|
|
|
|
রায়গঞ্জে নয়, কল্যাণীতেই আগে হাসপাতাল: গৌতম |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
এইমসের ধাঁচে হাসপাতাল রাজ্যে প্রথমে কল্যাণীতেই করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার ফের তা স্পষ্ট করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। এ দিন রায়গঞ্জে একাধিক শিলান্যাস ও ফলক উদ্বোধনে গিয়ে তিনি বলেন, “রাজ্য সরকার চাষিদের বুকে বন্দুক ঠেকিয়ে জোর করে রায়গঞ্জে হাসপাতাল তৈরির বিরোধী। নদিয়ার কল্যাণীতে হাসপাতাল তৈরির পরিকাঠামো তৈরি রয়েছে। তাই সরকার চায় কল্যাণীতেই আগে হাসপাতাল হোক। রায়গঞ্জে হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির পক্ষে আমরা। দল ও সরকারের তরফে সরকারি জমির খোঁজ চলছে।”
পাশাপাশি, তিনি রায়গঞ্জের কংগ্রেস সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সিকে কটাক্ষ করেন। তাঁর কথায়, “হাসপাতাল তৈরি নিয়ে দীপাদেবীরা রাজনীতি করছেন। চাষিরা নাকি স্বেচ্ছায় জমি দিতে চান। যদি তাই হয়, তবে দীপাদেবী চাষিদের নিয়ে কেনও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেননি? চাষিদের দিয়ে স্বেচ্ছায় জমি দেওয়ার কথা লিখিত ভাবে জানাতে পারছেন না কেন বুঝতে পারছি না।” সম্প্রতি দীপাদেবী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ডালখোলায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, আগামী মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার রায়গঞ্জেই হাসপাতালের শিলান্যাস করবে। এই প্রসঙ্গে গৌতমবাবু জানান, কেন্দ্র যদি গায়ের জোরে অসাংবিধানিক উপায়ে হাসপাতালের শিলান্যাস করে তা রাজ্য সরকার মেনে নেবে না। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের পাল্টা অভিযোগ, হাসপাতাল নিয়ে রাজনীতি করছে তৃণমূলই। তিনি বলেন, “তৃণমূল চায় না রায়গঞ্জে হাসপাতাল হোক। কিন্তু কংগ্রেস রায়গঞ্জে হাসপাতাল তৈরি করে দেখিয়ে দেবে। রাজ্যের সরকার যদি রাজনৈতিক ষড়যন্ত্র করে জমি অধিগ্রহণ না করে তবে কেন্দ্রই সাংবিধানিক উপায়ে জমি অধিগ্রহণ করবে।”
২০০৯ সালে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির সিদ্ধান্ত হয়। বরাদ্দ ধরা হয় ৮২৩ কোটি টাকা। রায়গঞ্জের পানিশালায় জেলা প্রশাসনের চিহ্নিত করা ১০০ একর জমি ঘুরে দেখে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া আটকে যায়। রাজ্যে পালাবদলের পর পানিশালায় জমি অধিগ্রহণের দাবিতে আন্দোলন শুরু করে কংগ্রেস। তৃণমূল জেলা সভাপতি অমল আচার্য বলেন, “জেলায় হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস গড়ার জন্য সরকারি জমির খোঁজ চলছে। জেলা প্রশাসনেরও সাহায্য চাওয়া হয়েছে। রাজনৈতিক জমি হারানোয় কংগ্রেস নেতারা ভুল বকছেন।”
এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে কিচকটোলার সিরিয়ানি নদীতে একটি সেতুর কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ না-পেয়ে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস বিধায়ক গোলাম রব্বানি। গোলাম রব্বানি বলেন, “আমার বিধানসভা এলাকায় সেতুর অনুষ্ঠান হল। অথচ আমাকে আমন্ত্রণ করার ন্যূনতম সৌজন্য দেখানো হল না।” বিডিও শান্তনু কর্মকার জানান, অনুষ্ঠানের গোটা বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ঠিক করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “আমি বিধায়ককে নিজে ফোনে আমন্ত্রণ করেছি। এখন উনি এমন বললে তা দুর্ভাগ্যজনক।”
|
মন্ত্রীর দাবি দেড় থেকে ২ বছরের মধ্যে সেতুগুলি তৈরি হয়ে যাবে |
শিলান্যাস |
উদ্বোধন |
• হেমতাবাদ ব্লকের কাহালাই এলাকায় সেতু।
বরাদ্দ
সাড়ে ৪ কোটি। |
• ইটাহার ব্লক হাসপাতালে
জেনারেটর চালু।
১০ লক্ষ টাকা। |
• ইটাহার গামরি এলাকায় সেতু। বরাদ্দ ৩ কোটি টাকা। |
• গোয়ালপোখর ১
ব্লকের পত্রপুর
এলাকায় সিরিয়ানি নদীতে সেতু তৈরির
কাজ শুরু।
বরাদ্দ ৪ কোটি। |
• ইটাহার পাহাড়পুরে সুই নদীতে
সেতু। সাড়ে ৬ কোটি টাকা। |
|
|
|
|
|
|