টুকরো খবর
হলদিয়া শিল্পাঞ্চলে নতুন লগ্নিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
হলদিয়া শিল্পাঞ্চলে নতুন লগ্নির ক্ষেত্রে জারি করা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে দাবি জানাল বেঙ্গল চেম্বার অফ কমার্স। মাত্রাতিরিক্ত দূষণের জন্য হলদিয়া শিল্পাঞ্চলে লগ্নির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। বণিকসভাটির দাবি, কেন্দ্র ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, এখন সেখানকার দূষণ কেন্দ্র নির্ধারিত বিপজ্জনক মাত্রার চেয়ে অনেক কম। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়ন্তী নটরাজনকে চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন চেম্বারের প্রেসিডেন্ট কল্লোল দত্ত। তাঁর দাবি, পূর্বতন পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ ওই নিষেধাজ্ঞা তোলার আশ্বাস দিলেও এখনও তা জারি রয়েছে। দিল্লি আইআইটি ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদ বছর কয়েক আগে সারা দেশে সমীক্ষা চালিয়ে ৪৩টি শিল্পাঞ্চলের (হলদিয়া, আসানসোল ও হাওড়া-সহ) উপর নিষেধাজ্ঞা জারি করে। কারণ, ‘কম্প্রিহেনসিভ এনভায়রনমেন্টাল পলিউশন ইনডেক্স’ (সেপি) সেখানে ৭০-এর বেশি। যা মাত্রাতিরিক্ত দূষিত (ক্রিটিক্যালি পলিউটেড) বলে গণ্য হয়। রাজ্যের দাবি, দূষণ প্রতিরোধী ব্যবস্থা নেওয়া হলদিয়ায় এখন ‘সেপি’ ৬৭। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও দাবি করেন, নিষেধাজ্ঞা উঠলে প্রায় ১০ হাজার কোটি টাকার লগ্নি আসতে পারে হলদিয়ায়।

বিমাননগরীর শিল্প তালুকে জমি নিল দুই সংস্থা
বর্ধমানের অন্ডালের কাছে প্রস্তাবিত বিমাননগরী ‘এরোট্রোপলিস’ প্রকল্পের অন্তর্গত শিল্প তালুকে দু’টি সংস্থা জমি নিয়েছে। ৩৮০ একর জুড়ে এই শিল্প তালুকের ৭ শতাংশ জমি এখনও পর্যন্ত বিনিয়োগ টানতে পেরেছে। প্রকল্পের নির্মাতা বেসরকারি সংস্থা বেঙ্গল এরোট্রোপলিস (বিএপিএল) কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি সংস্থা এখানে লগ্নির আগ্রহ প্রকাশ করেছে। বি এ পি এল-এর সি ই ও সুব্রত পাল জানান, জয় মাইনিং গোষ্ঠী ২৪ একর জমি নিয়েছে। এবং বেঙ্গালুরুর সংস্থা আরডেক্স এনডুরা নিয়েছে ৩ একর জমি। সুব্রতবাবু জানান, জমি সাব লিজে দেওয়া হয়নি। তবে কোন পদ্ধতিতে জমি দেওয়া হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।

ফ্রান্সে লগ্নি নিয়ে প্রশ্নের মুখে মিত্তল
ফ্রান্সের ফ্লোরেঞ্জ কারখানা ঘিরে বিতর্কের কেন্দ্রে লক্ষ্মী মিত্তল। সেখানকার দু’টি বন্ধ ব্লাস্ট ফার্নেস খোলা নিয়ে সরকারের তরফে জানানো হয়েছে, তারা আর লগ্নিকারী হিসেবে মিত্তলকে চায় না। তাদের অভিযোগ, এর আগে এনেক প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে পারেননি মিত্তল। শিল্প পুনর্গঠনমন্ত্রী আর্নদ মন্তেবুর্গ বলেছেন, “আমরা মিত্তলকে চাই না, কারণ তাঁর গোষ্ঠী ফ্রান্সকে সম্মান করে না। অথচ আগামী কালই এ ব্যাপারে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মিত্তলের দেখা করার কথা। এ প্রসঙ্গে আর্সেলরমিত্তল গোষ্ঠী জানিয়েছে, এই ব্লাস্ট ফার্নেস দু’টি থেকে কাজ চালানো অলাভজনক।

শেয়ার বাজার চাঙ্গা ভারতে
দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও তার বিরূপ প্রভাব শেয়ার বাজারে পড়েনি। সূচক চমকে দেওয়ার দেওয়ার মতো না-উঠলেও বাজারে বড় ধরনের পতনের সম্ভাবনাও কম। অন্তত বিশেষজ্ঞদের অধিকাংশেরই তাই ধারণা। সোমবার শেয়ার সূচকের পাশাপাশি বেড়েছে সোনার দাম। তবে টাকার দাম পড়েছে। সেনসেক্স আগের দিনের থেকে ৩০.৪৪ পয়েন্ট উঠেই থেমে গিয়েছে। এক দিকে দেশে রাজনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তা, অন্য দিকে আন্তর্জাতিক ক্ষেত্রে শেয়ার বাজারে মন্দা ভাব। এর মধ্যে অল্প হলেও সূচকের ওই উত্থানের মধ্যেই শেয়ার বাজারের রুপোলি রেখা দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিষ্ণুপুর মেলায় বিশেষ বাসের ব্যবস্থা
জেলার ও বহিরাগত পর্যটকদের আরও বেশি করে মেলায় সামিল করতে বিশেষ বাসের ব্যবস্থা করার জন্য উদ্যোগী হয়েছে বিষ্ণুপুর মেলা কমিটি। জাতীয় মেলার মর্যাদায় ভূষিত এই সরকারি মেলার এ বার রজতজয়ন্তী বর্ষ। আগামী ২৩ ডিসেম্বর শুরু হয়ে মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলা কমিটির সভাপতি তথা রাজ্যের শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “জেলার সংস্কৃতি, হস্ত-কুটিরশিল্প ও পর্যটন উন্নয়নের লক্ষ্যে এই মেলার সূচনা। সেই দিকটিকে গুরুত্ব দিয়ে এ বারও নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সঙ্গীত ঘরানার শহরে মেলা মঞ্চে এ বার মূল আমন্ত্রিত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।” ২৫ বছরে পা রাখা এ বারের মেলায় বাজেট ধরা হয়েছে ৫৬ লক্ষ ৩৬ হাজার টাকা। মেলায় আরও দর্শক সমাগম বাড়ানোর উদ্দেশ্যে জেলা এবং জেলার বাইরে থেকে মেলা পাঁচদিন বিশেষ বাস চালানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

সবলা মেলা
শুরু হল সবলা মেলা। মেদিনীপুর শহরের কলেজ মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান হয়। ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুমন ঘোষ, স্থানীয় বিধায়ক মৃগেন মাইতি প্রমুখ। স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে এই মেলা। সবমিলিয়ে প্রায় ৫০টি স্টল রয়েছে। যেখানে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন সরঞ্জাম রয়েছে। মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন থেকেই মেলায় ভিড় করছেন উৎসাহী মানুষজন। প্রতি দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের লগ্নি ৫২২০ কোটি
ব্রিটিশ বহুজাতিক গ্ল্যাক্সোস্মিথক্লাইন তার ভারতীয় শাখায় লগ্নি করবে প্রায় ৫২২০ কোটি টাকা। শেয়ার মালিকানা এখনকার ৪৩.২% থেকে বাড়িয়ে ৭৫% করার মাধ্যমেই এই বিনিয়োগ করবে তারা।

ওএনজিসি-র কীর্তি
বিদেশের মাটিতে বৃহত্তম লগ্নি করছে ওএনজিসি। কাজাখস্তানের কাশাগান তেল ক্ষেত্রে মার্কিন বহুজাতিক কনকো-ফিলিপসের ৮.৪% অংশীদারি কিনছে ওএনজিসি-বিদেশ। এর জন্য ৫০০ কোটি ডলার (প্রায় ২৭ হাজার কোটি টাকা) উপুড় করছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.