বৈদ্যুতিন চা নিলাম একসূত্রে শীঘ্রই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তথ্যপ্রযুক্তির মাধ্যমে নতুন বছরেই জুড়ে যেতে চলেছে দেশের সব ক’টি চা নিলাম কেন্দ্র। তখন কলকাতায় বসেই কুনুর বা অন্য কেন্দ্র থেকে চা কিনতে পারবেন ক্রেতা। এই অভিন্ন বৈদ্যুতিন নিলাম (ই-অকশন) ব্যবস্থার জন্য সফটওয়্যার তৈরির কাজ প্রায় শেষ। ডিসেম্বরে মহড়া দিতে শীঘ্রই সব পক্ষকে নিয়ে বৈঠক করবে টি বোর্ড। দেড়শো বছর আগে চায়ের নিলাম শুরু হয় কলকাতা থেকে। ২০০৯-এ প্রথম কলকাতায় চালু হয় বৈদ্যুতিন নিলাম ব্যবস্থা। এখন তা চালু আছে শিলিগুড়ি, কোচি, কুনুর, গুয়াহাটি, কোয়েম্বত্তুর ও জলপাইগুড়ি, সব ক’টি নিলাম কেন্দ্রেই। তবে বর্তমানে ক্রেতার নাম যে কেন্দ্রে নথিভুক্ত, শুধু সেখানকার নিলামেই অংশ নিতে পারেন তিনি। এ বার এই ব্যবস্থার সরলীকরণ ও সব ক’টি কেন্দ্রের মধ্যে অভিন্ন নিলাম ব্যবস্থা চালু করতে চায় টি বোর্ড। সফটওয়্যারটি তৈরি করছে এসএসইআইটি। এটি কার্যকর করা গেলে নিলাম কেন্দ্রগুলিতে আলাদা করে নাম নথিভুক্ত করতে হবে না ক্রেতাকে। শুধু ‘টি মার্কেটিং কন্ট্রোলার অর্ডার’-এর সম্মতিপত্র থাকতে হবে তাঁর। বিষয়টিতে স্বচ্ছ ধারণা নেই বলে অবশ্য এ নিয়ে মুখ খুলতে নারাজ চা শিল্পমহল।
|
পর্যটনমন্ত্রীর প্রস্তাব
নিজস্ব সংবাদাতা • মালদহ |
বেশির ভাগ সরকারি ট্যুরিস্ট লজ লোকসানে চলছে। তা লাভজনক করতে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে যাওয়ার প্রস্তাব তৈরি করছে রাজ্য পর্যটন দফতর। বুধবার পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “ট্যুরিস্ট লজগুলিকে লাভজনক করতে হবে। সে জন্য বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে যাওয়ার প্রস্তাব তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে ওই প্রস্তাব পাঠানো হবে। তা অনুমোদন হলে পরের পদক্ষেপ করব।” বর্তমানে রাজ্যে পর্যটন দফতরের ৩৫টি ট্যুরিস্ট লজ রয়েছে। ১১টি টুরিষ্ট লজ ‘লিজ’ দেওয়া হয়েছে। ২৪টির মধ্যে অর্ধেক লজ লোকসানে চলছে। সে জন্য রাজ্য সরকারকে প্রচুর টাকা ভর্তুকি দিতে হচ্ছে। দার্জিলিংয়ের আশেপাশে সরকার কিছু বেসরকারি সংস্থাকে লজ বানানোর ছাড়পত্র দেওয়ার কথাও ভাবছে বলে তিনি জানান।
|
পর্যটনই ভরসা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সারা বছরই পযর্টকদের কাছে ভারতকে আকর্ষণীয় করে তুলতে বেশ কিছু নতুন পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনই জানিয়েছেন পযর্টন সচিব পারভেজ দিবান। তিনি বলেছেন ব্রিটেনে পযর্টন শিল্পকে খুবই গুরুত্ব দেওয়া হয়। পুরনো ঐতিহ্যপূর্ণ ভবনগুলিকে সেখানে কোথাও জাদুঘরে পরিবর্তন করা হয়েছে। অথবা সপ্তাহে এক বার না হলে দু’বার টিকিট কেটে দেখারও ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন ভারতেও অনেক ঐতিহ্যপূর্ণ বাড়ি, দুর্গ আছে। সেগুলিকে সংরক্ষণ করে তাদের বাইরের দেওয়ালে নীল রং দিয়ে চিহ্নিতকরণ করতে হবে। আর এর জন্য সাধারণ মানুষেরও সাহায্য দরকার।
|
এ বার মুখ খুললেন মালদ্বীপ প্রেসিডেন্ট
সংবাদসংস্থা • মালে |
মালে বিমানবন্দর আধুনিকীকরণে ভারতীয় সংস্থা জিএমআর-এর বরাত বাতিল করা নিয়ে এ বার মুখ খুললেন সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ ওয়াহিদ। তিনি বুধবার বলেন, এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক আদান-প্রদানে কোনও প্রভাব ফেলবে না। মঙ্গলবার মালদ্বীপ ৫০ হাজার কোটি ডলারের ওই বরাত আচমকা একতরফা ভাবে বাতিল করায় তার তীব্র সমালোচনা করে ভারত। মালদ্বীপের বিদেশি লগ্নির উপর এর প্রভাব পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করে কেন্দ্র। সেই পরিপ্রেক্ষিতেই আজ এই মন্তব্য প্রেসিডেন্টের। মালদ্বীপে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুরক্ষিত করার দিকে নজর দেওয়া হবে বলেও জানান তিনি।
|
চিত্রা রামকৃষ্ণ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও-র দায়িত্ব নেবেন আগামী বছরের ১ এপ্রিল থেকে। তিনি এখন এনএসই-র যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। |