নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাগানে ঢুকে গরু ফুল গাছ খাওয়ায় রেলের এক ইঞ্জিনিয়ারের স্ত্রী সাফাই কর্মীকে মারধর করে আটকে রেখে দেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় ক্ষুব্ধ সাফাই কর্মীরা ১২টা থেকে প্রায় এক ঘন্টা রেল হাসপাতালের সুপারিন্টেডেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। শেষপর্যন্ত অভিযুক্ত রেল কর্তা এনজেপির ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিডি সিংহ সাফাই কর্মীদের কাছে ক্ষমা চাইলে ঘেরাও তুলে নেওয়া হয়। রেল সূত্রের খবর, অভিযোগকারী সাফাই কর্মীর নাম মহেশ রাউত। সাফাই কর্মীদের অভিযোগ, তাঁরা রেলের হাসপাতাল সাফাইয়ের কাজ করেন। মাঝে মধ্যেই জোর করে তাঁদের বিভিন্ন রেল কর্তার বাড়িতে সাফাই কাজ করার জন্য পাঠানো হয়। এনজেপি রেল হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিন্টেডেন্ট মৃণালকান্তি সূত্রধর বলেন, “সাফাই কর্মীরা আমার কাছে এসেছিলেন। ইঞ্জিনিয়ারকেও ডেকে পাঠানো হয়। তিনি সাফাই কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নেন। তার পরে বিষয়টি মিটে যায়।” এনজেপির এরিয়া ম্যানেজার পার্থ শীল বলেন, “রেল কোয়ার্টারগুলিতে সাফাই কর্মীরা গিয়ে কাজ করেন। এ দিন গণ্ডগোল হয় বলে শুনেছি। দেখা হচ্ছে।” ওই ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাংবাদিকদের কাছে দাবি করেছেন, মারধরের অভিযোগ ঠিন নয়। কাজ ঠিকমতো না করায় মহেশকে বকা হয়।
সাফাই কর্মী মহেশবাবু জানান, এদিন সকাল ৯টা নাগাদ তিনি এনজেপিতে ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে সাফাই কাজ করার জন্য যান। সেখানে এক ঘন্টারও বেশি সময় ধরে তিনি নিকাশি সাফাইয়ের কাজ করেন। সেই সময় একটি গরু কোয়াটারের বাগানে ঢুকে একটি ফুল গাছ খেতে শুরু করে। বিষয়টি লক্ষ্য করে ওই ইঞ্জিনিয়ার ঘর থেকে বেরিয়ে মহেশকে গালি দিতে শুরু করেন বলে অভিযোগ। কেন গেট বন্ধ করে রাখা হয়নি সে প্রশ্ন তুলে মহেশকে সতর্ক করে দেন তিনি। তাঁর আরও অভিযোগ, সে সময় ওই ইঞ্জিনিয়ারের স্ত্রী ঘর থেকে বেরিয়ে মহেশের দিকে তেড়ে যান। মহেশ প্রতিবাদ করলে তাঁকে তিনি চর, কিল, ঘুষি মারেন। গেট বন্ধ করে তাঁকে আটকে রেখে দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে অন্য সাফাই কর্মীরা সেখানে গেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অখিল ভারতীয় সাফাই মজদুর কংগ্রেসের নেতৃত্বে সাফাই কর্মীরা হাসপাতালে গিয়ে সুপারিন্ডেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। সংগঠনের এনজেপি শাখার চেয়ারম্যান রাজেন্দ্র রাউত বলেন এই প্রসঙ্গে, “এক্তিয়ার বর্হিভূত ভাবে আমাদের বিভিন্ন রেল কর্তার বাড়িতে কাজ করার জন্য পাঠানো হয়। তার উপর এদিন এক সাফাই কর্মীকে মারধর করে বাড়িতে আটকে রেখে দেওয়া হয়। এটা আমরা কোনও ভাবেই মেনে নেব না। ওই ইঞ্জিনিয়ার আমাদের ক্ষমা চেয়ছে। কিন্তু আমরা চাই তাঁকে বদলি করে দেওয়া হোক।” |