পঞ্চায়েত ভোটের আগে দলের দুই বিধায়কের মন্তব্যে তৃণমূলের মধ্যে ‘অস্বস্তি’ বেড়েছে। কিন্তু তাতে আনন্দের কিছু দেখছেন না বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বৃহস্পতিবার পাঁচলার রানিহাটিতে এক প্রতিবাদ-সভায় তিনি দলীয় কর্মী-সমর্থকদের মানুষের আস্থা অর্জনের জন্যই কাজ করার পরামর্শ দিয়েছেন।
দলের কর্মীদের একাংশ তোলাবাজিতে যুক্ত বলে প্রকাশ্যেই সরব হয়েছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর এক বিধায়ক শোভনদেব ভট্টাচার্য দিন কয়েক আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দলেরই একটি গোষ্ঠীর কর্মী সংগঠনের হাতে হেনস্থা হওয়ার পরে নিজের ক্ষোভ গোপন করেননি।
দু’টি উদাহরণ তুলে ধরে এ দিন বিরোধী দলনেতা তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন। |
মুম্বই রোডের ধারে পুলিশি অনুমতি না মেলায় একটি মিনি ট্রাকে অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে সূর্যকান্তবাবু দাবি করেন, “এ বার তৃণমূল ভেঙে খান খান হয়ে যাবে। রাজ্যের পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করেন না। উনি এক সময়ে বিজেপি-র সঙ্গে ছিলেন। আবার কংগ্রেসের হাত ধরে ছিলেন। আমাদের দরজাতেও কড়া নাড়ছেন। উনি পুরোপুরি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। কারও কাছে উনি আশ্রয় পাবেন না।”
শাসক দল এবং মুখ্যমন্ত্রীর সমালোচনার পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকে সতর্কও করেছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্তবাবু। তিনি বলেন, “কংগ্রেসের সঙ্গে জোট ভাঙল কি না, বা তৃণমূল ভাঙল কি না, তাতে আমাদের আনন্দিত হওয়ার দরকার নেই। মানুষের সঙ্গে ভাল, অন্তরঙ্গ ব্যবহার করে তাঁদের কাছে যেতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে।”
রাস্তা নিয়ে গোলমালের জেরে গত ২১ নভেম্বর হাওড়ার পাঁচলার বিকি-হাঁকোলা গ্রামে মতিউর রহমান পুরকাইত নামে এক সিপিএম কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। সিপিএম তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিল। অভিযোগ অস্বীকার করে তৃণমূল। সেই ঘটনার প্রতিবাদেই বুধবার রানিহাটি মোড়ে সভার আয়োজন করেছিল বামফ্রন্ট। প্রধান বক্তা ছিলেন সূর্যকান্তবাবু। কিন্তু সেখানে ফরওয়ার্ড ব্লকের কাউকে দেখা যায়নি।
ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, মতিউর রহমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাদের দলের কয়েক জনের নামে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। মিথ্যা মামলায় দলীয় কর্মীদের ফাঁসানো হয়েছে, এই দাবি করে পাঁচলার ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা বলেন, “প্রতিবাদ জানাতেই ওই সভায় আমাদের দলের কেউ সামিল হননি।” পাঁচলার সিপিএম নেতা নবীন ঘোষ বলেন, “মৃতের পরিবারের পক্ষ থেকে ওই অভিযোগ দায়ের করা হয়। দলের তরফে নয়। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া হবে।” |