টুকরো খবর
মোটরবাইক চুরি
মোটরবাইক চুরির অভিযোগে নিউটাউনশিপ থানার কলাবাগান থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এসিপি এস মুরগান জানান, ধৃতদের মধ্যে শেখ মিঠুন ও শেখ আলমাসের বাড়ি দুর্গাপুরের কাদা রোডে। অপর জন শেখ ফোটকানের বাড়ি কাটোয়ায়। মঙ্গলবার রাতে কলাবাগান এলাকায় একটি মোটরবাইক নিয়ে যেতে দেখে সন্দেহ হওয়ায় টহলদার পুলিশ তাদের আটকায়। সঙ্গে সঙ্গে তারা মোটরবাইক ফেলে রেখে দৌড়তে শুরু করে। পুলিশ তাদের ধরে ফেলে। দৌড়তে গিয়ে পড়ে গিয়ে তিন জনেই অল্প জখম হয়।

তালা ভেঙে লুঠ
দেওয়াল টপকে বাড়িতে ঢুকে তালা ভেঙে বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উখড়ার শুড়িপাড়ায়। গৃহকর্তা সন্দীপ মণ্ডল জানান, বাড়ির একতলায় তাঁর মা অনামিকাদেবী থাকেন। মঙ্গলবার তিনি বাঁকুড়ায় আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। সঞ্জীববাবু বলেন, “বুধবার ভোরে একটি শব্দ পেলেও বিড়াল ভেবে নীচে নামিনি। ভোর ৫টা নাগাদ নীচে নামতে গিয়ে বুঝতে পারি, বাইরে থেকে দরজা বন্ধ। প্রতিবেশীদের সাহায্যে বেরিয়ে এসে দেখি নীচের তলায় সিন্দুক এবং আলমারির তালা ভাঙা। বেশ কিছু জিনিস উধাও।” তিনি উখড়া পুলিশ আউটপোস্টে অভিযোগ করেন।

স্টেশনে উদ্ধার অর্ধচেতন ব্যক্তি
অর্ধচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আসানসোল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকার ঘটনা। আসানসোল উত্তর থানার পুলিশ ও রেলপুলিশ তাঁকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করে। সুশীলকুমার সিংহ নামে ওই ব্যক্তি পুলিশকে জানান, তাঁর বাড়ি বিহারের আড়ায়। তিনি ট্রেনে চেপে কলকাতায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। রাস্তায় কী ভাবে জ্ঞান হারিয়েছেন বা আসানসোলে তাঁকে কে নামাল, সে ব্যাপারে পুলিশকে তিনি কিছুই জানাতে পারেননি।

সুপার ডিভিশন লিগ
মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগে বুধবার ডিপিএসএ মাঠের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। আমরা ক’জন বয়েজ ক্লাব ও দুর্গাপুর টাউন ক্লাবের খেলায় কোনও গোল হয়নি। এ দিন গ্যামন ব্রিজ মাঠে দ্বিতীয় ডিভিশনের খেলায় জয়ী হল আমলাজোড়া সুপ্রিয় সঙ্ঘ। তারা ২ গোলে বিধাননগর সেক্টর ২সিকে হারায়। গোল করেন সুদীপ্ত বিশ্বাস ও অমলেন্দু চক্রবর্তী।

বারাবনিতে ফুটবল
বারবানি থানা গ্রামরক্ষা বাহিনী ও পন্তি রঘুনাথ মুর্মু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বারাবনিতে ফুটবল শুরু হল বুধবার। কাপিষ্ঠা নেতাজি সুকান্ত ময়দানে উদ্বোধন করেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ও আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায়। মেধানডিহি পলাশবন স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারায়।

জলাশয়ে দেহ উদ্ধার
এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করেছে কুলটি থানার পুলিশ। বুধবার সকালে নিয়ামতপুরের মাস্টারপাড়া লাগোয়া একটি জলাশয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃতের নাম বলরাম যাদব (৫০)। তিনি ওই এলাকারই বাসিন্দা। পুলিশ জানায়, তদন্ত চলছে।

গুরু নানকের জন্মদিন
গুরু নানকের জন্মদিবস পালিত হল আসানসোলে। বুধবার গুরু নানক পল্লি এলাকা থেকে কয়েক হাজার মানুষের একটি শোভাযাত্রা বেরোয়। যোগ দেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক ও শহরের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়।

কোথায় কী

দুর্গাপুর

অল ইন্ডিয়া ইন্টার অ্যাকাডেমি সকার টুর্নামেন্ট। শহীদ ভগৎ সিংহ ক্রীড়াঙ্গণ।
দুপুর দেড়টা। উদ্যোগ: মোহনবাগান সেইল ফুটবল অ্যাকাডেমি। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। এমএএমসি মাঠ। দুপুর আড়াইটা। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।

আসানসোল

মায়ের কথা পাঠ ও ব্যাখ্যা: স্বামী গণধীশানন্দ। সন্ধ্যা পৌনে ৬টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.