টুকরো খবর |
গুদামে তল্লাশি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক রেশন ডিস্ট্রিবিউটরের গুদামে অভিযান চালানো প্রশাসন। বুধবার সকালে অজয় বাকলি নামে ওই ডিস্ট্রিবিউটরের গুদামে অভিযান চালান পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজত সাইনি। খড়্গপুর শহরের কৌশল্যার গুদামটি সিল করে দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক বলেন, “এ দিন ছুটি থাকায় (গুরু নানক জয়ন্তী) হয়তো গুদামে কেউ ছিলেন না। তাই সিল করা হয়েছে। যাবতীয় নথি দেখার পরেই জানা যাবে, কোনও অসঙ্গতি রয়েছে কি না।” ওই ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে রেশনের চাল খোলাবাজারে বেশি দামে বিক্রি করা, মিড ডে মিলে নিম্নমানের চাল দেওয়া-সহ বিভিন্ন অভিযোগ ছিল। তারই ভিত্তিতে এ দিন অভিযান চালানো হয়। অভিযোগ, খাদ্য দফতরের এক শ্রেণির কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগেই ওই ডিস্ট্রিবিউটরের গুদামে অভিযান চালিয়েও হাতেনাতে কিছু ধরা যায়নি। এ বার তাই গোপনীয়তার সঙ্গে অভিযান চালানো হয়। অতিরিক্ত জেলাশাসক গুদামে পৌঁছে খাদ্য দফতরের আধিকারিকদের সে কথা জানান। তবে গুদামে কাউকে পাওয়া যায়নি। আজ, বৃহস্পতিবার কাগজপত্র খতিয়ে দেখা হবে। গাফিলতি ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন।
|
মেডিক্যালে সংসদ ফের টিএমসিপির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের দখল নিতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতছেন টিএমসিপি সমর্থিত প্রার্থীরা। কলেজ সূত্রে খবর, মঙ্গলবার নির্বাচনের নির্দিষ্ট দিন ছিল। কিন্তু কোনও আসনেই টিএমসিপি ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে, ভোটাভুটিরও প্রয়োজন হয়নি। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শুদ্ধদন বটব্যাল বলেন, “কোনও আসনেই একটির বেশি দু’টি মনোনয়নপত্র জমা পড়েনি। তাই দিন নির্দিষ্ট করা হলেও নির্বাচনের প্রয়োজন হয়নি। যে ২০ জন ছাত্রছাত্রী মনোনয়নপত্র পেশ করেছিলেন, তাদেরই জয়ী বলে ঘোষণা করা হয়েছে।” এই ছাত্র সংসদের মোট আসন ২৫। এরমধ্যে ২০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন টিএমসিপি সমর্থিতরা। এই ২০টি আসনে বিরোধী প্রার্থী ছিল না। বাকি ৫টি আসনে কোনও ছাত্র সংগঠনই প্রার্থী দিতে পারেনি। টিএমসিপিও নয়। সামগ্রিক ভাবে জিতলেও এই বিষয়টি কিন্তু টিএমসিপি নেতৃত্বের কাছে খিঁচ হয়ে থাকছে। কেন ৫টি আসনে প্রার্থী দেওয়া হয়নি, তার সদুত্তরও দিতে পারেননি জেলা টিএমসিপি নেতৃত্ব। এক সময় মেদিনীপুর মেডিক্যাল কলেজে এসএফআইয়ের প্রভাব ছিল। পরে এখানে এসএফআই-বিরোধী জোট গড়ে ওঠে। সেই জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করে। রাজ্যে পালাবদলের পর ক্যাম্পাসে টিএমসিপির প্রভাব বেড়েছে। টিএমসিপির জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি বলেন, “আমাদের ছাত্র সংসদের উপর ছাত্রছাত্রীরা আস্থা রেখেছেন। এই সময়ের মধ্যে প্রচুর কাজ হয়েছে। আগে ইউনিয়ন রুম ছিল না। এখন হয়েছে। হস্টেলের উন্নয়ন হয়েছে।”
|
পুলিশ-ফুটবল কোতয়ালিতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মেয়েদের ম্যাচের একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র। |
পুলিশের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা শুরু হল মেদিনীপুর কোতয়ালি থানা এলাকায়। মোট ৩২টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। এর মধ্যে পুরুষদের দল ১৬টি, মহিলাদের ১৬টি। ফাইনাল হবে ৩০ নভেম্বর। মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া হাইস্কুলের মাঠে। জনসংযোগ বাড়াতে বছর দুয়েক আগে জঙ্গলমহলে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় লালগড়ে হয় খেলা। সেই প্রক্রিয়া এখনও চলছে। বুধবার মেদিনীপুর সদর ব্লকের দেপাড়া এবং বেলিয়ার মাঠে খেলাগুলি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি (ডিএন্ডটি) মনোজিৎ সমাদ্দার, কোতয়ালি থানার আইসি জয়দীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছিলেন মহিলারাও। এমন প্রতিযোগিতার ফলে অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসবে বলে আশা উদ্যোক্তাদের। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “আমরা যুব সমাজকে আরও বেশি করে পাশে পেতে চাই। জনসংযোগের মাধ্যমেই এটা সম্ভব।”
|
যাত্রীদের দাবি-দাওয়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নানা দাবিতে কনভেনশন করল পশ্চিম মেদিনীপুর জেলা পরিবহণ যাত্রী কমিটি। বুধবার মেদিনীপুর রবীন্দ্র নিলয়ে এই কনভেনশনে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক প্রভঞ্জন জানা, তপন জানা, সভাপতি মধুসূদন মান্না প্রমুখ। কনভেনশন থেকে যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আদায়ের লক্ষ্যে সরব হওয়ার আবেদন জানানো হয়। সমালোচনা করা হয় বাস বাড়া বৃদ্ধির। কমিটির মতে, জেলাগুলোয় ভাড়ার হার নির্ধারণে সামঞ্জস্য নেই। নানা রুটের বাস ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে। কমিটির দাবি, বাস মালিক, যাত্রী কমিটি, প্রশাসন ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গড়তে হবে। তারপর আলোচনার মাধ্যমে ভাড়া নির্ধারণ করতে হবে। যতদিন না সংশোধিত ভাড়া চালু হচ্ছে, ততদিন পুরনো ভাড়া চালু রাখতে হবে। কিলোমিটারের বদলে কলকাতা ও শহরতলির মতো জেলাতেও স্টপেজ ভিত্তিক ভাড়া চালু করতে হবে। কলকাতা ও শহরতলির সঙ্গে জেলার ভাড়ার বৈষম্য নিয়েও সরব হয়েছে তারা। আগে মেদিনীপুর-ঘাটাল ৬৭ কিলোমিটারের ভাড়া ছিল ২৯ টাকা। এখন হতে চলেছে ৩৭ টাকা। আগে পাঁশকুড়া-রামজীবনপুর ৬৬ কিলোমিটারের ভাড়া ছিল ২৮ টাকা। এখন হচ্ছে ৩৬ টাকা। বাসগুলো এর থেকেও বেশি ভাড়া নিচ্ছে।
|
বোর্ড মিটিং বয়কট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রেলশহরে পুরসভার বোর্ড মিটিং বয়কটের সিদ্ধান্ত নিল কংগ্রেস। আজ, বৃহস্পতিবার খড়্গপুর পুরসভার বোর্ড মিটিং রয়েছে। এই মিটিংয়ে দলীয় কাউন্সিলরেরা যোগ দেবেন না বলে জানিয়েছেন কংগ্রেস কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে। গত ১৮ অক্টোবর পুরসভার বোর্ড মিটিং হয়েছিল। ওই মিটিংও বয়কট করেছিল কংগ্রেস। কংগ্রেস-শিবিরের বক্তব্য, ভারপ্রাপ্ত পুরপ্রধান তৃণমূলের তুষার চৌধুরী এ ভাবে বোর্ড মিটিং ডাকতে পারেন না। প্রাক্তন পুরপ্রধান রবিশঙ্করবাবু বলেন, “পুর-আইন মেনে আগেই ৩ জন কাউন্সিলর বোর্ড মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে পুরপ্রধান নির্বাচিত করা হয়। তারপরও ভারপ্রাপ্ত পুরপ্রধান মিটিং ডাকেন কী ভাবে? বৃহস্পতিবার যে মিটিং ডাকা হয়েছে, সেটি অবৈধ। ওই মিটিংয়ে যোগ দেওয়ার প্রশ্নই নেই।” কংগ্রেসের মতো বয়কটের পথে হাঁটছে না বামফ্রন্ট। পুরসভার বিরোধী দলনেতা তথা সিপিএম কাউন্সিলর অনিতবরণ মণ্ডল বলেন, “বোর্ড মিটিংয়ে আমরা যাব। আলোচনায় আমাদের মতামত জানাব।”
|
মাতল দুই শহর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাস উৎসবে মাতল মেদিনীপুর-খড়্গপুর, দুই শহরই। মেদিনীপুরের মল্লিকচকে বুধবার বিকেল থেকে শুরু হয়েছে মেলা। ভিড় জমিয়েছেন উৎসাহীরা। জৌলুস কমলেও মল্লিক বাড়ির রাসে ঐতিহ্য অটুট। উৎসব দেখতে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ভিড় করেন। দিনভর চলে পুজোপাঠ। পরিবারের সকলে তাতে যোগ দেন। প্রতি বছরের মতো এ বারও রাস মন্দিরের সামনে চলছে নাম সংকীর্তন-সহ নানা অনুষ্ঠান। খড়্গপুরের নিউ সেটলমেন্টে জগন্নাথ মন্দিরে এ দিন বিশেষ পুজো হয়। সপ্তাহ ব্যাপী রাস উৎসবের সমাপ্তি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে পংক্তি ভোজের আয়োজন করা হয়েছিল। মন্দির কমিটির পক্ষে রবীন্দ্রকুমার পন্ডা জানান, প্রায় ১৫ হাজার মানুষকে খাওয়ানো হয়েছে। খড়্গপুরের ঝাপেটাপুরেও রাস দেখতে প্রচুর মানুষ ভিড় করেন।
|
ঘুরপথে বাস, পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রুটের অধিকাংশ বাসই ঘুরপথে যাচ্ছে। এই অভিযোগ তুলে বুধবার সকালে খড়্গপুরের বেনাপুরে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে যানজট হয়। বেনাপুরের উপর দিয়ে চলে গিয়েছে খড়্গপুর-বেলদা সড়ক। স্থানীয়দের বক্তব্য, দিঘা রুটের অধিকাংশ বাস বেনাপুরের রাস্তা না ধরে ৬ নম্বর জাতীয় সড়ক হয়ে বেলদা পৌঁছচ্ছে। ফলে স্থানীয়রা দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাস পাচ্ছেন না। তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে পুলিশ।
|
রেলশহরে যাত্রা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুর শহরের তালবাগিচায় হয়ে গেল যাত্রানুষ্ঠান। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ‘রোগা স্বামীর দারোগা বউ’ পালার আসর বসিয়েছিল স্থানীয় গ্রিন স্টার ক্লাব। যাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর উৎসাহী মানুষ। |
|