অসিত মালকে ডেকে পাঠালেন প্রদীপ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জোট ভাঙার পরেও কেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন, তা জানতে চেয়ে দলের বিধায়ক অসিত মালকে ডেকে পাঠাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় ফেরার পরে প্রদীপবাবু বিধান ভবনে ডেকে পাঠাবেন অসিতবাবুকে। অসিতবাবু ছাড়া সরকার অধীনস্থ বিভিন্ন পর্ষদ ও সংস্থার শীর্ষপদে থাকা বাকি কংগ্রেস বিধায়কেরা ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। সরকার অধীনস্থ খাদি গ্রাম শিল্প পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন কান্দির কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার। অথচ ওই পর্ষদেরই চেয়ারম্যান হিসেবে শনিবার ক্ষুদ্র ও হস্তশিল্প মেলা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসিতবাবু। বিষয়টি নিয়ে কংগ্রেস-অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়। দলের অন্য বিধায়কেরা সরকারি পদ থেকে ইস্তফা দিলেও তিনি কেন দেননি, তার জবাবে অসিতবাবু মন্তব্য করতে রাজি হননি। তাঁর দাবি, “পর্ষদের চেয়ারম্যান হিসেবে সরকারি অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েই গিয়েছিলাম। এর বাইরে কিছু বলব না।” ঘটনাটি জানার পরে প্রদীপবাবু দিল্লি থেকে প্রাথমিকভাবে অসিতবাবুর সঙ্গে ফোনে কথা বলেন। সোমবার প্রদীপবাবু বলেন, “বৃহস্পতিবার কলকাতায় ফিরে অসিতকে ডেকে পাঠাব। কেন গিয়েছিল, কেন পদে ইস্তফা দেয়নি, বিশদে ওর কাছ থেকে জানব।” কংগ্রেস পরিষদীয় দলের সচেতক অসিতবাবু। তিনি যে এখনও ওই পর্ষদের চেয়ারম্যান পদে আসীন, তা অজ্ঞাত কংগ্রেস পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরাবেরও। তিনি বলেন, “প্রদীপবাবু যে দিন অসিতকে ডেকে পাঠাবেন, সে দিন আমিও প্রদেশ দফতরে গিয়ে ওর বক্তব্য শুনব।” |
আন্দোলনে ফব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামতে চলেছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক নিয়ন্ত্রিত রাজ্য সরকারি কর্মচারী স্টিয়ারিং কমিটি। সংগঠনের নেতা গজেন্দ্রনাথ মণ্ডল জানান, রাজ্যের সরকারি কর্মচারীদের ২৭ শতাংশ মহার্ঘ ভাতা দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে রয়েছে। সেই টাকা অবিলম্বে প্রদান, এসসি, এসটি, ওবিসি কর্মচারীদের চাকুরিতে পদোন্নতি, গ্রেড ওয়ান চালু-সহ বিভিন্ন দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামতে চলেছে স্টিয়ারিং কমিটি। |