টুকরো খবর |
টলিউডের নায়ক দেখতে ভিড় |
সব্যসাচী ঘোষ • মালবাজার |
|
ছবিটি তুলেছেন দীপঙ্কর ঘটক। |
টলিউডের নায়ক দেবকে দেখতে রোজই উপচে পড়ছে ভিড়। ৩ বছরের খুদে থেকে ৭৫ বছরের বৃদ্ধা সকলেই দেবকে এক বার চোখের দেখা দেখতে চান। মালবাজারের মাল নদীর বিসর্জন ঘাটে। দেব কাউকেই নিরাশ করেননি। মঙ্গলবার থেকে ডুয়ার্সের পটভূমিকায় শুটিং শুরু হয়েছে পরিচালক রাজীব দেবের নতুন সিনেমার। সিনেমায় রয়েছেন তাপস পাল, রজতাভ দত্ত, শুভশ্রী সহ অনেকেই। বৃহস্পতিবার এই সিনেমার দৃশ্যগ্রহণ ছিল মালবাজারের মালনদীর বিসর্জন ঘাটে। লোকমুখে ‘দেব’ আসার কথা প্রচার পেতেই মালবাজারের স্কুল কলেজে পড়ুয়া থেকে শুরু করে বয়স্করাও হাজির হয়ে যান বিসর্জন ঘাটে। দেবের গাড়ি শুটিং লোকেশনে পৌঁছতেই হাততালি দিয়ে যেন বরণ করা হল তাঁকে। নিরাপত্তা বেষ্টনী টপকে দেবের কাছে পৌঁছনোর চেষ্টা শুরু করল জনতা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে মালবাজারের ওসি অনিন্দ্য ভট্টাচার্যকে নিয়ে মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার ভিড়কে নিয়ন্ত্রণ করতে হাত লাগালেন। কিন্তু সেই প্রচেষ্টাও এক প্রকার ভেস্তে গেল। জনতাকে বোঝাতে মাইক হাতে তুলে নিলেন দেব। বাসের হুড থেকে নামতে অনুরোধ করলেন তিনি। কাজও হল। ময়নাগুড়ির বাসিন্দা ৭৫ বছর বয়সী শোভা বিশ্বাস দেবকে দেখতে মালবাজারে এসেছেন। তিনি বললেন, “মেয়ের শ্বশুরবাড়ি মালবাজারে। দেব এসেছে খবর পেয়ে চলে এসেছি।” দেবও বৃদ্ধা ভক্তকে দেখে শুটিং ছেড়ে বেরিয়ে এসে চেয়ারে বসালেন শোভা দেবীকে। তিনি দেবকে আশীর্বাদ করে বললেন, “অনেক বড় হও বাবা।” পরিচালক রাজীব বললেন, “ডুয়ার্সে আমার পরিচালিত দুজনে, অমানুষ সিনেমার শুটিং করেছি। খোকা ৪২০-এর পটভূমিকা জুড়েই রয়েছে ডুয়ার্স। তাই এই সিনেমার অধিকাংশ লোকেশন ডুয়ার্সেই রাখা হয়েছে।” রাজীব জানালেন, ডুয়ার্সে ফিল্ম সিটি গড়ে তোলা হলে টলিউড ইন্ডাস্ট্রির অনেক সুবিধা হবে। বারবার পাহাড়ের লোকেশন খুঁজতে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে ছুটতে হবে না।
|
কলকাতায় বিচারাধীনের মৃত্যু, দেহ আনাতে প্রশাসনের দ্বারস্থ পরিবার |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আর্থিক সামর্থ্য না থাকায় কলকাতা থেকে ডুয়ার্সের বাড়িতে বিচারধীন এক বন্দির মৃতদেহ আনতে পারছে না পরিবার। ২০ নভেম্বর কলকাতায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজে তাঁর মৃতু্য হয়। এ কথা শুনেছেন অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া। মৃতের পরিবারের পাশে দাড়ানোর আশ্বাস দিলেন আর এস পি নেতৃত্ব। আলিপুরদুয়ার বিশেষ সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট স্বপন কুমার ঘোষ বলেন, “বিচারাধীন বন্দি নাথেনাল ডুকপা (৪৬) গত ২০ তারিখ কলকাতায় মারা গিয়েছেন। সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে কলকাতা থেকে মৃতদেহ আনার কোনও ব্যবস্থা নেই। পরিবারকে মৃতদেহ আনতে হবে।” আলিপুরদুয়ার বিশেষ সংশোধনাগার সুত্রে জানা গিয়েছে, অভিযোগ, এ বছর ফ্রেবুয়ারি মাসে চুনাভাটি পাহাড়ে প্রেম ডুকপা (২৯) ও জাকেরিয়া ডুকপা (১৮) নামে দুই ভাইকে খুন করে নাথেনাল। তাঁকে গ্রেফতার করে পুলিশ। আলিপুরদুয়ার সংশোধনাগার থেকে ১৭ জুন ধৃতকে অসুস্থতার জন্য আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। জুলাই মাসে চিকিসার জন্য বহরমপুর সংশধোনাগারে পাঠানো হয়। নভেম্বর মাসে নাথেনালকে কলকাতার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। ওই দিন তাঁকে প্রথমে এম আর বাঙ্গুর ও পরে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। নাথেনালের ছেলে জাগে বৃহস্পতিবার জানান, কলকাতা থেকে মৃতদেহ আনার সামর্থ্য নেই তাঁদের। আরএসপির প্রাক্তন বিধায়ক নির্মল দাস বলেন, “দেহ পরিবারের হাতে দেওয়া প্রশাসনের দায়িত্ব। প্রশাসন না পারলে দলীয় ভাবে সাহায্য করব।”
|
রাসে মেলা |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
দু’বছর বাদে ফের রাসমেলার প্রস্তুতি শুরু করল আলিপুরদুয়ার দুর্গাবাড়ি কমিটি। বছর দুয়েকে আগে তোলা আদায়ের অভিযোগ নিয়ে ব্যবসায়ীরা সরব হন। তখনই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন সংগঠকরা। ২০১০-১১ সালে দুর্গা বাড়ি প্রাঙ্গণে রাস পূর্ণিমা পালন করা হলেও মেলা বসেনি। দুর্গাবাড়ির রাস মেলা কমিটির যুগ্ম সম্পাদক কালাচাঁদ চট্টোপাধ্যায় জানান, এ বছর রাস মেলা বসানোর সিদ্ধান্ত হয়েছে। বছরে পড়ল। ২৮ নভেম্বর রাস পূর্ণিমার দিন রীতি মেনে পুজো হবে। দুর্গাবাড়ির পাশে আলিপুরদুয়ার হাটখোলা এলাকায় ২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। নানা মণিহারি দোকান, খাবারের দোকান। শিশুদের জন্য থাকবে নানা খেলাধূলার ব্যবস্থা। মেলার দিন নানা পুতুল বসিয়ে রাসের দৃশ্য দুর্গাবাড়ি প্রাঙ্গণে ফুটিয়ে তোলা হবে। শুরু হয়েছে মেলা বসানোর প্রস্তুতি। আলিপুরদুয়ার থানার আইসি সুদীপ ভট্টাচার্য জানান, আলিপুরদুয়ারের রাসমেলায় কড়া পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
পঞ্চায়েতে পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গ্রামের কোথায় কী হচ্ছে? অনেক সময়ই খবর থাকে না পুলিশের কাছে। কখনও দুষ্কৃতীদের আড্ডার খোঁজ মিললেও মানুষ থানায় যাওয়ার সাহস করেন না। সে সব দিক দেখেই এবার ‘ভিলেজ পুলিশ’ নিয়োগ হবে। বৃহস্পতিবার ফাঁসিদেওয়া থানায় ভিলেজ পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। দার্জিলিং জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল ইন্টারভিউ নেন। পুলিশ সুপার জানান, গ্রাম পঞ্চায়েত ধরে এক বছরের চুক্তিতে একজন করে ভিলেজ পুলিশ নিয়োগ করা হবে। তাদের দিন হিসেবে ৩১০ টাকা করে দেওয়া হবে। তিনি বলেন, “ভিলেজ পুলিশ নিয়োগ হলে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কের উন্নতি হবে।”
|
পুড়ল দুই দোকান |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুড়ে গেল ২টি দোকান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে এনজেপি ফাঁড়ির ইন্ডিয়ান অয়েলের (আইওসি) গুদামের সামনে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেলটি পুরো পুড়ে গিয়েছে। সেলুনটি আংশিক ক্ষতিগ্রস্ত। সন্দেহ, গ্যাস সিলিণ্ডার থেকে আগুন লেগেছে। ঘটনাস্থলে যান শিলিগুড়ির সহকারি পুলিশ কমিশনার প্রদীপ পাল এবং ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ নন্দী।
|
খোলা হচ্ছে আলো |
সংবাদসংস্থা • শিলিগুড়ি |
আলো বসানো নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় কাওয়াখালি এলাকা থেকে ত্রিফলা বাতিস্তম্ভের একাংশ খুলে নিচ্ছে ঠিকাদার সংস্থা।
|
বস্তিতে জামা, ওষুধ বিলি করলেন পর্যটকেরা |
ডুয়ার্সে বেড়াতে এসে কলকাতার ৮ জনের একটি পর্যটকের দল বৃহস্পতিবার ময়নাগুড়ির রামসাই এলাকার বুধুরাম বস্তির বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করলেন বিনা পয়সায়। ওষুধ বিলি ছাড়াও বস্তির বাসিন্দাদের হাতে শীত বস্ত্র তুলে দেন নাম প্রকাশে অনিচ্ছুক প্রচার বিমুখ ওই পর্যটকরা জানান, এ দিন ৫৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ ও শীত বস্ত্র দেওয়া হয়েছে। এর আগে যেখানে বেড়াতে গিয়েছেন সেখানেই ওই ধরনের সেবামূলক কাজ করেছেন দলটিতে তিনজন চিকিৎসক রয়েছেন।
|
দুর্ঘটনায় মৃত রিকশাচালক |
ছোট ট্রাকের ধাক্কায় এক রিকশা ভ্যান চালকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ময়নাগুড়ির মাধবডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের ধরলা সেতুর কাছে সার্ক রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বুধারু রায় (৪৫)। তিনি এলাকার বাসিন্দা। এক রিকশা ভ্যান নিয়ে যাওয়ার সময় ট্রাকটি পিছন দিক থেকে ধাক্কা দেয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
|
খোঁজ নেই ব্যবসায়ীর |
ছট পুজোর দিন রেশন দোকান মালিক নিখোঁজের ঘটনার পর তিন দিন কেটে গেলেও খোঁজ মেলেনি। ওই নিখোঁজ ব্যক্তির নাম সত্যনারায়ণ ঘোষ (৫০)। |
|