টুকরো খবর
কলেজে বিক্ষোভ
অনৈতিক উপায়ে পরীক্ষা দেওয়ায় অভিযুক্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে সোমবার জলপাইগুড়ি আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ (বিএড) কলেজের গেটে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, কর্মী কেউই সকাল সাড়ে ১১টা পর্যন্ত কলেজে ঢুকতে পারেননি। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরালে কলেজের কাজ শুরু হয়। যুব কংগ্রেসের তরফে জানানো হয়েছে, অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন জারি থাকবে। একই দাবিতে এ দিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। সম্প্রতি ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (ইগনু) তরফে জানানো হয়, তাদের এমএড পাঠক্রমের একটি পরীক্ষায় জলপাইগুড়ি বিএড কলেজের অধ্যক্ষ শুভেন্দুু মোদক অনৈতিক উপায় অবলম্বন করায় তাঁকে চলতি বছরের চূড়ান্ত পরীক্ষায় বসতে দেওয়া হবে না। গত বছর ইগনুর এমএড পাঠক্রমে ভর্তি হন শুভেন্দুবাবু। গত বছরের ডিসেম্বরে পাঠক্রমের প্রথম বছরে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষাতেই অনৈতিক উপায় অবলম্বনের অভিযোগ ওঠে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নানা মহলে আলোড়ন পড়ে। পরীক্ষায় নকল করার অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে তাঁর অধ্য্যক্ষ পদে থাকার নৈতিকতা রয়েছে কি না তা নিয়েই প্রশ্ন তুলেছে যুব কংগ্রেস। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, “এমএড ডিগ্রি নেই এমন একজনকে অধ্যক্ষের মত গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে কী ভাবে? তারপরেও তিনি পরীক্ষায় নকল করে পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।” জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেস সভাপতি চন্দন ঘোষ বলেন, “আমরা সমস্ত পদ থেকে শুভেন্দু মোদকের অপসারণ চাই।” এসএফআইয়ের জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে বলেন, “অধ্যক্ষকে সব পদ থেকে সরানোর দাবিতে বিক্ষোভ চলছে। যতদিন না দাবি মানা হয়, বিক্ষোভ চলবে।” শুভেন্দুবাবুর মোবাইলে বারবার ফোন করা হলেও বেজে গিয়েছে। বাড়িতে গেলে জানানো হয়, তিনি বাড়িতে নেই।

বিমলের পদোন্নতি
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) ‘চিফ’ পদটি ক্যাবিনেট মন্ত্রী’র সমমর্যাদার বলে ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার দার্জিলিঙে রাজ্যের স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ওই কথা জানান। এতে এবার থেকে জিটিএ চিফ বিমল গুরুঙ্গ ক্যাবিনেট মন্ত্রীদের সমান সুযোগ সুবিধা পাবেন। এর আগে রাজ্য সরকার পদটিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সম মর্যাদার বলে জানিয়েছেন। এতে জিটিএ এবং মোর্চা সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। জিটিএ-র তরফে অসন্তোষের কথা মহাকরণে জানিয়ে দেওয়া হয়। এ দিন রাতে স্বরাষ্ট্রসচিব বাসুদেববাবু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত জিটিএ চিফ পদটিকে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদার বলে ঘোষণা করা হল।” আর গুরুঙ্গ শুধু বলেন, “আমি খুশি। যা হয়েছে সবই নিয়ম, আইন মেনেই হয়েছে।” এদিন সন্ধ্যায় লালকুঠিতে জিটিএ-র সদস্য এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রসচিব। প্রশাসনিক সূত্রের খবর, বৈঠকে মূলত দফতর হস্তান্তর নিয়ে কথা হয়েছে। স্বরাষ্ট্র সচিব জানান, জিটিএতে মোট ৫৭টি বিষয় রয়েছে। এগুলিকে ৪০ টি দফতরের মধ্যে আনা হবে। ইতিমধ্যে ২৭টি দফতর হস্তান্তর হয়ে গিয়েছে। স্টোর, প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেনশন এবং স্ট্যাটিসটিক দফতরের ব্যবস্থা জিটিএকে নিজেই করতে বলা হয়েছে। বাকি ১০টি দফতর ১৫ দিনের মধ্যে দ্রুত হস্তান্তর করা হবে। কলকাতায় বিষয়টি দেখার জন্য একজন জিটিএ-র অফিসার থাকবে। পাশাপাশি, সংরক্ষিত বনাঞ্চল হস্তান্তর নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বিষয়টি ঠিক হবে। একই ভাবে স্কুল-সহ অন্যান্য দফতরের নিয়োগের প্রক্রিয়া আলোচনার মাধ্যমে ঠিক করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিটিএ নিয়ে রিভিউ মিটিং করা হবে বলেও এদিন স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন। লালকুঠির বৈঠকে অবশ্য বিমল গুরুঙ্গ উপস্থিত ছিলেন না। সেখানে বৈঠকের পর দার্জিলিং প্ল্যান্টার্স ক্লাবে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে একান্তে বৈঠক করেন বিমল গুরুঙ্গ।

কবির প্রয়াণ
মারা গেলেন কবি সমীরণ ঘোষের। সোমবার দুপুরে শিলিগুড়ির একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬০ বছর। ১৯৫৩ সালের ২২ অক্টোবর বাংলাদেশের ময়নমনসিংহ জেলার নেত্রকোণার বেতাটি গ্রামে তাঁর জন্ম। পরে তিনি শিলিগুড়ি চলে আসেন। সত্তরের দশকে শিলিগুড়ি থেকে কয়েকটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেন তিনি। ‘মুষলগর্ভ’, ‘প্রতিভূমিকা’ সহ তাঁর কয়েকটি কাব্যগ্রন্থ রয়েছে। সৈয়দ সমীরণ ঘোষ নামেও তিনি লেখালেখির জগতে পরিচিত।

নিয়োগের দাবি
ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত হিন্দিভাষি এলাকার হিন্দিভাষি প্রাথমিক শিক্ষকদের নিয়োগের বিষয়ে স্মারকলিপি দিল আদিবাসী বিকাশ পরিষদ। সোমবার।

পরিদর্শন
রেলপুলিশের অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ময়নাগুড়ির দোমহনি যান উত্তর-পূর্ব সীমান্ত রেলের জিএম রণজিৎ সিংহ ভিরদি। ট্রলিতে চ্যাংরাবান্ধা -মালবাজার লাইনও ঘুরে দেখেন। তৃণমূল তাকে স্মারকলিপি দিয়ে নিউ ময়নাগুড়ি স্টেশনে কলকাতা ও দক্ষিণ ভারতগামী ট্রেন স্টপের দাবি জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.