টুকরো খবর
ভাসান নিয়ে হাঙ্গামায় ধৃত তৃণমূল নেতা
জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা নিয়ে বারাসতে বুধবার রাতের গণ্ডগোলের ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ওই পুজোর না ছিল ছাড়পত্র, না ছিল ভাসানের অনুমতি। অথচ বিসর্জনের শোভাযাত্রায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে। সেই ঘটনাতেই পুজো কমিটির সভাপতি এবং বারাসত পুরসভার ২২ নম্বর ওয়ার্ড কমিটির তৃণমূল সভাপতি সৌমেন আচার্যকে গ্রেফতার করা হয়েছে। সৌমেনবাবুর স্ত্রী শীলা আচার্য ওই ওয়ার্ডের কাউন্সিলর। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার সুগত সেন বলেন, “ওই ক্লাবের পুজো-ভাসান কিছুরই অনুমতি ছিল না। ক্লাবের সভাপতি, সম্পাদক-সহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।” অনুমতি ছাড়া পুজো হল কী ভাবে? পুলিশ সুপারের জবাব, “পাড়ার মধ্যে লুকিয়ে পুজো করা হয়েছিল বলে নজর এড়িয়ে গিয়েছে। পুজোর অনুমতির তালিকায় এই পুজোটির নাম না-থাকায় পুজোটিকে ‘ব্ল্যাক লিস্টেড’ বা কালো তালিকাভুক্ত করা হয়েছে।” বারাসত পুরসভার তৃণমূল চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় জানান, গোলমালের সময় সৌমেনবাবু ছিলেন না। তিনি ক্লাবের সভাপতি বলে এবং ওই ভাসানের জন্য অনুমতি নেওয়া ছিল না বলে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ফের বাস বন্ধের সিদ্ধান্ত বসিরহাটে
এখনও নতুন ভাড়ার তালিকা হাতে না পাওয়ায় বসিরহাট মহকুমার ৯টি রুটে (৬২টি বাস) বাস বন্ধের সিদ্ধান্ত নিল মালিক-শ্রমিক যৌথ সমন্বয় কমিটি। ফলে সমস্যায় পড়বেন যাত্রীরা। মহকুমা বাস মালিক ও শ্রমিক সংগঠন সূত্রের খবর, সরকার দু’বার বাস ভাড়া পরিবর্তন করায় নিদিষ্ট ভাড়ার তালিকা তৈরি করতে পারছেন না বাস মালিকেরা। ফলে প্রায় প্রতিদিনই বাস কন্ডাক্টরের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন যাত্রীরা। এখনও পর্যন্ত মহকুমায় মাত্র দুটি রুটের বাস মালিকদের হাতে নতুন ভাড়ার তালিকা পৌঁছেছে। এতে তৈরি হয়েছে আর এক সমস্যা। নিত্যযাত্রীদের অভিযোগ, যারা ভাড়ার তালিকা পেয়েছে তারা একরকম ভাড়া চাইছে, যারা পায়নি তারা একরকম। ফলে বিভ্রান্তি হচ্ছে।বিভ্রান্তি কাটাতে বৃহস্পতিবার স্থানীয় খোলাপোতায় বসিরহাটের ৯টি রুটের বাস মালিক ও শ্রমিকেরা বৈঠকে বসেন। সেখানে ৩ জনের একটি কমিটি তৈরি করে আপাতত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সমন্বয় কমিটির পক্ষে মোহন বসু বলেন, “ভাড়া নিয়ে সংশয়ের জেরে প্রায়ই কন্ডাক্টরেরা মার খাচ্ছেন। তাই আমরা আপাতত বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কমিটিই পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঠিক করবে।” কমিটির তরফে সোমবার এডিএমজির সঙ্গে দেখা করা হবে বলে তিনি জানান। বেশ কিছুদিন বন্ধ থাকার পর মাত্র দিনকয়েক আগে বসিরহাট মহকুমায় বাস চলাচল স্বাভাবিক হয়েছিল। এ দিন ফের বাস বন্ধের সিদ্ধান্তে নিত্যযাত্রীদের সঙ্গে বিপাকে পড়লেন বাসকর্মীরাও।

পথ দুর্ঘটনায় বৃদ্ধা-সহ মৃত ২
পথ দুর্ঘটনায় এক বৃদ্ধা-সহ দু’জনের মৃত্যু হল। গুরুতর আহত দু’জনের একজনকে বারাসতের এক নার্সিংহোমে ও অন্যজনকে স্বরূপনগরের শাঁড়াপুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে মৃত দু’জন হলেন স্বরূপনগরের বিথারি গ্রামের বাসিন্দা হাসিনা বিবি (৬২) ও বসিরহাটের পিঁফার বাসিন্দা নাসির গাজি (৪৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে হাসিনা বিবি হাকিমপুরের দিক থেকে মোটরভানে স্বরূপনগরের দিকে আসছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি লরিকে পাশ কাটাতে গিয়ে মোটরভ্যানটি উল্টে গেলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান হাসিনা বিবি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শাঁড়াপুল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান। এ দিনই সন্ধ্যায় স্বরূপনগরের বাসিন্দা ও স্থানীয় তৃণমূল নেতা মাজেদ গাজির সঙ্গে মোটর সাইকেলে শাঁড়াপুলের দিকে যাচ্ছিলেন সাত্তার দলদার। উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হলে দু’জনেই গুরুতর আহত হন। রাত ৮টা নাগাদ বসিরহাটের দিক থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন নাসির গাজি। পঞ্চাননতলার কাছে অটো গর্তে পড়লে ঝাঁকুনিতে তিনি পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

আত্মহত্যার চেষ্টা
গায়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ক্যানিংয়ের সঞ্জয়পল্লিতে। পুলিশ জানিয়েছে ওই গৃহবধূর নাম রিঙ্কি বিশ্বাস। ওই গৃহবধূকে মানসিক নির্যাতনের অভিযোগে পুলিশ রিঙ্কিদেবীর শ্বশুর রতিকান্ত বিশ্বাসকে গ্রেফতার করেছে। রিঙ্কিদেবীকে প্রথমে ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই বছর আগে তালদির বাসিন্দা রঞ্জন বোসের মেয়ে রিঙ্কি বোসের সঙ্গে সঞ্জয়পল্লির বাসিন্দা অনুপ বিশ্বাসের বিয়ে হয়। তাঁদের বছর দেড়েকের একটি পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই রিঙ্কিদেবীর উপর মানসিক অত্যাচার করা হত বলে রিঙ্কিদেবীর পরিবারের অভিযোগ। পুলিশ জানিয়েছে, রিঙ্কিদেবীর ভাই পিন্টু বোসের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।”

চোলাই সহ ধৃত ৩
পুলিশি তল্লাশিতে ৩২০ লিটার চোলাই উদ্ধার হল বনগাঁয়। ঘটনাটি ঘটে বুধবার রাতে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোহম বিশ্বাস, সঞ্জীব সাহা ও বাবলু অধিকারী। গাইঘাটা ও বনগাঁ থানার পুলিশ সোনাটিকাটি এলাকা থেকে সোহম ও সঞ্জীবকে গ্রেফতার করে। বাবলুকে ধরা হয়েছে স্থানীয় সাহাপাড়া থেকে।

পাচারের সময় চিনি উদ্ধার
রেশন থেকে চিনি পাচারের সময় ধরে ফেলল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হাবরার ডহরযুবা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক রেশন ডিলার এই চিনি পাচার করছিলেন। আটক হওয়া ৪টি বস্তায় মোট ৫০ কেজি করে চিনি ছিল। পরে পুলিশ এসে চিনির বস্তাগুলি আটক করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রেশন ডিলারের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তার বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে।

শ্রমিককে মার
বারুইপুরের একটি কারখানায় এক শ্রমিককে রড দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। পুলিশ জানায়, প্রহৃত শ্রমিকের নাম রঞ্জিত হালদার। বৃহস্পতিবার তাঁকে মারধরের অভিযোগে দিলীপ বারিক নামে এক তৃণমূল নেতাকে আটক করা হয়েছে। পুলিশি সূত্রের খবর, সকালে রঞ্জিত কারখানায় কাজ করছিলেন। ওই নেতা তাঁকে ডেকে পাঠান। রঞ্জিতের অভিযোগ, তিনি কাজ ছেড়ে যেতে না-চাওয়ায় রড দিয়ে পেটানো হয়। কারখানা-কর্তৃপক্ষের অভিযোগ, মাস তিনেক ধরে ওই শ্রমিক সংগঠন নানা ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বারুইপুর (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের তৃণমূলের চেয়ারম্যান গৌতম দাস বলেন, “নানা দাবিদাওয়া নিয়ে ওই কারখানার শ্রমিকদের ক্ষোভ রয়েছে। এ দিন ক্যান্টিনে খাওয়ার সময় গোলমাল হয়েছে শুনেছি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.