নাবালক বিয়ে রুখল প্রশাসন |
পাত্র-পাত্রী দু’জনেই নাবালক। পাত্রীর বয়স ১৪ আর পাত্রের ১৫ বছর। সোমবার রাতেই ছিল বিয়ের অনুষ্ঠান। সব আয়োজনও সারা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ এবং পুলিশ-প্রশাসনের তৎপরতায় সেই বিয়ে বন্ধ করা গিয়েছে। পরিস্থিতি দেখে মেয়েটির পরিজনেরা প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছেন, ১৮ বছর না হলে মেয়ের দেব না। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে খড়্গপুরের ভবানীপুরে। খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “এই বিয়ের অনুষ্ঠানের কথা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।” স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রথমে স্থানীয়রাই নাবালক-নাবালিকার বিয়ের প্রতিবাদ করেছিলেন। তাঁদের বক্তব্য, এক কম বয়সে বিয়ে হতে পারে না। ওই দুই পরিবারের কাছেও তাঁরা নিজেদের আপত্তির কথা জানান। পরে পুলিশ-প্রশাসনে খবর দেওয়া হয়। ভবানীপুরের অমর হালদারের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ওই নাবালিকার। অমল নিজেও অবশ্য নাবালক। বিষয়টি জানতে পেরে নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলার নির্দেশে এক আধিকারিক ভবানীপুরে পৌঁছয়। সঙ্গে ছিল খড়্গপুর টাউন থানার পুলিশ। ওই আধিকারিক মেয়ের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। বোঝান, নাবালিকার বিয়ে দেওয়া যায় না। পরে পরিবারের লোকজন নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন। ততক্ষণে অবশ্য ছেলের বাড়ির লোকজন এলাকা থেকে পালিয়েছে। ঘটনার জেরে সোমবার দিনভরই এলাকায় উত্তেজনা ছিল।
|
ডিওয়াইএফের পশ্চিম মেদিনীপুর জেলার উদ্যোগে এক সভা হল শহরের পঞ্চুরচকে। মূল্যবৃদ্ধি, সন্ত্রাস, শিক্ষাক্ষেত্রে অরাজকতার প্রতিবাদেই সোমবার এই সভা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সিপিএমের যুব সংগঠনের সদস্য ও সমর্থকেরা এ দিনের সভায় উপস্থিত হয়েছিলেন। দলের জেলা সম্পাদক দিলীপ সাউ বলেন, “যতদিন যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে, আমাদের কর্মী-সমর্থকদের নির্যাতন করা হচ্ছে, বেকারদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেও সরকার পদক্ষেপ করেনি। তারই প্রতিবাদে আমাদের এই সভা।” এ দিনের সভায় উপস্থিত ছিলেন এবিটিএ-র নেতা অশোক ঘোষ ও মহিলা সমিতির নেত্রী আভা চক্রবর্তী। আভা চক্রবর্তীর বলেন, “এ কোন সরকার। যে সরকারের মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলার চরিত্রের দাম নির্ধারণ করেন। মহিলারা ধর্ষিতা হলে তার বিচার করে দোষীদের সাজা দেন না। ধর্ষিতাদের টাকা দেওয়ার কথা ঘোষনা করেন।” তিনি দাবি করেন, সরকারকে মানবিক হয়ে মানুষের মূল্যবোধকে বাঁচাতে হবে। কিন্তু সরকারের এ দিকে ভ্রুক্ষেপ নেই। তাই তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এবিটিএ নেতা অশোক ঘোষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আক্রমণ করেন। তাঁর মতে, নতুন শিক্ষামন্ত্রীর আমলে শিক্ষাক্ষেত্রে অবনমন ঘটছে।
|
বেআইনি গাড়ি রুখতে অভিযান |
অটো-রাজ রুখতে ক’দিন আগেই মেদিনীপুর শহরে তল্লাশি চালিয়েছে জেলা পরিবহণ দফতর। এ বার বাড়ল অভিযানের পরিধি। শুধু অটো নয়, সব রকম বেআইনি গাড়ি চলাচল রুখতে শহর ছাড়িয়ে চন্দ্রকোনা রোড পর্যন্ত তল্লাশি চালানো হয় সোমবার। আটক করা হয় ২১টি লরি। তার মধ্যে কোনওটির কর বকেয়া ছিল, কোনওটিতে অতিরিক্ত পণ্য পরিবহণ করা হচ্ছিল। এ দিনের তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজত সাইনি এবং আরটিও প্রিয়াঞ্জন দাস। আরটিও বলেন, “উপযুক্ত কাগজপত্র দেখাতে পারলেই গাড়ি ছেড়ে দেওয়া হবে। নাহলে সরকারি নিয়ম অনুযায়ী জরিমানা আদায় করা হবে।” আগামী দিনে জেলা জুড়েই নিয়মিত এ রকম তল্লাশি অভিযান হবে বলেও তিনি জানিয়েছেন।
|
মানসিক অবসাদে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। মৃতার নাম তনুশ্রী বেরা (২৬)। বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুরে। তিনি কেশপুরের ঝলকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। সোমবার সকালে বাড়িরই একটি ঘর থেকে তনুশ্রীদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
|
সাহিত্যসভা করে আনুষ্ঠানিক প্রকাশ হল ‘তূর্য’ সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যার। রবিবার গোলবাজারে পত্রিকা প্রকাশ করেন নন্দদুলাল রায়চৌধুরী। ঘরোয়া সাহিত্য বাসরে আধুনিক কবিতা নিয়ে আলোচনায় যোগ দেন অনিল ঘড়াই, সুনীল মাজী, মিন্টু চৌধুরী প্রমুখ। তাঁরা স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ পাঠ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায়।
|
শহরের সাউথসাইডে অঙ্কুর নার্সারি বিদ্যালয়ে আয়োজিত হল পুরস্কার বিতরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার এই অনুষ্ঠানে সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন খড়্গপুরে রেল বিভাগের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ, রেল হাসপাতালের সিএমএস সুকান্তকুমার মোহান্তি। |