স্কুল ছুটি দিয়ে রক্তদান শিবির, হাজির মন্ত্রীও |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
খোদ মন্ত্রীর উপস্থিতিতে স্কুল বন্ধ রেখে বৃহস্পতিবার ভালুকার সিজাইপুর পীরতলা প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করল তৃণমূল। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ অভিভাবকেরা। এ দিন বেলা বাড়তেই ওই শিবিরে একে একে হাজির হন স্থানীয় তৃণমূল নেতারা। এরপর আসেন আমন্ত্রিত দুই অতিথি নবদ্বীপের বিধায়ক ও রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের প্রতিমন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা ও নবদ্বীপের পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা। মন্ত্রী পুণ্ডরীকাক্ষবাবু বলেন, “রক্তদানের মতো একটি মহৎ সামাজিক কাজের আমন্ত্রণ পেয়েই চলে এসেছি।” তা বলে স্কুলের পঠনপাঠন বন্ধ করে রক্তদান শিবির? মন্ত্রীর উত্তর, “ঠিক কী কারণে স্কুল বন্ধ তা আমার জানা নেই। তবে রাসের জন্যও এই দিন বন্ধ থাকতে পারে স্কুল।” |
স্কুলের মাঠেই মঞ্চ। —নিজস্ব চিত্র। |
আশপাশের অন্য স্কুলে পঠনপাঠন চললেও হঠাৎ করে কেন রক্তদান শিবিরের জন্য এই স্কুলেই ছুটি দেওয়া হল? প্রধানশিক্ষিকা দেবযানী ঘোষের সাফাই, “রাস উপলক্ষে এ দিন স্থানীয় ছুটি দিয়েছি। ছুটির অনুমোদনের জন্য এসআই-য়ের কাছে আবেদনও করেছিলাম।” কিন্তু এসআই কী সেই ছুটি মঞ্জুর করেছিলেন? দেবযানী দেবী বলেন, “সেটা আর খোঁজ নিয়ে ওঠা হয়নি।” আর কৃষ্ণনগর-২ সার্কেলের এসআই অপূর্ব বিশ্বাস পরিষ্কার জানান, “ওই এলাকার কোনও স্কুলকেই ‘লোকাল হলিডে’ অনুমোদন করিনি। নির্দেশ অমান্য করে স্কুল বন্ধ রাখলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
সিপিএমের ভালুকা-জোয়ানিয়া লোকাল কমিটির সম্পাদক প্রবীর মিত্র বলেন, “এই ঘটনাতে পরিষ্কার শাসকদল শিক্ষা ব্যবস্থাকে কোন পথে পরিচালিত করতে চাইছে। স্কুল ছুটি দেওয়ার জন্য প্রধান শিক্ষিকার উপর চাপ দেওয়া হয়েছিল।” |
|