টুকরো খবর
জ্বলে না আলো, চুরি হচ্ছে কংক্রিটের স্ল্যাব
ইছামতীর উপরে বেহাল কাঠাখালি সেতু।
কাছেই বাংলাদেশ সীমান্ত। তাই নিরাপত্তার কারণে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের মধ্যে ইছামতী নদীর উপরে কাঠাখালি সেতুতে খুঁটি
কেটে নেওয়া হয়েছে
বিদ্যুতের লোহার খুঁটি।
বসিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশ আলো খারাপ। আলো না জ্বলার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা লোহার বিদ্যুতের খুঁটি কেটে নিয়ে চলে যাচ্ছে। তার উপর সেতুতে হাঁটার ফুটপাথ থেকে বেশ কিছু জায়গায় উধাও হয়ে গিয়েছে কংক্রিটের স্ল্যাব। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দু’টি থানা এলাকার মধ্যে পড়ায় কারা দুষ্কৃতী ধরবে, কারাই বা সেতু পাহারা দেবে তা নিয়ে চাপানউতোরের সুযোগে ক্রমশ সেতুর উপরে অপরাধ বাড়ছে। স্থানীয় বাসিন্দা সেলিম মোল্লা, কল্পনা মণ্ডল, বরকতউললা গাজি বলেন, “কাঠাখালির পাশে দিয়ে বয়ে যাওয়া ইছামতীর ওপারে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই এলাকায় বেশ কিছু দিন ধরেই সেতুতে কোনও আলো জ্বলে না। ফলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। সেতুর ফুটপাথ থেকে চুরি হয়ে যাচ্ছে কংক্রিটের স্ল্যাব। সন্ধ্যার পরে সেতু দিয়ে হাঁটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনও কোনও ব্যবস্থা নিচ্ছে না। হিঙ্গলগঞ্জ থানার ওসি পার্থ সিকদার বলেন, “সেতুতে আলো না থাকার ব্যাপারে সংশ্লিষ্ট দফতরকে বলা হয়েছে। দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চলছে।”

ছবি: নির্মল বসু।

তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ
আইএনটিইউসি থেকে বসিরহাটের শতাধিক অটোরিকশা চালক রবিবার যোগ দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে। ইটিন্ডায় এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অটোচালকেরা হাতে তুলে নেন আইএনটিটিইউসি-র পতাকা। নতুন সংগঠনের যোগ দেওয়ার পরে অটোচালক সুজয় হালদার এবং সুবর্ণ দাস বলেন, “আগের সংগঠনে প্রতিশ্রুতি ছাড়া কিছু মিলছিল না। নেতানেত্রীদের জানিয়েও কোনও সমস্যার সুরাহা হয়নি। তাই তৃণমূলের সংগঠনে যোগ দিলাম।” বসিরহাটের আইএনটিইউসি নেতা মোহন বসু বলেন, “কিছু বিষয়ে ওই অটোচালকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এটা তারই বহিঃপ্রকাশ। কিছু দিনের মধ্যেই ওই সব সমস্যা মিটে যাবে। আশা করছি ওঁরা আবার আমাদের সংগঠনে ফিরে আসবেন।”

পাচারের সময় উদ্ধার
বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় শাড়ি, শাল ও অন্যান্য বস্ত্র সামগ্রী সহ একটি মিনি ট্রাক আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে জয়ন্তীপুর সীমান্ত এলাকায়। ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনুমানিক তিন লক্ষ টাকার সামগ্রী আটক করা হয়েছে। বিরাটি থেকে জয়ন্তীপুরে ওই বস্ত্র সামগ্রী বাংলাদেশে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ এই পাচার চক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এদিকে রবিবারই স্থানীয় উনাই এলাকা থেকে ১৮ টি গরু সহ একটি ম্যাটাডোর আটক করল পুলিশ। বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ওই গরু নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে তিনজন অনুপ্রবেশকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

কাকদ্বীপে প্রতিবাদ মিছিল, সভা
দলীয় নেতাকে মারধরের প্রতিবাদে মিছিল করল সিপিএম। সোমবার কাকদ্বীপ কিসান উন্নয়ন ভবন থেকে শুরু হওয়া মিছিলে ছিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রাহুল ঘোষ, রাম দাস-সহ অন্য নেতারা। রাহুলবাবু বলেন, “তৃণমূলের হামলায় দলের বেশ কয়েকজন ঘরছাড়া। রবিবার সন্ধ্যায় এক কর্মিসভায় যোগ দিতে যাওয়ার সময় কাকদ্বীপ শহর লোকাল কমিটির সম্পাদক মৃতেন্দু ভুঁইয়াকে তৃণমূলের লোক মারধর করে।” অন্য দিকে, কাকদ্বীপ ব্লক কংগ্রেসও প্রতিবাদ সভা করে এ দিন। তাঁদের অভিযোগ, তৃণমূল স্বৈরতান্ত্রিক শাসন চালাচ্ছে। কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় এসে তৃণমূল কেন্দ্রেরই বিরুদ্ধে অনাস্থা এনেছে।

গাঁজা-সহ ধৃত
মাদক বিক্রির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সুজিত ঘোষের বাড়ি বসিরহাটের পশ্চিম দণ্ডিরহাটে। রবিবার রাতে তাকে দণ্ডিরহাট বাজার এলাকা থেকে ধরা হয়। তার কাছ থেকে মিলেছে প্রায় সাড়ে তিন কেজি গাঁজা। পুলিশ জানিয়েছে, সুজিতের বিরুদ্ধে চুরি, ছিনতাই-সগ মাদক বিক্রির একাধিক অভিযোগ রয়েছে। সোমবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন।

স্টেশনের জন্য মন্ত্রীকে চিঠি
ভ্যাবলা হল্ট এবং চাঁপাপুকুরের মাঝে দেবীপুর স্টেশন তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করার দাবিতে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীকে চিঠি দিলেন এলাকার লোক। চিঠি দেওয়া হয়েছে পূর্ব তাঁরা জানান, বসিরহাট পুরসভার ১৩-১৬, চারটি ওয়ার্ড-সহ অমরকাঠি, চকফারাসাতপুর, বাজিতপুর, তপামার্জিতপুর, দেবীপুর, খোলাপাতার বহু মানুষকে প্রতিদিন ট্রেন ধরতে কয়েক কিলোমিটার পেরিয়ে ভ্যাবলা নইলে চাঁপাপুকুর স্টেশন যেতে হয়। দেবীপুর গ্রামে একটি স্টেশন হলে ওই সমস্ত এলাকার লোক্র দুর্ভোগ কমবে। প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় অবশ্য ২০১২-১৩ রেল বাজেটে ওই স্টেশন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ইতিমধ্যে এলাকা পরিদর্শনে দেবীপুরে গিয়েছিলেন রেল দফতরের পূর্ব শাখার আধিকারিকেরা।

কংগ্রেস কর্মীদের মারধর
মনোনয়নকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসত থানার ছোটজাগুলিয়া হাইস্কুলে। এতদিন স্কুলটির পরিচালন সমিতি তৃণমূল ও কংগ্রেস জোটের দখলে ছিল। চলতি মরসুমে নির্বাচনে আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়ে এ দিন সকালে কিছু কংগ্রেস কর্মী মনোনয়ন তুলতে স্কুলে যান। সেই সময়েই দু’দলের মধ্যে মারপিট বেধে যায়। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় চার জন জখম হয়েছেন। ওই চার জনই তাদের দলের সমর্থক দাবি করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে কংগ্রেস। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

সাহায্য দান
—নিজস্ব চিত্র
উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বাসিন্দা সুদীপা পালের গৃহশিক্ষক ছিলেন রণবীর বসু। ৯১ সালে সুদীপা পালের মা বাবা, দাদু এবং দিদিমাকে হত্যা করা হয়। পুলিশ রণবীববাবুকে গ্রেফতার করে। বিচারে তাঁর যাবজ্জীবন হয়। এপ্রিল মাসে মুক্তির পর সংসার চালাতে হিমশিম খান রণবীরবাবু। তিনি কারা দফতরের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানান। সোমবার মহাকরণে কারা দফতরের আইজি রণবীর কুমার বন্দি কল্যাণ তহবিল থেকে তাঁকে ১০ হাজার টাকা দেন। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকেও ১৫ হাজার টাকা সাহায্য করা হয়।

থানায় স্মারকলিপি
হাবরার খারো গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার কয়েকশো বাসিন্দা আইসি অনিল রায়ের কাছে স্মারকলিপি জমা দিলেন। ছিলেন নিহত ছাত্রের পরিবারের লোকজনও। গত ১৩ নভেম্বর সন্ধ্যার পর নৃপেন মণ্ডল নামে ওই ছাত্র নিখোঁজ হয়ে যায়। নিউটন বিশ্বাস নামে এক যুবককে জেরা করে পুলিশ দিন কয়েক আগে গ্রামেরই একটি কলাবাগানের মাটি খুঁড়ে নৃপেনের দেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ওই ঘটনায় এক মহিলা-সহ পাঁচ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

জওয়ানের উপরে হামলায় গ্রেফতার
পাচারের সময়ে বাধা দেওয়ায় এক বিএসএফ জওয়ানের উপরে হামলার অভিযোগে রবিবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার আংড়াইল এলাকা থেকে নিখিল বালা নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত ওই এলাকারই বাসিন্দা। হামলার ঘটনাটি ঘটেছিল গত অক্টোবর মাসে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.