ট্যাক্সির দৌরাত্ম্য
নিজস্ব সংবাদদাতা |
ট্যাক্সিচালকের দৌরাত্ম্যের শিকার হলেন দমকলের সদর দফতরে কর্তব্যরত এক রক্ষী। অভিযোগ, বুধবার ফ্রি স্কুল স্ট্রিটে দমকলের দফতরের সামনে ট্যাক্সি রাখতে বাধা দেওয়ায় মারধর করা হয় আফতাব আলম নামে ওই রক্ষীকে। সৈয়দ আহমেদ নামে এক পথচারীকেও মারধর করে পালায় ওই ট্যাক্সিচালক। আহত আফতাব ও আহমেদকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকলের ডিরেক্টর তপন ঘোষ বলেন, “ট্যাক্সিতে চালক ছাড়া আরও এক জন ছিলেন। ট্যাক্সির নম্বর নিউ মার্কেট থানা এবং ডিসি (ট্রাফিক)-কে জানানো হয়েছে।” নাসিম আহমেদ নামে অভিযুক্ত ট্যাক্সিচালককে রাতে তালতলা থেকে গ্রেফতার করা হয়।
|
একটি খুনের প্রধান সাক্ষীকে খুন করার চক্রান্ত হচ্ছে, এই অভিযোগে এক ব্যক্তিকে মারধর করলেন স্থানীয়েরা। বুধবার, ঘুসুড়িতে। পুলিশ জানায়, ১০ অক্টোবর খুন হন বিজয় মাহাতো নামে এক ব্যক্তি। পরিজনেরা এতে প্রমোদ গুপ্ত নামে স্থানীয় এক ব্যক্তির হাত আছে বলে অভিযোগ করেন। প্রমোদ পলাতক। অভিযোগ, এ দিন প্রমোদের ভাই প্রিন্স গুপ্তকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের সঙ্গে কথা বলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাড়া খেয়ে ওই দুই যুবক পালায়। স্থানীয়েরা প্রিন্সকে মারধর করে পুলিশের হাতে দেন। ধৃতের বাড়িতে পুলিশি তল্লাশিতে বোমা তৈরির প্রচুর মশলা, ৫টি বোমা ও ভোজালি মেলে।
|
হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এক মহিলার হাতব্যাগ ছিনতাইয়ের অভিযোগ পেয়ে বেজায় ঝামেলায় পড়েছে পুলিশ। কারণ, ছিনতাইবাজ কোনও মানুষ নয়। একটি চিল। পুলিশ জানায়, স্বপ্না দাস নামে ওই এলাকার এক মহিলা বুধবার সকালে কাজে যাচ্ছিলেন। তাঁর হাতের ব্যাগে ছিল মোবাইল, ৫০০ টাকা আর রুপোর কিছু গয়না। চিলটি আচমকাই এসে ছোঁ মেরে ব্যাগটি নিয়ে উড়ে গিয়ে বসে পাশের একটি তেতলা বাড়ির ছাদের জলের ট্যাঙ্কে। স্বপ্নাদেবী বলেন, “স্থানীয় লোকজনকে নিয়ে ছাদে গিয়ে খোঁজাখুঁজি করেও ব্যাগটা পাইনি। কোথায় গেল, বুঝতে পারছি না।” থানায় অভিযোগ করেন তিনি। তদন্তে নেমে পুলিশ বিপাকে।
|
ট্রিনিটি কলেজের সঙ্গে আজ চুক্তি প্রেসিডেন্সির |
ছাত্রছাত্রী ও শিক্ষক আদানপ্রদান এবং যৌথ উদ্যোগে গবেষণার জন্য লন্ডনের ট্রিনিটি কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আজ, বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্সির ক্যাম্পাসে দুই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিপত্র (মউ) স্বাক্ষরিত হবে বলে বুধবার জানান ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার। গোটা দেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ট্রিনিটি কলেজের চুক্তি আছে। তবে ঐতিহ্যবাহী ওই কলেজের সঙ্গে এ রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠানের চুক্তি নেই বলে জানান তিনি।
|
ফাঁকা বাড়ি থেকে গয়না-টাকা চুরি |
গিরিশ পার্ক থানার মদন চ্যাটার্জি লেনে এক ব্যবসায়ীর বাড়ির দরজা ভেঙে গয়না ও প্রচুর টাকা চুরি হয়েছে। পুলিশ জানায়, বাড়ির মালিক রমেশকুমার সোনির সোনার দোকান আছে বড়বাজারে। ২৫ নভেম্বর সল্টলেকে তিনি এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিলেন না। ২৭ নভেম্বর বিকেলে বাড়ি ফিরে তিনি দেখেন, সদর দরজা ভাঙা। আলমারি লন্ডভন্ড। গয়না ও টাকা উধাও।
|
একবালপুর থেকে অস্ত্র-সহ এক দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। ডিসি (বন্দর) মেহবুব রহমান জানান, ধৃত মহম্মদ নিজামুদ্দিন ওরফে গোরার বিরুদ্ধে একাধিক তোলাবাজির অভিযোগ ছিল। পুলিশ জানায়, গত কয়েক মাস যাবৎ একবালপুর-সহ বন্দর এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করছিল গোরা। মঙ্গলবার বন্দর পুলিশের বিশেষ দল তার বাড়ি সংলগ্ন এলাকায় তাকে গ্রেফতার করে।
|
সেক্টর ফাইভে ভুয়ো ফোন করে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে বুধবার ভোরে রিষড়া থেকে এক ব্যক্তি গ্রেফতার হন। পুলিশ জানায় ধৃতের নাম উত্তম সামন্ত, পেশায় সঙ্গীত শিক্ষক। এ দিন বিধাননগর এসিজেএম আদালতে তোলা হলে জামিনে মুক্তি পান তিনি।
|
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার, মনোহরপুকুর রোড ও শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের মোড়ে। পুলিশ জানায়, মৃত দেবব্রত সেনের (৫০) বাড়ি হাজরায়। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |