|
|
|
|
মাঝ রাতে পরিদর্শনে টাস্ক ফোর্স মালদহ মেডিক্যালে |
নিজস্ব সংবাদাতা • মালদহ |
মাঝরাতে যখন অসুস্থ শিশুদের নিয়ে মায়েরা ঘুমোচ্ছিলেন সেই সময় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শন করলেন রাজ্যে স্বাস্থ্য দফতরের ট্রাস্ক ফোর্সের প্রতিনিধিদল। এর পরে ভোর ৩ টে পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার সকালই কলকাতায় ফিরে গিয়েছেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও ৪ টি শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ৮ দিনে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩১ টি শিশুর মৃত্যু হয়েছে। শিশু বিভাগ পরিদর্শন করে টাস্ক ফোর্সের চেয়ারম্যান ত্রিদিব বন্দোপাধ্যায় বলেন, “মালদহে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে শিশু মৃত্যুর গড় হার কমেছে। মালদহে শিশু মৃত্যু মোটেই উদ্বেগজনক নয়।” ত্রিদিববাবু জানান, মালদহে শিশু মৃত্যু রুখতে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী কয়েকটি পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ গড়ে তোলা হবে। ইতিমধ্যে এই ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’-এর জন্য রাজ্য সরকার ১৬ কোটি টাকা মঞ্জুর করেছে। কয়েকমাসের মধ্যেই সেই কাজ শুরু করা হবে। ২-৩ বছরের মধ্যে মাদার অ্যান্ড চাইল্ড হাবের কাজ শেষ হবে। মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিধান মিশ্র জানান, মেডিক্যাল কলেজে যে সমস্ত শিশু মারা গিয়েছে তাদের বেশির ভাগই কম ওজন নিয়ে জন্মেছে। গর্ভবতী মা ও শিশুদের অপুষ্টির অভাবে কম ওজনের শিশু জন্মাচ্ছে। কম ওজনের শিশু প্রসব যাতে না হয়, সে জন্য আইসিডিএসের ডিপিওকে স্বাস্থ্য দফতর প্রস্তাব দিয়েছে, গ্রাম পঞ্চায়েত স্তরে প্রতি সপ্তাহে স্বাস্থ্য দফতর ও আইসিডিএস দফতর কর্মী অফিসারদের সমন্বয় বৈঠক করতে হবে। স্বাস্থ্যকর্মী ও আইসিডিএস কর্মীরা ঘুরে দেখবেন, গ্রামে কোনও মহিলা গর্ভবতী হয়েছেন? সেই সমস্ত গর্ভবতী মহিলারা ঠিকমতো পুষ্টিকর খাবার খেতে পাচ্ছেন কি না, তারা ঠিক সময়মতো টিকা নিচ্ছেন কি না? জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে গ্রাম পঞ্চায়েত স্তরে স্বাস্থ্য দফতর ও আইসিডিএসের মধ্যে সমন্বয় বৈঠক করা শুরু হবে। |
|
|
|
|
|