অ্যাডমিট কার্ড না আসায় ছ’মাস ক্লাস করেও পরীক্ষা দিতে পারল না ন’জন ছাত্র। বৃহস্পতিবার বর্ধমানের একটি বেসরকারি পলিটেকনিক কলেজে ঘটনাটি ঘটে। তবে পুলিশের উপস্থিতিতে নির্বিঘ্নেই পরীক্ষা হয় ওই কেন্দ্রে।
ছাত্রদের অভিযোগ, এ দিন সকালে অ্যাডমিট কার্ড দেওয়া হয়। তখনই জানতে পারেন, পরীক্ষায় বসতে পারবেন না তাঁরা। কলেজ কর্তৃপক্ষ লিখিতভাবে তাঁদের জানিয়ে দেয়, কাউন্সিলের অনুমতি না পাওয়ায় পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না তাঁদের। কর্তৃপক্ষের তরফে অবশ্য এই ৯ ছাত্রকে পরীক্ষার ফি ফেরত নিতে বলা হয়েছে।
কলেজের অধ্যক্ষ অনিলকুমার ঘোষের বক্তব্য, “গত বারের শূন্য আসনে ১৫ জনকে ভর্তি করানো হয়েছিল। প্রত্যেককেই লিখিতভাবে জানানো হয়েছিল, ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন’ এদের রেজিস্ট্রেশন না মানলে, তাঁদের পরীক্ষা দিতে দেওয়া সম্ভব হবে না। এই শর্তেই ভর্তি নেওয়া হয়েছিল পড়ুয়াদের। কাউন্সিল ওই ১৫জনের মধ্যে ছ’জনের রেজিস্ট্রেশন দিয়েছে। বাকিরা তা পাননি।”
ওই ন’জন ছাত্র ও তাঁদের অভিভাবকদের বক্তব্য, ছ’মাস টানা ওই কলেজে ক্লাস করার পরেও অ্যাডমিট কার্ড না পাওয়ায় তাঁরা বিস্মিত। পুলিশের কাছে অভিযোগ জানানো হলে, বিষয়টি জেলাশাসককে জানানোর জন্য বলা হয় তাঁদের। কিন্তু জেলাশাসকের দেখা না পাওয়ায় তাঁরা অভিযোগ জানান মহকুমাশাসক (উত্তর) প্রদীপকুমার আচার্যের সঙ্গে। প্রদীপবাবু বলেন, “পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন ওঁরা। অভিযোগ জেলাশাসকের কাছে পাঠিয়ে দিচ্ছি। তিনিই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।” অনেক বার চেষ্টা করেও জেলাশাসক ওঙ্কার সিংহ মিনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। |