কলেজ তৈরির দাবি মঙ্গলকোটে |
কলেজ তৈরির দাবিতে ব্লক অফিসে স্মারকলিপি দিলেন মঙ্গলকোটের বাসিন্দারা। তাঁদের দাবি, মঙ্গলকোটের ১৫টি পঞ্চায়েতে অন্তত ১৫টি উচ্চমাধ্যমিক স্কুল রয়েছে। কিন্তু কলেজে পড়ার জন্য পড়ুয়াদের কাটোয়া, গুসকরা, বোলপুর ও বর্ধমানে যেতে হয়। তাই কলেজ তৈরির আর্জি জানিয়েছেন তাঁরা। তাঁদের আরও দাবি, কলেজ তৈরির জন্য প্রাথমিক শর্ত, ৬ বিঘা জমি ও ২০ লক্ষ টাকা সরকারের হাতে তুলে দিতে কোনও অসুবিধা হবে না। বিডিও সুশান্তকুমার মণ্ডল জানান, খতিয়ে দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
|
বধূকে পুড়িয়ে মারায় যাবজ্জীবন |
বধূহত্যার অপরাধে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিল অতিরিক্ত দ্বিতীয় দায়রা আদালত। তাঁর নাম সুকুমার রায়। তিনি মেমারির থানার সুলতানপুরের বাসিন্দা। সরকারি আইনজীবী অনিলকুমার ঘোষ জানান, গত বছর ২৫ ফেব্রুয়ারি রাতে স্ত্রী নমিতাকে পুড়িয়ে মারেন সুকুমারবাবু।” এই মামলায় আরও অভিযুক্ত সুকুমারবাবুর তিন আত্মীয়কে অবশ্য বেকসুর খালাস দেন বিচারক বনানী চক্রবর্তী।
|
বারবানি থানা গ্রাম রক্ষা বাহিনী ও পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত ফুটবলে বৃহস্পতিবারের প্রথম খেলায় জিতল শ্যামাপুর। কাপিষ্ঠা নেতাজী সুকান্ত ময়দানে তারা মণিডাঙাকে ১ গোলে হারায়। পরের খেলায় জেতে কয়ালধাওড়া। তারা সিধাবাড়িকে ১ গোলে হারায়।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থার প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল ঘুটঘুট পাড়া এএনএমএস। আসানসোল স্টেডিয়ামে তারা কেরারডিকে ১ গোলে হারায়।
|
বর্ধমানের প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা হত্যা মামলায় চার অভিযুক্তের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। সিআইডি ওই হত্যাকাণ্ডের তদন্ত করছে। অভিযুক্ত সুরজিৎ তা, মন্টু ঘোষ, তাপস বিশ্বাস ও নারায়ণ সামন্ত ২৬০ দিন জেল-হাজতে আছেন। তাঁরা জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি কানোয়ালজিৎ সিংহ অহলুওয়ালিয়ার ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের জামিন মঞ্জুর করে। |