বুধবার সকালে সাগরদিঘি থানার বেলাইপাড়ার মাঠে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল একটি বড়সড় সজারু। গ্রামবাসীরা সজারুটিকে আষ্টেপৃষ্টে বেঁধে খবর দেয় স্থানীয় বি ডি ও-কে। বি ডি ও খবর দেন বন দফতরে। বন দফতরে লালবাগের রেঞ্জার শঙ্কর রায় বলেন, “সংরক্ষিত বন্য প্রাণীর তালিকায় রয়েছে সজারু। প্রথমে গ্রামের পুলিশ ক্যাম্পে রাখা ছিল সজারুটি। পরে সেখান থেকে নিয়ে গিয়ে মণিগ্রাম সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়েছে।”
|
বুনো হাতির হানা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বুধবার বিকেলে একটি দলছুট বুনো দাঁতাল চলে আসে শামুকতলার ধওলাবস্তি ২ গ্রামে। আধ বিঘা জমির ধান খেয়ে নেয় তারা। |