স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের অব্যবস্থা ও কর্মরত চিকিৎসককে অন্যত্র সরিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার রামনগর-২ ব্লকের মৈতনা স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখালেন উত্তর রামনগর নাগরিক মঞ্চের সদস্যরা। নাগরিক মঞ্চের সদস্যদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি। অথচ স্থানীয় এলাকা ও আশপাশের কয়েকটি অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। স্বাস্থ্য দফতর স্বাস্থ্যকেন্দ্রের উন্নতির কথা বললেও টেন্ডার নিয়ে জটিলতায় কাজই শুরু হয়নি। পড়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রের অপারেশনের বিভিন্ন দামি যন্ত্রপাতি। দীর্ঘদিন পরে স্বাস্থ্যকেন্দ্রে দ্বিতীয় এক চিকিৎসক এলেও তাঁর বদলি হয়েছে। এ দিনের বিক্ষোভে নেতৃত্ব দেন রোগিকল্যাণ সমিতির সভাপতি ও মৈতনা গ্রামপঞ্চায়েতের উপপ্রধান তমালতরু দাস মহাপাত্র, পঞ্চায়েত সদস্য অলক নন্দ প্রমুখ। |
সুস্থ হাঁটু
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত আলস্য, এই দুটি কারণেই হাঁটুতে সমস্যা দেখা দিতে পারে মধ্যবয়সে পৌঁছে। তাই গবেষকদের টোটকা, হাঁটু ভাল রাখতে চাইলে হাঁটা বা সাঁতার কাটার মতো হাল্কা ব্যায়াম নিয়মিত করা উচিত। |
এসএসকেএম-সহ শহরের তিনটি মেডিক্যাল কলেজে আগামী সোমবার থেকে রোজ রাত ৮টা-সকাল ৮টা কর্মী-সহ দমকলের গাড়ি থাকবে। অগ্নিকাণ্ড মোকাবিলায় যাতে সামান্য দেরি না হয়। দমকল মন্ত্রী জাভেদ খান সোমবার মহাকরণে জানান, আপাতত এনআরএস, আরজিকর ও পিজিতে ব্যবস্থা হবে। মেডিক্যালের পাশেই মহম্মদ আলি পার্কের দমকল কেন্দ্র। তাই সেখানে আপাতত গাড়ি থাকছে না। এ দিকে, পিজির আগুনের তদন্তে চার সদস্যের কমিটি গড়ল স্বাস্থ্য দফতর। হাসপাতালের সুপার তমালকান্তি ঘোষের নেতৃত্বে ওই কমিটিতে থাকছেন স্বাস্থ্য, পূর্ত ও দমকল বিভাগের এক জন করে প্রতিনিধি। তিন দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে। |