টুকরো খবর
প্রদীপ উল্টে পুড়ল বাড়ি
ছবিটি তুলেছেন শুভ্র মিত্র।
ঠাকুর ঘরে পুজোর প্রদীপ উল্টে পুড়ে গেল দু’টি ঘরের জিনিসপত্র। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের রানারপুকুর এলাকা। সঙ্কীর্ণ রাস্তায় দমকলের গাড়ি ঢুকতে না পারায় বাড়ির লাগোয়া একটি পুকুর থেকে জল নিয়ে গিয়ে আগুন নেভান প্রতিবেশীরা। তাঁদের সঙ্গে হাত লাগান দমকল কর্মীরাও। বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। বাড়ির বধূ বরণবালা সাহা বলেন, “দোতলায় ঠাকুর ঘরে লক্ষ্মী পুজোর জন্য প্রদীপ জ্বালিয়ে ছিলাম। বোধহয় ইঁদুর উল্টে দেওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। দু’টি ঘরের খাট ও আসবাবপত্র সব পুড়ে গিয়েছে।”

ধান কেনা শুরু বাঁকুড়ায়
সহায়ক মূল্যে বাঁকুড়া জেলায় ধান কেনা শুরু করল হল জেলা প্রশাসন। বৃহস্পতিবার এমনই দাবি করেছেন বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গৌতম গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “জেলা প্রশাসনের নির্দেশে ৭৯টি চালকল থেকেই চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু করেছে। সহায়ক মূল্য: মোটা ধানের ক্ষেত্রে ১২৫০ টাকা ও মিহি ধানের ক্ষেত্রে ১২৮০টাকা প্রতি কুইন্ট্যাল। চেকের মাধ্যমে চাষিদের টাকাও মেটানো হচ্ছে।” তিনি জানান, যে সমস্ত এলাকায় চালকল নেই (ইঁদপুর, গঙ্গাজলঘাটি, মেজিয়া, হিড়বাঁধ ও রানিবাঁধ), সেই সব এলাকায় সমবায় সমিতিগুলি শিবির করে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ধান কিনবে। চলতি অর্থবর্ষে রাজ্য সরকার মোট ৪০ হাজার মেট্রিক টন এবং এফসিআই ৫০ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্য মাত্রা নিয়েছে।

ধৃত তিন দুষ্কৃতী
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় বলরামপুর থানার বাঘাডি গ্রামের কাছে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা পাড়া থানা এলাকার রিগুডি, লিপানিয়ার এবং বলরামপুরের হেতাডি গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, বরাবাজারের এক বাসিন্দা বলরামপুরে ব্যবসা করেন। বলরামপুর-বরাবাজার রাস্তায় বাড়ি ফেরার পথে ওই ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ছক কষেছিল ধৃতেরা। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, গুলি, একটি ভোজালি, চারটি মোবাইল ও একটি মোটরবাইক মিলেছে। মোবাইল ও বাইকটি চোরাই। তিন জনের জেলহাজত হয়।

ক্রীড়া প্রতিযোগিতা
বৃহস্পতিবার মানবাজার ১ চক্রের খুদে পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা হল। প্রাথমিক, নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র মিলিয়ে মোট ৬৮টি শিক্ষা কেন্দ্রের ১১১ জন পড়ুয়া প্রতিযোগিতায় যোগ দেয়। ২৮টি বিষয়ে খেলা হয়। মানবাজার ১ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গৌতম মণ্ডল উদ্বোধন করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.