|
|
|
|
আমরা যখন বাবা |
টালিগঞ্জে ফুটছে এ বার বাবা হওয়ার ফুল।
নতুন সংযোজন
ব্যোমকেশ
বক্সী ওরফে
আবির চট্টোপাধ্যায়।
লিখছেন ইন্দ্রনীল রায়
|
এই শীতকালের কোনও রাতে যদি ওষুধের দোকানে আপনার চেনা কোনও নায়ককে ডায়পার বা ন্যাপি কিনতে দেখেন, আশ্চর্য হবেন না।
এই শীতকালে যেখানে এক সময় নায়কেরা পার্টি আর বারবিকিউ-এর হইহুল্লোড়ে মাততেন, তাঁরা এ বার রাত-জেগে বাচ্চা সামলাচ্ছেন। সামলাবেন।
এই দ্বিতীয় গোষ্ঠীর নায়কদের দলে নাম লেখালেন আবির চট্টোপাধ্যায়। বাবা হতে চলেছেন আবির। খবরটা জানল একমাত্র আনন্দ প্লাস। গুড নিউজটা ফেব্রুয়ারি মাসেই শোনা যাবে।
খবরটা জানার পর আনন্দ প্লাস থেকে ফোন পেয়ে, চমকেই গিয়েছিলেন আবির।
“আপনারা জানলেন কী করে? প্লিজ খবরটা করবেন না,” হেসে আবিরের প্রথম প্রতিক্রিয়া।
পরে অবশ্য নিজের ডিফেন্স ভাঙলেন এই মুহূর্তে টালিগঞ্জের অন্যতম হিরো।
“হ্যাঁ খবরটা সত্যি। ডিউ ডেট ফেব্রুয়ারি। সবার শুভকামনা চাই,” জানাচ্ছেন আবির।
ভাবী বাবা কিন্তু এরমধ্যেই মানসিক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। “আশেপাশে আমার বন্ধু-বান্ধবদের তো দেখছিই। সব হাজব্যান্ডই প্রায় সারা রাত জেগে কাটাচ্ছে। যীশু বলছিল ওরও এক অবস্থা। সারা রাত ধরে ন্যাপি
পাল্টাতে হচ্ছে।”
আবির কিন্তু ভুল বলেননি।
“সারা রাত জাগতে তো হবেই। বড় মেয়ে সারার সময় জেগেছিলাম। ছোট মেয়ে জারার সময়ও জাগছি। তবে প্র্যাকটিসটা আমার আগেই হয়ে গিয়েছিল। তাই খুব অসুবিধা হচ্ছে না। তবে জিৎ আর আবিরের জন্য শুভকামনা রইল,” বলছেন যীশু।
আবির যে শুধু শুভকামনা পাচ্ছেন তাই নয়, তাঁর কাজের শিডিউলও বদলাতে হচ্ছে এ খবরটা জানার
পরে। তিনি তাঁর ছবির প্রোডিউসারদের জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারি মাসে তাঁর ডেট দিতে সমস্যা হলেও হতে পারে।
“হ্যাঁ সবাইকে জানাচ্ছি ফেব্রুয়ারি মাসে ডেট দেওয়াটা প্রবলেম হবে। সবাই আমার সঙ্গে সহযোগিতাও করছে। ব্যোমকেশ-এর পরের ছবিটাও ফেব্রুয়ারি মাসের পরেই শুরু করছি তাই,” লাজুক কণ্ঠে বলছেন আবির।
আর আবিরের বেটার হাফ নন্দিনী কী বলছেন?
“নন্দিনী, আমার মা-বাবা, শ্বশুর বাড়ির সবাই খুব খুশি। আই লাভ বেবিজ্। এর থেকে ভাল খবর আর কী হতে পারে বলুন!”
কিন্তু এই সময়ে নন্দিনীর মুড সুইংস কী ভাবে সামলাচ্ছেন? প্যাম্পার করছেন কি আইসক্রিম আর চকোলেট দিয়ে?
“না না, আইসক্রিম আর চকোলেটে বাধা আছে। খাবার দিয়ে প্যাম্পার করছি না। ওই টুকটাক গিফট কিনে দিচ্ছি ওকে। আর তাছাড়া, পৃথিবীর সব হাজব্যান্ডই যা বলে, আমিও তা বলব। প্যাম্পার করে যে স্ত্রী খুব খুশি হয়েছে, এরকম তো কিছু এখনও বুঝিনি,” হাসতে হাসতে বলছেন আবির।
জিৎও রাত জাগার মানসিক প্রস্তুতি নিয়েই ফেলেছেন। “বস, জাগতে তো হবেই,” বলছেন ‘আওয়ারা’-র নায়ক। তাঁর কথা, “সত্যি বলতে আমার ধারণা রাত জেগে বাচ্চার ন্যাপি বদলানোটা আমি এনজয় করব সাংঘাতিক ভাবে।” কাঞ্চন মল্লিকও বাবা হতে চলেছেন ফেব্রুয়ারি মাসে। ন্যাপির দরদাম করছেন তিনিও।
|
|
|
|
|
|