ইডেন-নাটকে দাঁড়ি টানতে ময়দানে নেমে পড়ল ভারতীয় বোর্ড। যারা কি না ইডেনের বাইশ গজ নিয়ে উদ্ভুত বিতর্কে প্রবল ক্ষুব্ধ।
বৃহস্পতিবার দুপুর-দুপুর বোর্ড সচিব সঞ্জয় জাগদালে ফোন করেন সিএবিতে। জিজ্ঞেস করেন, পিচ নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে? সিএবি কেন মেটাচ্ছে না? শুধু তাই নয়, ইডেনের উইকেটের দায়িত্বে থাকা দুই কিউরেটর প্রবীর মুখোপাধ্যায় এবং আশিস ভৌমিককেও ডেকে পাঠিয়ে ফোনে কথা বলে নিলেন বোর্ড সচিব।
বোর্ড সচিব এ দিন সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-কে ফোনে সাফ জানিয়ে দেন, মুম্বইয়ে ধোনিরা হেরে বসায় বোর্ড একেই চিন্তায়। তার উপর ইডেনের পিচ নিয়ে মিডিয়ায় যা চলছে, সেটা আরও অস্বস্তি বাড়াচ্ছে বোর্ডের। জাগদালে জিজ্ঞেস করেন, “ব্যাপারটা নিয়ে এত এত ধোঁয়াশা তৈরি হচ্ছে কেন? আমরা তো পরিষ্কার বলেই দিয়েছি যে, আশিস ভৌমিককে পাঠানো হচ্ছে শুধু ইডেন কিউরেটরকে সাহায্য করতে। তার বেশি কিছু নয়।” সিএবি-কে নির্দেশ দেওয়া হয়, পুরো বিতর্কের নিষ্পত্তি ঘটাতে।
বোর্ডের ভয়, দুই কিউরেটরের মধ্যে মতান্তরের। আশঙ্কা, ওঁদের মধ্যে লেগে গেলে পিচ তৈরির কাজ ক্ষতিগ্রস্ত হবে। যে কারণে দুই কিউরেটরের সঙ্গেই এ দিন ফোনে কথা বলেন জাগদালে। যাঁরা কি না এ দিনই প্রথম একসঙ্গে পিচের কাজে নেমে পড়লেন। ইংল্যান্ড আবার শহরে নেমে পড়ছে শুক্রবার দুপুর, দুপুর। |
বোর্ডের তরফে প্রবীরকে বলা হল, “আপনি পিচ নিয়ে মিডিয়ায় আর কিছু বলবেন না। যথেষ্ট বিতর্ক হয়েছে।’’ আশিসের কাছে আবার জানতে চাওয়া হয়, কাজ করতে তাঁর কোনও সমস্যা হচ্ছে কি না? আশিস বা প্রবীর কেউই কারও প্রতি কোনও অসূয়া দেখাননি। বরং আশিস বলে যান, “প্রবীর মুখোপাধ্যায় আমার শিক্ষকের মতো। ওঁর কাছে কাজ শিখতেই এসেছি। মিডিয়া অহেতুক বিতর্ক ছড়াচ্ছে। উনি যা বলবেন, সে ভাবে কাজ করব।” পরে সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপও বললেন, “বোর্ড চিন্তায় ছিল বলেই সচিব ফোন করেন। দুই কিউরেটরের সঙ্গে কথাও বলেন। বিতর্ক যেটা হয়েছিল, সেটা মিটে গিয়েছে।”
পিচ নিয়ে বিতর্কের দামামার মধ্যে আবার টেস্টের আয়োজনের চূড়ান্ত রূপরেখা টানার কাজও চলছে। শীতের ইডেনে হাজির থাকছেন অর্ধশতাব্দী আগের দুই অধিনায়ক টেড ডেক্সটার এবং নরি কন্ট্রাক্টর। এবং তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানও যথেষ্ট জাঁকজমক হচ্ছে।
আগামী ৫ ডিসেম্বর, টেস্টের প্রথম দিন লাঞ্চের সময় গল্ফ কার্টে করে ইডেন ঘোরানো হবে ডেক্সটার-কন্ট্রাক্টরকে। যে সময় হাজির থাকবেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাইলস ক্লার্ক এবং সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। সঙ্গে থাকছে দুই প্রাক্তন অধিনায়কের সংবর্ধনা অনুষ্ঠান। যা হবে ম্যাচের আগের দিন। ঠিক হয়েছে, ডেক্সটার-কন্ট্রাক্টরকে ব্লেজার-টাইয়ের সঙ্গে দেওয়া হবে রুপোর ছড়ি। কিছু দুষ্প্রাপ্য ছবি এবং ’৬১-র ইংল্যান্ড টিমের সই করা ব্যাটের প্রদর্শনীরও ব্যবস্থা থাকছে। যে টিমের অধিনায়ক ছিলেন খোদ ডেক্সটার নিজে। |