পঞ্চায়েতে যুবরাই ভরসা সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যুবরাই বেশি গুরুত্ব পাবেন বলে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। পঞ্চায়েত ভোট উপলক্ষে বুধবার কামারহাটিতে দলের যুবদের কর্মশালায় বিমানবাবু এ কথা জানান। কেবল বিমানবাবুই নন, যুবদের উপরে জোর দিয়েছেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য গৌতম দেবও। তিনি জানান, বিভিন্ন এলাকায় যে সব যুব কর্মী সক্রিয়, পঞ্চায়েত ভোটে তাঁদের প্রার্থী করতে এখন থেকেই তৎপর হতে হবে।
তবে বিমানবাবু যুব প্রার্থীর উপরে জোর দিলেও কোন ধরনের যুব নেতাদের প্রার্থী করা হবে, তা নিয়ে তিনি কোনও স্পষ্ট নির্দেশ দেননি। তা স্পষ্ট করেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর আর এক সদস্য অমিয় পাত্র। অমিয়বাবু দলের নেতাদের একাংশের কড়া সমালোচনা করে বলেন, “বহু জায়গাতেই বিরাট পঞ্চায়েত অফিস হয়েছে। বিরাট পার্টি অফিস হয়েছে। গ্রামের মধ্যেই পঞ্চায়েত নেতা বিরাট বাড়ি তুলেছেন। কিন্তু যে গরিব মানুষ তাঁদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, তাঁরা ওই বড় বাড়িতে ঢুকতে পারেন না। ভয় পান।” অমিয়বাবু জানান, যাঁরা ওই ধরনের কাজ করেছেন, পঞ্চায়েত ভোটে তাঁদের প্রার্থী করা যাবে না। প্রার্থী করতে হবে এমন সৎ ব্যক্তিকে, যিনি গরিব মানুষের পাশে থাকেন এবং দল ভাঙিয়ে নিজের সম্পত্তি করেননি।
যুব প্রার্থীর উপরে জোর দিলেও সিপিএম যে বয়সের অভিজ্ঞতাকে পুরোপুরি বাদ দিতে চায় না, বিমানবাবু তা-ও জানান। তিনি বলেন, “যুবদের উপরে জোর দিলেও সব প্রার্থী যুবদের থেকেই করতে হবে, তা নয়। অভিজ্ঞতাকেও দাম দিতে হবে। যে সব নেতা দীর্ঘ দিন ধরে পঞ্চায়েতে ভাল কাজ করছেন, তাঁদেরও প্রার্থী করতে হবে।”
পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন প্রশ্ন সম্বলিত একটি বিশেষ ফর্ম ছাপিয়ে রাজ্যের প্রায় এক কোটি মানুষের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। কর্মশালায় উপস্থিত সিপিএম নেতারা বলেন, তাঁরা এতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কারণ, প্রশ্নোত্তরের মধ্যে দিয়েই প্রাথমিক সমীক্ষা হয়ে যাবে রাজ্যের মানুষ কী চায়। তার ভিত্তিতেই এ বারের পঞ্চায়েত ভোট করা হবে। তৃণমূল ক্ষমতায় আসার পরে যে ভাবে পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, অণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করছে, মানুষের কাছে তা তুলে ধরার কথা বলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ওই কর্মশালায় প্রায় ৪০০ প্রতিনিধি অংশ নিয়েছিলেন। |