এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে সাঁওতালডিহি থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ওসিকে স্মারকলিপি দেওয়া হয়। পরে এক নম্বর গেটের সামনে সভাও করে কংগ্রেস। উপস্থিত ছিলেন পাড়া কেন্দ্রের কংগ্রেস বিধায়ক উমাপদ বাউরি। পুরুলিয়ার অন্যতম শিল্পাঞ্চল সাঁওতালডিহিতে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ভোজুডি কোল ওয়াশারি থেকে যন্ত্রাংশ-সহ কয়লা চুরি হলেও অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে না পুলিশএই মর্মে এ দিন অভিযোগ করেন কংগ্রেস নেতা-কর্মীরা। দলের অন্যতম জেলা সম্পাদক বলরাম মাহাতোর দাবি, “তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা ও যন্ত্রাংশ চুরি হয়ে পাচারের ঘটনা ঘটলেও পুলিশ ব্যবস্থা নিতে ব্যর্থ। এলাকায় অবৈধ মদের দোকান থেকে অবাধে মদ বিক্রি বন্ধ করতেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।” বিধায়ক বলেন, “এলাকার আইনশৃঙ্খলার অবনতি হলেও পুলিশ কার্যত নিশ্চুপ।” রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, বিদ্যুৎকেন্দ্র ও ভোজুডি কোল ওয়াশারিতে বেসরকারি নিরাপত্তারক্ষী এবং সিআইএসএফ রয়েছে। ফলে সেখান থেকে চুরি বন্ধে তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এসডিপিও বলেন, “বিদ্যুৎকেন্দ্র ও কোল ওয়াশারি থেকে পাচার হওয়ার সময়ে পুলিশ নিয়মিত অভিযান চালায়। তবে সীমানাবর্তী এলাকা হওয়ায় এবং সাঁওতালডিহি থানায় কর্মীর সংখ্যা কম থাকায় কিছু সমস্যা হচ্ছে। সম্প্রতি থানায় ২৫ জন কনস্টেবল দেওয়া হয়েছে। পাচার ঠেকাতে আরও কার্যকরী ব্যবস্থা আমরা নিচ্ছি।”
|
বেআইনি মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত পরিমল মুর্মু-র বাড়ি রাইপুরের ফুটিবেড়িয়া গ্রামে। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে তাঁকে ধরা হয়। শনিবার নীলজোড়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে ৩৭০ গ্রাম হেরোইন সমেত তিনজন ধরা পড়ে। পুলিশের দাবি, ওই মাদক চক্রে পরিমালও যুক্ত। |