|
|
|
|
এক যে ছিল রানি |
বিদ্যা বালনের কবে বিয়ে তিনি জানেন না।
আদিত্য চোপড়ার সঙ্গে
কবে বিয়ে হবে তাও জানেন না।
মৃত্যু আর বিয়ে প্ল্যান
করে হয় না। রানি মুখোপাধ্যায়ের মুখোমুখি ইন্দ্রনীল রায়
|
আপনাকে ইন্টারভিউ করতে
ভয় লাগে।
কেন? আমাকে আবার ভয় কীসের? একদমই ভয় পাওয়ার কারণ নেই।
আপনি যে আদিত্য চোপড়ার গার্লফ্রেন্ড...
(হাসি)...
আদিত্য চোপড়াকে তো মুম্বইতে সবাই ভয় পায়...সুতরাং...
এ সব কথা না বললেই বেটার হত না (হাসি)।
দুর্গাপুজোর সময় যশ চোপড়ার মৃত্যু আপনাকে নিশ্চয়ই ...
... ইয়েস, ইট ওয়াজ ডিভাসটেটিং।
রানি মুখোপাধ্যায় তো প্রায় চোপড়া ফ্যামিলির সদস্য। যশ চোপড়ার মৃত্যুর পর আপনি কোথাও কোনও স্টেটমেন্ট দেননি।
কী বলব বলুন! আমি আজকেও শকড্। আজও বিশ্বাস হয় না যশ আঙ্কেল নেই।
আপনি ওঁকে যশ আঙ্কল বলতেন?
হ্যাঁ, যশ আঙ্কল বলতাম। শকটা আরও বেশি কেন জানেন? হি ওয়াজ এ ফিট ম্যান। ভেরি ভেরি হেল্দি। সেই মানুষটা এই রকম করে হঠাৎ সব কিছু ছেড়ে চলে গেলেন, ভাবতেই
কেমন লাগে! তাই বিয়ের মতো এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলতেই ভাল লাগে না।
কিন্তু আপনাকে নিয়ে আজও বাঙালিদের মধ্যে যা কৌতূহল, জিজ্ঞেস করতেই হয় বিয়ে কবে করছেন?
(হেসে) আমি বিয়ে করলে জানাব আপনাকে। এই মুহূর্তে করছি না।
বলেই দিন না, কত দিন আর লুকোবেন? প্রথম জানার অধিকার তো বাঙালিদের আছে, নাকি?
বাবাহহহহহ (হেসে)। তা ... তা আছে, কিন্তু করলে তো জানাব।
পরের বছর করবেন?
না, তাও ঠিক নেই। তা হলে...
বিশ্বাস করুন, জন্ম, মৃত্যু আর বিয়ে এগুলো প্ল্যান করে হয় না। হয়ে যায়। দেখুন, যশ আঙ্কলের মৃত্যুটা যেরকম।
একজন মানুষ তাঁর পরের ছবির শু্যটিং শেষ করে রিলিজের প্ল্যান করছিলেন। জন্মদিনে বড় পার্টি করলেন। তার পর একদিন হঠাৎ সব ছেড়ে কোথায় চলে গেলেন!
বকবেন না প্লিজ, কিন্তু লোকে বলে যশ চোপড়ার মৃত্যুর জন্য আপনার বিয়ে পিছিয়ে গিয়েছে? না, না বকছি না। ও সব একেবারে বাজে কথা।
এমনিতে আদিত্য চোপড়ার কমপ্যারিজন চলে একমাত্র সুচিত্রা সেনের সঙ্গে। আদিত্য চোপড়ার ইনফ্লুয়েন্সের জন্যই আপনিও কি লোকচক্ষুর এত আড়ালে গিয়েছেন?
না না, একেবারেই তা নয়। তবে হ্যাঁ, আমি ভীষণ কনশাস আমার প্রাইভেট লাইফ নিয়ে। দেখুন আমি কিন্তু যাকে বলে, একেবারে বাঙালি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার কাছে পার্সোনাল লাইফটা প্রোটেক্ট করা তাই স্বাভাবিক। ইট গিভস মি এ সেন্স অফ সিকিওরিটি। হঠাৎ করে এমন কিছু বলে ফেললাম যাতে আমার পরিবারের সদস্যদের সমস্যা হয় এটা আমি কখনও চাইব না। আজও পরিবার নিয়ে কথা বলতেও চাই না। সে জন্যই কবে বিয়ে করছি এ সব কথা কোনও দিন বলিনি।
আচ্ছা এত বার কলকাতায় আসেন, কোনওদিন আপনার মাসি দেবশ্রী রায়কে বলেছেন আবার বিয়ে করতে?
বলিনি আবার! অনেক বার বলেছি।
|
|
তার পর?
তার পর আর কী! চুমকি মাসি আমার কথা শুনছে কই? কিন্তু একটা কথা মনে হয় জানেন, এই যে এত বার মাসিকে বলি বিয়ে করতে, কিন্তু কাকে বিয়ে করবে চুমকি মাসি? হোয়্যার আর দ্য মেন? ছেলে কোথায়? চুমকি মাসির একটা ব্যাপার আমি কিন্তু খুব অ্যাডমায়ার করি। যে ভাবে ও নিজেকে এত কাজের মধ্যে ডুবিয়ে রেখেছে, সারাক্ষণ ব্যস্ত রেখেছে, এটা আমার ভীষণ ভাল লাগে।
আচ্ছা, আপনার আগের ছবি ‘আইয়া’ চলেনি একেবারেই। আজকাল অনেকেই বলেন, বিদ্যা বালন এসে আপনাকে আপনার জায়গা থেকে সরিয়ে দিয়েছে।
দেখুন, আমি সতেরো বছর ধরে কাজ করছি। হিট ফ্লপ দুটোই দেখেছি। এমন কিছু ছবি করেছি যেগুলো থেকে যাবে বহু দিন। আই ডোন্ট নিড টু প্রুভ মাইসেল্ফ্ টু এনি ওয়ান। আমার একমাত্র দায়বদ্ধতা আছে আমার ফ্যানদের প্রতি। তাঁরা আমায়
সত্যি ভালবাসেন। হিট হলেও ভালবাসেন। ফ্লপ হলেও। বাকিদের অত গুরুত্ব নেই।
লোকে বলে ইউ আর ইনসিকিওরড অফ বিদ্যা বালন?
ফর হোয়াট?
এই যে ‘কহানি’ হিট হল, পুরো দেশেই বাঙালি মেয়ের চরিত্রে দর্শকরা বিদ্যা বালনকে মেনে নিল, এই জায়গাটা তো আপনার ছিল। খারাপ লাগে না?
কেন, খারাপ কেন লাগবে? আমি জানেন তো ওইসব নিয়ে একদম ভাবি না। এই ইন্ডাস্ট্রিটা অনেক বড়, সবার জন্য প্রচুর কাজ আছে এখানে। তবে হ্যাঁ, আমার পক্ষে যে কোনও ছবি সাইন করা তো সম্ভব নয়! কখনও এমন গল্প পাই, যেখানে আমার রোলটা ভাল, কিন্তু স্ক্রিপ্টটা বাজে। কখনও এমন স্ক্রিপ্ট পাই, যেটা অসাধারণ কিন্তু আমার কিছুই করার নেই। এই দুটোর একটা মেলবন্ধন হলেই তো আমি সাইন করব, নাকি? তবে, ভাল স্ক্রিপ্ট পাওয়া সত্যি দুষ্কর হয়ে পড়েছে।
তাই?
একেবারে। কোথায় আর ভাল স্ক্রিপ্ট! তবে ‘তালাশ’এর স্ক্রিপ্টটা দারুণ। তাই করলাম ছবিটা। |
|
|
আমি যে এত বার মাসিকে বলি বিয়ে করতে,
কিন্তু কাকে বিয়ে করবে চুমকি মাসি?
হোয়্যার আর দ্য মেন?
ছেলে কোথায়? |
বিদ্যা তো সব্যসাচী পরবে
ফর শিওর। কিন্তু
পাত্রী
যদি সব্যসাচী পরে তা হলে
আমার পরাটা
কি ঠিক হবে? |
|
‘কহানি’ কি দেখেছিলেন রানি মুখোপাধ্যায়?
না, সময় হয়নি একদম।
আপনার পরের ছবি ‘তালাশ’ তো সাসপেন্স ড্রামা?
হ্যাঁ, সাসপেন্স ড্রামা। তাই ছবিটা সম্বন্ধে আমাদের কিছু বলতে বারণ করা হয়েছে। এইটুকুই বলতে পারি, আমি, আমির কী করিনা কেউ এর আগে এ রকম চরিত্রে অভিনয় করিনি। অডিয়েন্স উইল বি শকড।
তার মানে ছবি হিট হওয়ার সব মশলা মজুত?
সেটা তো দর্শক বলবে। তবে ‘তালাশ’ আমার খুব প্রিয় ছবি এটুকু বলতে পারি।
এই যে বিদ্যা বালন বিয়ে করছেন...
সত্যি করছে? আমিও পেপারে পড়েছি। জিজ্ঞেস করব বিদ্যাকে।
বিদ্যা বালন আর আপনাকে সবাই বলে সব্যসাচী মুখাজির্’স গার্লস।
বিদ্যার বিয়েতে কী পরবেন ঠিক করেছেন?
বিদ্যা তো সব্যসাচী পরবে ফর শিওর। আমি বললাম না, আমাকে বিদ্যাকে জিজ্ঞেস করতে হবে কবে ওর বিয়ে। কিন্তু পাত্রী যদি সব্যসাচী পরে তা
হলে আমার পরাটা কি ঠিক হবে? (হেসে) দু’জনের এক শাড়ি হয়ে
যাবে তো!
আচ্ছা, শেষ কয়েকটা প্রশ্ন।
ডান। বলুন।
যদি সুযোগ থাকত যশজির কোন পাঁচটা ছবিতে রানি মুখোপাধ্যায় হিরোইন হতে পছন্দ করতেন? ‘চাঁদনি’ আর ‘লমহে’ ফর শিওর। বাকি রইল তিন। (ভেবে) ‘দিওয়ার’এ পরভিন বাবির রোলটা। ‘ডর’ আর ‘ওয়াক্ত’।
রাজেশ খন্না এই বছরেই মারা গেলেন। তাঁর বিপরীতে পাঁচটা ছবি যা করতে পারলে আপনি খুশি হতেন?
‘আরাধনা’ তো প্রথম পছন্দ....অলটাইম ফেভারিট।...
টয় ট্রেনে রাজেশ খন্না গান গাইছেন আপনার জন্য...
হ্যাঁ, আর আমি শর্মিলাজি....উফ্ফ্ফ্।
আর বাকি চারটে?
‘আনন্দ’ অবশ্যই। ‘বাওয়ার্চি’তে জয়া বচ্চনের চরিত্রটা। ‘অমর প্রেম’ আর ‘অবতার’।
আচ্ছা, অমিতাভ বচ্চন এ বছর সত্তরে পড়লেন। সত্তর বছর বয়সে অমিতজিকে যদি পাঁচটা মেসেজ দিতে হয় কী বলবেন?
পাঁচটা মেসেজ? অমিতজিকে?
খুব সোজা।
মেসেজগুলো কী?
মিস্টার বচ্চন, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। |
ছবি: সুব্রত কুমার মণ্ডল |
|
|
|
|
|