণে আমাদের কর্মীকে মারধর করা ঠিক হয়নি।” পশ্চিমবঙ্গ বিদ্যুৎ ওয়ার্কমেন অ্যাসোশিয়েশনের হলদিবাড়ি-জলপাইগুড়ির সম্পাদক অরুণ পন্ডিত বলেন, “কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন বিদ্যুৎকর্মীরা। হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।”

নিগ্রহ, নালিশ
আরএসপি-র এক গ্রাম পঞ্চায়েত সদস্যকে নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূলের এক যুবকর্মীর বিরুদ্ধে। বুধবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলির ঘটনা। বৃহস্পতিবার অভিযুক্ত যুবকর্মী জয়ন্ত সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন হিলি গ্রাম পঞ্চায়েতের আরএসপি সদস্য উদয় বর্মন। তাঁর অভিযোগ, “রাতে হিলি থানার সামনে রাস্তায় অকারণে চড়াও হন জয়ন্তবাবু। সেই সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। জামার কলার ধরে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।” পাল্টা অভিযোগ করেছেন যুব তৃণমূল কর্মী জয়ন্তবাবু। তাঁর অভিযোগ, “উদয়বাবুই নেশাগ্রস্ত হয়ে আমার উপর চড়াও হয়ে ধাক্কাধাক্কি করেন। পুলিশকে সব জানিয়েছি।” হিলি থানার ওসি শান্তনু মিত্র বলেন, “উভয় তরফে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে।” অভিযুক্ত যুবকর্মী জয়ন্তবাবু হিলি ব্লক তৃণমূলের যুব সভাপতি পদে ছিলেন। কয়েক মাস আগে তাঁর বিরুদ্ধে বধূ অপহরণ এবং হিলি থানার তৎকালীন ওসি সৌম্যজিত রায়কে ফোনে হুমকির অভিযোগে মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি বিচারধীন। এই ঘটনার পরেই জয়ন্তবাবুকে ব্লক তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে জামিনে থাকা ওই যুবকর্মীর বিরুদ্ধে আরএসপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে নিগ্রহের অভিযোগ অস্বীকার করেছেন হিলি ব্লক তৃণমূল সভাপতি আশুতোষ সাহা। এদিন তিনি কলকাতা থেকে ফোনে বলেন, “যতদুর শুনেছি যুবকর্মী জয়ন্তবাবুর উপর মদ্যপ অবস্থায় হামলা করেন আরএসপির ওই গ্রাম পঞ্চায়েত সদস্য। এক জন পঞ্চায়েত সদস্য হয়ে তিনি কী করে নেশাগ্রস্ত অবস্থায় আমাদের যুব কর্মীর উপর চড়াও হন, তা দেখা হচ্ছে।” আরএসপির হিলি গ্রাম পঞ্চায়েত প্রধান বিদ্যুৎ হালদার বলেন, “পঞ্চায়েত সদস্যকে নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের আশুতোষবাবুর সঙ্গে শুক্রবার আলোচনার পরে আমরা পদক্ষেপ করব।”

ধৃত ধর্ষণে অভিযুক্ত
দশম শ্রেণির ছাত্রী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পূর্ব বলাইগাঁও এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম আনোয়ার আলি। ওই এলাকাতেই তার বাড়ি। সে দিল্লিতে দিনমজুরির করে। কয়েকদিন আগে সে এলাকায় ফিরেছে বলে গোপন সূত্রে জানতে পারে পুলিশ। সেই মতো এদিন তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছর বয়সী স্থানীয় ইসলামপুর হাই মাদ্রাসার ছাত্রী ওই কিশোরী গত ১৬ অক্টোবর দুপুরে বাড়ির পাশের একটি নির্জন মাঠে ঘাস কাটতে গিয়েছিল। সেই সময় আনোয়ার সেখানে গিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর ওই কিশোরী মায়ের সঙ্গে থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ওই কিশোরীর বাবা মহম্মদ জামালুদ্দিন দিল্লিতে রিকশা চালান। মা রহিমা বেগম হেমতাবাদ এলাকায় পরিচারিকার কাজ করেন। বাড়িতে ওই কিশোরীর আরও দুই ভাই রয়েছে। রহিমা বেগম বলেন, “আমরা খুব গরিব। ঘটনার পরে মেয়েকে কীভাবে বিয়ে দেব তা বুঝতে পারছি না। মেয়েকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়ে ধৃতের কঠোর শাস্তি দাবি করেছি।” হেমতাবাদ থানার ওসি অভিজিত দত্ত জানান, অভিযুক্ত যুবক দিল্লিতে পালিয়ে গিয়েছিল। পুলিশ দেড় মাস ধরে তল্লাশি চালিয়ে তাকে ধরে।

কৃষকসভার সদস্য হ্রাস
এক বছরে তুফানগঞ্জে সিপিএমের কৃষক সংগঠন প্রাদেশিক কৃষক সভার সদস্য সংখ্যা কমেছে অর্ধেকের বেশি। শহরের কমিউনিটি হলে বুধবার ওই সংগঠনের তুফানগঞ্জ-১ ব্লক সম্মেলন হয়। সম্মেলন উপলক্ষে প্রতিনিধিদের মধ্যে বিলি করা খসড়া সম্পাদকীয় প্রতিবেদনের ৮ নম্বর পৃষ্ঠায় সদস্যের হিসাবে ওই বিষয়টি উঠে এসেছে। সেখানে লেখা হয়েছে, ২০১০-১১ সালে এলাকায় সদস্য সংখ্যা ছিল ৬৭,৫০০ জন। ২০১১-১২ সালে সদস্য সংখ্যা ৩০,০০০ হাজার হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। চলতি বছরের এলাকায় ওই খামতি মিটিয়ে সদস্য সংখ্যা ৭০,০০০ করার লক্ষ্যমাত্রার কথাও প্রতিবেদনে রয়েছে। সিপিএম নেতা তথা কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি দিলীপ বিশ্বাস বলেন, “এবার সদস্য কিছু এলাকায় কিছু কমলেও ওই সদস্য সংগ্রহ অভিযান জারি থাকায় লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে বলে আশা করছি।”

পথ দুর্ঘটনায় মৃত্যু
বাসের ধাক্কায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙার আব্বাসউদ্দিন সেতুর কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বজিৎ বর্মন (৩৫)। বাড়ি মাথাভাঙার ১০ নম্বর ওয়ার্ড এলাকায়। এদিন দুপুরে বাড়ি ফেরার সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

চাকা বসল গৌতম দেবের গাড়ির
ছবি দু’টি তুলেছেন তরুণ দেবনাথ।
বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের কাহালাই এলাকার একটি নদীতে সেতু তৈরির কাজ শুরুর শিলান্যাস করে ইটাহার যাওয়ার পথে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের গাড়ির পেছনের বা দিকের চাকা মাটিতে বসে যায়। চালক ১০ মিনিট ধরে চেষ্টা করেও গাড়ির চাকা রাস্তায় তুলতে পারেননি। বিষয়টি দেখতে পেয়ে নিজেদের গাড়ি থেকে নেমে গৌতমবাবুর গাড়ির কাছে ছুটে আসেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা। পরে অবশ্য তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ সহ দলের স্থানীয় নেতাকর্মীরা গৌতমবাবুর গাড়ি পেছন থেকে ঠেলে রাস্তায় তুলে দেন। এই ঘটনার পর গৌতমবাবু বলেন, পূর্বতন রাজ্য সরকারের উদাসীনতাতেই দীর্ঘদিন ধরে হেমতাবাদ ব্লকের রাস্তাঘাট সংস্কার হয়নি। নতুন রাস্তাও তৈরি হয়নি। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর কাহালাই এলাকা সহ হেমতাবাদ ব্লকে একাধিক নতুন রাস্তা তৈরি করা সহ পুরনো রাস্তা সংস্কারে উদ্যোগী হচ্ছে।

মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাদানুবাদ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা হাইস্কুল চত্বরে ওই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মীদের তপরতায় অবশ্য পরিস্থিতি ঘিরে বড় ধরনের গোলমালের ঘটনা এড়ানো গিয়েছে।

বিদ্যুতের অভাব
বিদ্যুতের সংযোগ অভাবে দীর্ঘ সীমান্ত এলাকায় ‘ফ্ল্যাড লাইট’ চালু করা যাচ্ছে না বলে জানিয়ে দিলেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সঞ্জীব কৃষ্ণ সুদ। দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য রাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও আইজি জানিয়েছেন।

চালকের মৃত্যু
ট্রাক্টর উল্টে তার তলায় চাপা পড়ে চালকের মৃত্যু হল। মালদজহের রতুয়ার জাননগরে বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম প্রদীপ ঘোষ (৩৬)। বাড়ি ওই এলাকাতেই। এ দিন বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.