শল্য চিকিৎসকের অপেক্ষায় আড়াই ঘণ্টা ধরে আঙুল কাটা অবস্থায় এক যুবককে হাসপাতালে অপেক্ষা করতে হয়েছিল। কেন এমন ঘটল, বিষ্ণুপুর মহকুমা হাসপাতালের কাছে তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে রির্পোট তলব করলেন বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ দিন্দা। বুধবার বিষ্ণুপুরের রেওড়া গ্রামের যুবক গোলক কুণ্ডু-র লাঙলের ফলায় আঙুল কেটে যায়। চিকিৎসা করাতে এসে বিষ্ণুপুর হাসপাতালে তাঁকে চরম হয়রানির শিকার হতে হয়। হাসপাতাল সুপার দেবাশিস কুমার রায় জানিয়েছিলেন সমন্বয়ের অভাবেই এই কাণ্ড। কিন্তু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন, “ভর্তি হওয়ার পরে কেন ওই রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে দেরি করা হল, সুপারের কাছে জানতে চেয়েছি। সাতদিনের ভিতর বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। তা দেখার পরে ব্যবস্থা নেওয়া হবে।”
|
চিকিৎসকের বদলির নির্দেশ বাতিল করতে হবে। এই দাবিতে গৌরীপুর কুষ্ঠ হাসপাতালের কুষ্ঠরোগীরা বৃহস্পতিবার সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতির নেতৃত্বে বাঁকুড়া জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বাণিপ্রসাদ চট্টোপাধ্যায় নামের ওই চিকিৎসক দশ বছরেরও বেশি সময় ধরে গৌরিপুর কুষ্ঠ হাসপাতালে রয়েছেন। সম্প্রতি তাঁকে দক্ষিণ দিনাজপুরের একটি কুষ্ঠ হাসপাতালে বদলির নিদের্শ এসেছে। সারা বাংলা কুষ্ঠ কল্যাণ সমিতির বাঁকুড়া জেলা সহ সম্পাদক জয়দেব সাহা বলেন, “গৌরিপুর কুষ্ঠ হাসপাতালে চিকিৎসকের সংখ্যা কম। তা ছাড়া বাণিপ্রসাদবাবু সবার আত্মীরমতো হয়ে গিয়েছেন। তাই তাঁর বদলি আটকানোর দাবি করা হচ্ছে।” ওই চিকিৎসক অবশ্য বলেন, “ স্বাস্থ্য দফতর যা সিদ্ধান্ত মেনে নেব।” জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক জগন্নাথ দিন্দা বলেন, “ওঁদের দাবি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
|
বিনা খরচে চক্ষুপরীক্ষা শিবির হল ইকড়ায়। গ্রামবাসীদের উদ্যোগে ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার এই শিবির হয়। ১১২ জনের চোখ পরীক্ষা করা হয়। বিনা খরচে ১৩ জনের অস্ত্রোপচার করা হবে বলে জানান উদ্যোক্তারা।
|
ভাইয়ের জীবন ফেরাল সাহসী দুই বোন |
দুই দিদির সাহসী পদক্ষেপে মৃত্যুমুখ থেকে ফিরে এল ছোট ভাই।১২ বছরের মুখতার আহমদ ভুগছিল হাইপারক্সিলুরিয়া নামক এক দুরূহ রোগে। নষ্ট হয়ে গিয়েছিল কিডনি ও লিভার। ধীরে ধীরে মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছিল একটা তাজা প্রাণ। কিন্তু দুই দিদির ভালবাসা আর মনের জোর ঠেকিয়ে দিল মৃত্যুকে। বড় দিদির একটি কিডনি এবং ছোট দিদির লিভারের অংশ প্রতিস্থাপিত হল মুখতারের দেহে। বৃহস্পতিবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার চলে টানা ১৭ ঘণ্টা ধরে। তার পরেই নবজন্ম ঘটেছে তার। দিদিদের অঙ্গ প্রতিস্থাপিত করে নতুন জীবন ফিরে পেয়েছে মুখতার।
|
গলব্লাডারে পাথর নিয়ে সাগরপুরের একটি নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন ২০০৮ সালে। আর বাড়ি ফেরা হয়নি তাঁর। চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছিল দীনেশ গুপ্তের। স্ত্রী মঞ্জু গুপ্ত দ্বারস্থ হয়েছিলেন ক্রেতা সুরক্ষা আদালতের। তাতেই নার্সিং হোম কর্তৃপক্ষের ত্রুটি ধরা পড়ায় মঞ্জু দেবী এবং তাঁর পরিবারকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে নির্দেশ দেয় আদালত। আরও কুড়ি হাজার টাকা দিতে হবে তাঁকে করা মামলার খরচপাতির জন্য।
|
লিউকেমিয়া হতে পারে এমন কোষ আবিষ্কার করলেন জাপানের গবেষকেরা। এই নয়া আবিষ্কৃত কোষের নাম হল আইপিএস কোষ। গবেষকদের মত, নতুন আবিস্কৃত কোষটি লিউকেমিয়ার উৎপত্তির কারণ জানতে সাহায্য করবে। চিকিৎসার পদ্ধতিও নিণর্য় করা যাবে এই কোষটির মাধ্যমে। |