মহিলাকে অ্যাসিড, ধৃত দম্পতি
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
প্রতিবেশী এক মহিলার গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার শ্রীরামপুরের তারাপুকুর এলাকার ঘটনা। যুথিকা চক্রবর্তী নামে অ্যাসিডে দগ্ধ ওই মহিলাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর হাত পুড়ে গিয়েছে। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এলাকার বাসিন্দা তপন দাস ও তার স্ত্রী সান্ত্বনাদেবীকে গ্রেফতার করে। যুথিকাদেবীর অভিযোগ, বেশ কিছু দিন ধরেই তপন তাঁকে উত্যক্ত করছিলেন। এ দিন তিনি স্বামী ফণী চক্রবর্তীর সঙ্গে বেরনোর সময়ে তপন ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা হয়ে যায়। দু’পক্ষের বিবাদ বাধে। তার পরেই তপন অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ। তদন্তকারী এক পুলিশ অফিসার জানান, বিবাদের জেরেই ওই ঘটনা। তদন্ত শুরু হয়েছে। |
স্টেশনের যাত্রী পরিবেষা বাড়ুক |
হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বেলমুড়ি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। জন্মলগ্ন থেকে স্টেশনের বেশ কিছু সমস্যা আজও রয়ে গিয়েছে। স্টেশনে ইউরিনাল এবং আলোর অভাব রয়েছে। আগে ডাউন প্ল্যাটফর্মের শেষ প্রান্ত এবং আপ প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে দু’টি ইউরিনাল ছিল। এখন টিকিট-ঘরের বাইরে একটি ইউরিনাল হয়েছে। কিন্তু দিন দিন যাত্রীসংখ্যা বাড়ায় এতেও সমস্যা মিটছে না। ডাউন প্ল্যাটফর্মে রাতে আলো জ্বললেও আপ প্ল্যাটফর্ম অধিকাংশ রাতই থাকে অন্ধকারাচ্ছন্ন। প্ল্যাটফর্মে এখনও পানীয় জলের সুবন্দোবস্ত করা যায়নি। স্টেশনে গাছের সংখ্যাও কম। স্টেশনে সবচেয়ে বেশি প্রয়োজন একটি এটিএম কাউন্টার। কামারকুণ্ডু স্টেশন ছাড়া কাছাকাছি আর কোনও স্টেশনে এটিএম কাউন্টার নেই। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে সমস্যাগুলি সমাধানের আবেদন জানাই। লক্ষ্মণ সাঁতরা। দাদপুর, হুগলি। |
প্রতীক্ষালয়ের সংস্কার প্রয়োজন |
উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত রাজাপুর একটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড। এটি চারটি বাস এবং দু’টি ট্রেকার রুটের সংযোগকারী রাস্তা। প্রতিদিন অসংখ্য মানুষ যানবাহনের জন্য এখানে আসেন। এখানকার যাত্রী প্রতীক্ষালয়টি বর্তমানে ভগ্নপ্রায়। চুন, বালি, পলেস্তারা খসে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে, অসংখ্য যাত্রীকে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। যাত্রী প্রতীক্ষালয়টি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত অথবা পঞ্চায়েত সমিতির দৃষ্টি আকর্ষণ করছি। |