পুস্তক পরিচয় ৩...
বঙ্গসংস্কৃতির উজ্জ্বল উদ্ধার
কালপ্রয়াত নীহার ঘোষ বাংলার মন্দির ও মসজিদের শিল্পশৈলী নিয়ে দীর্ঘকাল নিজের মতো করে অনুসন্ধান করেছিলেন। জীবৎকালেই এ বিষয়ে ইংরেজিতে তাঁর কয়েকটি বই প্রকাশিত হয়েছিল। তার মধ্যে ইসলামি শিল্পশৈলীর বইটির অনুবাদ কিছুদিন আগে প্রকাশ করেছে অমর ভারতী। এ বার তারাই প্রকাশ করল বাংলার মন্দির শিল্পশৈলী (অন্ত মধ্যযুগ), (ভাষান্তর শাশ্বতী ঘোষ ও গীতা নিয়োগী, ৪৯৫.০০)। শিল্পশৈলী আলোচনার আগে সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট আলোচিত। মূল উপস্থাপনায় বিষয়-অনুযায়ী ভাগ করে কোন কোন মন্দিরে কী ভাবে কৃষ্ণকথা, চৈতন্যকাহিনি, বিষ্ণুর বিবিধ রূপ, মঙ্গলকাব্যের দেবদেবী, অন্যান্য দেবদেবী, গায়ক-বাদক, বিদেশি বণিক, যোগাযোগ, বিনোদন, বসন-ভূষণ-প্রসাধন রূপায়িত তার বর্ণনা দিয়েছেন গবেষক। আছে প্রচুর ছবিও। তবে তথ্যসূত্র/গ্রন্থপঞ্জি প্রত্যাশিত ছিল।
চর্যাপদের যাঁরা পদকর্তা, সেই সিদ্ধাচার্যরা একদা যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন। একমাত্র তিব্বতি চতুরশীতি-সিদ্ধ-প্রবৃত্তি গ্রন্থে চুরাশি জন সিদ্ধের বর্ণনা আছে। বাংলায় এর পূর্ণাঙ্গ অনুবাদ প্রথম করেন অলকা চট্টোপাধ্যায় (১৯৮৮)। সঙ্গে বিস্তারিত ভূমিকায় তিনি প্রাসঙ্গিক বিষয়গুলি আলোচনা করেছিলেন, ছিল দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের উত্তরকথনে কৈবর্ত বিপ্লবের পিছনে সিদ্ধ আন্দোলনের প্রভাব অনুসন্ধান। গুরুত্বপূর্ণ বইটি পুনর্মুদ্রিত হয়েছে (অনুষ্টুপ, ২২৫.০০)।
বছর পঁচিশ আগে রতিকান্ত ত্রিপাঠী বাংলার লিপির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে ইংরেজিতে একটি বই প্রকাশ করেছিলেন। এ বার প্রকাশিত হল তাঁর প্রাচীন বাংলার শিলা ও তাম্রলিপিতে সমাজ ও সংস্কৃতি (দে পাবলিকেশনস, ২৫০.০০)। বাংলার বিভিন্ন লিপিতে বাঙালির জাতি ও জীবিকা, সমাজে নারীর স্থান, শিক্ষা, খাদ্য-পানীয়, পোশাক ও অলংকার, খেলাধুলো, আচার-আচরণ, এবং ধর্মীয় নিদর্শন কী ভাবে প্রতিফলিত, এ বইয়ে তারই বিস্তারিত বিবরণ। গ্রন্থশেষে লিপির তালিকা, গ্রন্থপঞ্জি।
হিতেশরঞ্জন সান্যালের অনুসন্ধিৎসা ব্যাপ্ত ছিল ‘বাঙ্গলার গ্রামে গঞ্জের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস রচনায়, আঞ্চলিক স্থাপত্য ও ভাস্কর্যের রীতির নানা উৎস সন্ধানে, গান্ধীবাদের সামাজিক তাৎপর্য বিশ্লেষণে অথবা বৈষ্ণব ধর্মের ইতিবৃত্ত বর্ণনায়’, লিখেছিলেন গৌতম ভদ্র, হিতেশরঞ্জনের বাঙ্গলা কীর্তনের ইতিহাস গ্রন্থের মুখবন্ধে। অকালপ্রয়াত গবেষকের পথিকৃৎ বইটি পুনর্মুদ্রণ করেছে কে পি বাগচী (২২০.০০)।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.