টুকরো খবর |
রেলশহরে গুলি ঠিকাদার সংস্থার গাড়িতে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ঠিকাদার সংস্থার কর্মীদের গাড়ি লক্ষ করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়াল রেলশহর খড়্গপুরে। বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর লোকাল থানার সাহাচকের এই ঘটনায় অবশ্য কেউ গুলিবিদ্ধ হননি। গুলি লেগেছে গাড়ির নীচের অংশে।
পুলিশ জানিয়েছে, সাহাচকে টাটা মেটালিক্স কারখানায় বিভিন্ন কাজের বরাত পেয়েছে এনকেসিপিএল নামে একটি সংস্থা। সেই কাজ দেখভালের দায়িত্বে রয়েছেন পাবক ঘোষ নামে সংস্থার এক কর্মী। তিনি-সহ তিন জন এ দিন কাজ দেখভাল করে ফিরছিলেন। পথে ঘটনাটি ঘটেছে। পাবকবাবুর অভিযোগ, “মোটর বাইক আরোহী তিন জন আমাদের গাড়ির পথ আটকায়। সকলের মুখ কালো কাপড়ে বাধা ছিল। কিছু বুঝে ওঠার আগেই ওরা গুলি চালায়।” পুলিশ জানিয়েছে, গুলি লেগেছে গাড়ির নীচের অংশে। অর্থাৎ নির্দিষ্ট কেউ নিশানা ছিলেন না বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কিছুদিন ধরেই স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই সংস্থার গোলমাল চলছিল। স্থানীয়দের কাজ দেওয়ার দাবি ঘিরেই সমস্যার সূত্রপাত। পাবকবাবুরাও পুলিশের কাছে সেই আশঙ্কার কথাই জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তে সব বিষয়ই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। |
নির্মল ভারত গড়ার লক্ষ্যে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নির্মল ভারত অভিযান প্রকল্পের অন্তর্গত এক কর্মসূচির সূচনা হল মেদিনীপুর সদর ব্লকের মণিদহ গ্রাম পঞ্চায়েতে। এই উপলক্ষে বৃহস্পতিবার মণিদহ গ্রাম পঞ্চায়েতের তামাকবাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির সূচনা করেন মেদিনীপুরের (সদর) বিডিও অয়ন নাথ। এই কর্মসূচির ফলে এ বার ওই এলাকার বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা হবে। ওই আবর্জনা একটি নির্দিষ্ট এলাকায় জমা করে রাখা হবে। পরে তা থেকে সার উৎপাদন করা হবে। ওই সার বিক্রি করে আয়রও সুযোগ থাকছে। প্রশাসন সূত্রে খবর, শহরের ক্ষেত্রে যেমন ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ প্রকল্প রয়েছে, গ্রামের ক্ষেত্রে এই প্রকল্প তেমনই। এর ফলে একদিকে যেমন গ্রাম আবর্জনা-মুক্ত হবে, অন্য দিকে পঞ্চায়েতের আয়ও বাড়বে। আগামী দিনে আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি শুরু হবে বলে প্রশাসন জানিয়েছে। |
সুনীল স্মরণে সভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে সাহিত্যসভা হল খড়গপুরের তালবাগিচায়। বুধবার পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের খড়গপুর শাখা আয়োজিত এই সভায় কবির জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন প্রশান্ত ভট্টাচার্য, শ্যামল পঞ্চধ্যায়ী ও দোদুল চৌধুরী। স্বরচিত কবিতা ও গল্প পাঠে ছিলেন অশেষ সাহা, মিঠু মণ্ডল, অরূপ গোস্বামী, সুভাষ বসু, মৃত্যুঞ্জয় পুষ্টি। সঙ্গীত পরিবেশন করেন সোহিনী রায়, দেবাশিস চক্রবর্তী, কল্পনা রায়, তন্দ্রা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন দুর্গাচরণ ভট্টাচার্য। |
ঠিকাদারদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
ঠিকাদারদের বিক্ষোভ। |
টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখা-সহ বেশ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার পিএইচই’র মেদিনীপুর ডিভিশন দফতরের সামনে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ ইউনাইটেড পিএইচই কনট্রাক্টরস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। পরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহসিন আলি খানের সঙ্গে দেখা করে তাঁর কাছে নিজেদের অভিযোগ ও দাবিগুলো জানায় অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল। |
কম্বল বিতরণ |
কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল খড়গপুর শহরের জয়হিন্দ নগরে। বুধবার দেশবন্ধু ক্লাবের উদ্যোগে আয়োজিত এই শিবিরে ১০০ জনকে কম্বল দান করা হয়। উপস্থিত ছিলেন শ্রীকান্ত মাহাতো, নির্মল ঘোষ, শশাঙ্ক পাত্র, জহরলাল পাল, ময়না চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট জন। |
|