টুকরো খবর |
দৌড়ঝাঁপের পরীক্ষা আর নয় পুলিশে
নিজস্ব সংবাদদাতা |
কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে শারীরিক দক্ষতা প্রমাণের জন্য আর দৌড়ঝাঁপের পরীক্ষা নেওয়া যাবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি নিশিতা মাত্রে ও বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এর ফলে ওই দৌড়ঝাঁপের পরীক্ষায় পাশ করতে না-পারা শতাধিক আবেদনকারীকে চাকরি দিতে হবে কলকাতা পুলিশকে। ওই সব আবেদনকারীর মধ্যে যাঁদের বয়স চল্লিশের বেশি, তাঁদের চাকরির পরিবর্তে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে কলকাতা পুলিশের কর্তৃপক্ষকেই। ১৯৯৬ সালে কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য শারীরিক দক্ষতা যাচাই করতে ১০০ এবং ৮০০ মিটার দৌড় এবং লংজাম্পের পরীক্ষা নিতে শুরু করে। সেই পরীক্ষা দিতে গিয়ে এ বছর প্রচণ্ড গরমে মৃত্যুও হয় এক প্রার্থীর। পরে বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত রায় দেন, কলকাতা পুলিশ নিয়োগের জন্য আলাদা নিয়ম করতে পারে না। সরকার পক্ষের আইনজীবী সুব্রত তালুকদার বলেন, সরকারের বক্তব্য ছিল, কলকাতা পুলিশ নিয়োগের ক্ষেত্রে আলাদা নিয়ম করতে পারে। পরবর্তী কালে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্টও।
|
জেভিয়ার্সে সাহায্যের আশ্বাস |
বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে সেন্ট জেভিয়ার্স কলেজ। বিশ্ববিদ্যালয় হলে সেখানকার সব খরচ বহন করতে চায় রাজ্য। সরকারি সাহায্যপ্রাপ্ত সংখ্যালঘু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা চেয়ে কয়েক মাস আগে রাজ্যের কাছে আবেদন জানান কলেজ-কর্তৃপক্ষ। সরকার সেই আবেদন মানতে প্রস্তুত বলে সোমবার কলেজের সঙ্গে বৈঠকের পরে ইঙ্গিত দিয়েছেন উচ্চশিক্ষা দফতরের কর্তারা। ২০০৬-এ স্বশাসন পেয়েছে সেন্ট জেভিয়ার্স। কলেজ সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় হলে প্রথমেই সব বিভাগ খোলা হবে না। বাণিজ্য, ইংরেজি, অঙ্কের মতো যে-সব বিষয়ে কলেজের বিশেষ সুনাম আছে, প্রথমে সেই বিভাগগুলিতে পাঠ শুরু হবে বলে সরকারকে দেওয়া রিপোর্টে জানানো হয়েছে। এ দিনের বৈঠকে ছিলেন উচ্চশিক্ষা দফতরের সচিব বিবেক কুমার, যুগ্মসচিব মধুমিতা রায় প্রমুখ। ১৮ ডিসেম্বরের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান দফতরের এক কর্তা। তিনি বলেন, “দেশের আর কোথায় এমন বিশ্ববিদ্যালয় আছে, কলেজের কাছে তা জানতে চাওয়া হয়েছে।
|
আমরা-ওরা ছেড়েই সুনীল-তর্পণ ২৯শে |
কথা রাখছেন শহরের বিদ্বজ্জনেরা। আমরা-ওরার বিভাজন বাদ দিয়ে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণসভার আয়োজন হচ্ছে। বামপন্থী এবং পরিবর্তনপন্থী বলে পরিচিত বিশিষ্ট জনেরা কোনও ভেদাভেদ ছাড়াই আমন্ত্রিত হচ্ছেন সেই অনুষ্ঠানে। যেমন কথা ছিল। আরও কথা ছিল, রাজনীতি ব্রাত্য থাকবে এই সুনীল-তপর্ণে। তাতে একটাই ব্যতিক্রম হচ্ছে। আমন্ত্রণ জানানো হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তবে অনুষ্ঠানের উদ্যোক্তা ‘সংস্কৃতি সমন্বয়ে’র বক্তব্য, রাজনীতিক হিসাবে নন। ব্রাত্যকে আমন্ত্রণ জানাতে চাওয়া হচ্ছে তাঁর নাট্য-ব্যক্তিত্ব পরিচয়ের জন্যই। মোহরকুঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় বসছে এই সুনীলস্মরণের আসর। নাট্যকার চন্দন সেনের কথায়, “অনুষ্ঠানের আয়োজনে ভালবাসার রং ছাড়া আর কোনও রং আমরা দেখছি না।”
|
পার্ট ওয়ানের ফল আজ |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিমিউজ পার্ট ওয়ান (১+১+১ পদ্ধতিতে) পরীক্ষার ফল আজ, মঙ্গলবার প্রকাশিত হবে। বেলা ১টা থেকে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে কলেজের প্রতিনিধিদের গেজেট ও মার্কশিট দেওয়া হবে। বিএ, বিএসসি, বিকম পার্ট থ্রি জেনারেলের (১+১+১ পদ্ধতিতে) পুনমূর্ল্যায়নের ফলও বেরোবে আজ। তার গেজেট, মার্কশিটও একই সময়ে দেওয়া হবে কলেজকে। পার্ট ওয়ানের ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: www.wbresults.nic.in, www.exametc.com, www.cuexam.net। এসএমএস মারফত ফল জানার জন্য CUUG-র পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৬৯৬৯ নম্বরে।
|
চার দুষ্কৃতী ধৃত |
ব্রেবোর্ন রোড এলাকায় শাড়ির দোকানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার যুবককে পাকড়াও করেছিলেন গোয়েন্দারা। জেরায় তাঁরা জানলেন, মাস দুই আগে বরাহনগর ও পূর্ব সিঁথিতে এক আর্থিক সংস্থার দু’টি শাখাতেও হানা দেয় তারাই। গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ জানান, ধৃত মহম্মদ কুরবান, মহম্মদ নিজাম, বিনোদকুমার রজক ও মহম্মদ নবাবকে ২০ নভেম্বর বেব্রোর্ন রোড ও লুসিয়াস লেনের মোড় থেকে ধরা হয়। মিলেছে দু’টি ওয়ান শটার বন্দুক-সহ ক্ষুর ও ভোজালি। ওই আর্থিক সংস্থায় ডাকাতির ঘটনায় আরও তিন জনকে খুঁজছে পুলিশ।
|
বিজেপি-র সভায় হামলা |
বিজেপির সভায় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগামী শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিজেপি-র সমাবেশে সুষমা স্বরাজের বক্তৃতা করার কথা। তারই প্রস্তুতিতে সোমবার কেষ্টপুরে সভা করছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, বক্তৃতা চলাকালীন তৃণমূল কাউন্সিলর বিকাশ নস্করের নেতৃত্বে শাসক দলের কয়েক জন সমর্থক হানা দেয় ওই সভায়।
|
গুদামে আগুন |
ঘিঞ্জি এলাকায় একটি রেডিমেড পোশাকের গুদামে আগুন লাগল। রবিবার, বেহালার এস এন রায় রোডে। পুলিশ জানায়, ওখানে বিভিন্ন সংস্থার অফিস, কারখানা ও গুদাম আছে। দমকল জানায়, একটি বাড়ির তিনতলার অফিসে আগুন লাগে। তবে, অন্য কোনও অফিসে আগুন ছড়ায়নি। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গলগলিয়ে ধোঁয়া বেরোয় সোমবার দুপুর পর্যন্ত। সংস্থার তরফে খবর, তখন অফিসে কেউ ছিলেন না।
|
দু’টি দেহ উদ্ধার |
এক ব্যক্তির ঝুলন্ত দেহ মিলল। সোমবার, কালীঘাটের নেপাল ভট্টাচার্য স্ট্রিটে একটি বাড়ি থেকে। মৃত উৎপল মণ্ডল (৪৬) বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। পুলিশ জানায়, মিলেছে সুইসাইড নোটও। অন্য দিকে, এ দিনই হরিদেবপুরের দক্ষিণ জিয়াদার রোডে কুয়োয় পড়ে মৃত্যু হয় পরেশ পাত্র (৫৫) নামে এক ব্যক্তির। পুলিশ জানায়, জল তুলতে গিয়ে কুয়োয় পড়ে যান তিনি।
|
টাকা-মোবাইল চুরি |
এক বিদেশি পর্যটকের ব্যাগ থেকে মোবাইল ও টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। রবিবার, গড়িয়াহাট এলাকায়। পুলিশ জানায়, জেন বেটলি নামে ওই ব্রিটিশ মহিলা কলকাতায় বেড়াতে এসেছেন। গড়িয়াহাটের একটি শপিং মল থেকে হোটেলে ফিরে তিনি দেখেন, তাঁর ব্যাগটি কাটা। |
|