টুকরো খবর |
সাইবার-অপরাধ, জালে পড়ুয়া |
নিজস্ব সংবাদদাতা • বারাসত |
বন্ধুদের সঙ্গে মজা করার জন্য নকল ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চেয়েছিল দ্বাদশ শ্রেণির নীরজকুমার যাদব। সেই প্রোফাইলকে আকর্ষণীয় করার জন্য ফেসবুক ঘাঁটতে-ঘাঁটতে অচেনা এক তরুণীর ছবি বেছে নিয়েছিল সে। কিন্তু মজা করতে গিয়ে যে শেষ পর্যন্ত শ্রীঘরে যেতে হবে, তা ভাবতে পারেনি ওই ছাত্র। উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপার সুগত সেন বলেন, “বারাসতের এক তরুণীর ছবি ব্যবহার করে ফেসবুকে অশ্লীল প্রোফাইল খোলার অভিযোগে জগদ্দল থানা এলাকার শ্যামনগর থেকে নীরজকুমার যাদবকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, বছর উনিশের নীরজ জগদ্দলেরই একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার ল্যাপটপ-সহ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করানো হলে শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। গোয়েন্দা সূত্রের খবর, ঘটনার সূত্রপাত মাস ছয়েক আগে। বিভিন্ন বন্ধু মারফৎ তাঁর ছবি ব্যবহার করে নকল ও অশ্লীল প্রোফাইলটির সম্পর্কে জানতে পারেন ওই তরুণী। এর পরেই তিনি বারাসত থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তভার নেয় সিআইডি-র সাইবার অপরাধ দমন শাখা। কী ভাবে ধরা পড়ল নীরজ? পুলিশ সূত্রের খবর, তরুণীর অভিযোগ পাওয়ার পর অশ্লীল প্রোফাইলটি প্রথমে ‘ব্লক’ করে দেওয়া হয়। তার পরে ফেসবুক মারফৎ ‘লগ-ইন ডিটেলস’ জেনে আইপি অ্যাড্রেস খুঁজে বের করা হয়। সেই সূত্র ধরেই খোঁজ মেলে নীরজের। তদন্তকারীরা জানিয়েছেন, ওই তরুণীকে চিনত না বলে নীরজ জেরায় স্বীকার করেছে।
|
নৃপেন খুনে গ্রেফতার অন্যতম অভিযুক্ত |
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
হাবরায় নিহত অষ্টম শ্রেণির ছাত্র নৃপেন মণ্ডলের খুনের ঘটনায় আর এক অভিযুক্ত ধরা পড়েছে। বুধবার রাতে স্থানীয় খারো এলাকা থেকে পুলিশ সুদীপ্ত বৈরাগী নামে নবম শ্রেণির ওই ছাত্রকে গ্রেফতার করে। সে ওই এলাকারই বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। এর আগে এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত নিউটন বিশ্বাস, নৃপেনের দুই সহপাঠী ও সুদীপ্তর মা কল্যাণী বৈরাগীকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার নৃপেনের মৃতদেহ উদ্ধার হয়। গত ১৩ নভেম্বর কালীপুজোর দিন থেকে সে নিখোঁজ ছিল। পুলিশের দাবি, জেরায় সুদীপ্ত স্বীকার করেছে যে সে ও নিউটন দু’জনে মিলে নৃপেনকে মদ খাইয়ে বেহুঁশ করে গলায় চাদরের ফাঁস লাগিয়ে খুন করে। তারপর দেহ কলাবাগানে মাটিতে পুঁতে দেয়। তবে কেন তারা নৃপেনকে খুন করল সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি বলে পুলিশের বক্তব্য। নিউটন, সুদীপ্ত ও নৃপেনের দুই বন্ধুর সঙ্গে ছেলের মেলামেশা মানতে না পারায় তাদের সঙ্গে নৃপেনের বাবার ঝামেলা হয়। তাতে একজনকে চড় মারেন তিনি। পুলিশের অনুমান, ওই ঘটনার প্রতিশোধ নিতেই এই খুন। যে কোদাল দিয়ে মাটি খোঁড়া হয়েছিল সেটি উদ্ধার করেছে পুলিশ। এ দিন ধৃত নিউটনকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তার ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সুদীপ্তকে হোমে পাঠানো হয়েছে।
|
মন্দিরে চুরি শ্যামনগরে |
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
নৈহাটিতে মন্দিরের তালা ভেঙে চুরির চারদিনের মাথায় ফের শ্যামনগরে মন্দিরের তালা ভেঙে প্রতিমার গয়না চুরির ঘটনা ঘটল। তবে নৈহাটির ঘটনায় পরের দিনই দুষ্কৃতীরা বমাল ধরা পড়ে। শ্যামনগরের ঘটনাক তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর ফিডার রোডে বিশ্বনাথ ঘোষের বাড়িতে। ঘোষ পরিবারের বাড়ির মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহে জগদ্ধাত্রী পুজো হয়। এ বার বিশ্বনাথবাবু অসুস্থ থাকা পুজোর দেখভাল করছেন তাঁর দুই ছেলে। বড় ছেলে দিলীপবাবু বলেন, “অষ্টমী পুজোয় প্রতিমাকে কয়েক লক্ষ টাকার গয়না পরানো হয়। রাতে আমরাই মন্দিরে পাহারায় থাকি। এ বার বাবার অসুস্থতার জন্য সাড়ে ১১টা নাগাদ মন্দিরে তালা দিয়ে ঘরে এসে ঘুমিয়েছিলাম। ভোর চারটের সময় মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখি তালা নেই। কাঠের দরজা ভাঙা। প্রতিমার গায়ে কোনও গয়না নেই।” চুরির পিছনে পরিচিত কেউ জড়িত বলেই পুলিশের অনুমান। ব্যারাকপুরের এডিসি বিশ্বজিৎ ঘোষ বলেন, “পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কাউকেই সন্দেহের বাইরে রাখা হচ্ছে না।” |
প্রতিবন্ধী ছাত্রকে হেনস্থা, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
প্রতিবন্ধী এক ছাত্র ও তার মাকে হেনস্থা এবং নির্দিষ্ট স্টপেজের আগে জোর করে তাদের বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন প্রতিবন্ধী স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাটে আড়বেলিয়ায়। ওই বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে পুলিশ ও মহকুমাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। এ দিন অবরোধের জেরে যানজটে আটকে পড়ে যানবাহন। ঘণ্টা দেড়েক অবরোধ চলার পরে পুলিশ গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
|
লাইনে ফাটল, ট্রেনে বিঘ্ন |
নিজস্ব সংবাদদাতা • জয়নগর |
লাইনে ফাটল দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকালে দু’ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘটনাটি ঘটে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখায় গোচরণ ও দক্ষিণ বারাসাত স্টেশনের মাঝে ১১ নম্বর রেল গেটের কাছে। রেলের কর্মীরা গিয়ে লাইন মেরামত করার পর ট্রেন চলাচল শুরু হয়। রেল দফতর সূত্রের খবর, এদিন সকাল ৬টা নাগাদ লাইনে ফাটল দেখতে পান ১১ নম্বর রেল গেটের কর্মী। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। দু’ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
|
ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম গোলাম মুস্তাফা জমাদার। ধৃতকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হাজত হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং এলাকার ওই কিশোরীর বাবা অভিযোগ করেছেন, বুধবার সন্ধ্যায় তাঁর মেয়ে শৌচাগারে যাচ্ছিল। সেই সময় দু’জন যুবক একটু দূরে মেয়েকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাতেই গোলামকে ধরে ফেলে পুলিশ। আর এক অভিযুক্ত পলাতক।
|
রাস্তা নিয়ে বিক্ষোভ |
রাস্তার কাজ ঠিকমত হচ্ছে না, এই অভিযোগে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের পশ্চিম নাটুরিয়া গ্রামের বাসিন্দারা ওই বিক্ষোভ দেখান। বিডিওকে তাঁরা স্মারকলিপিও দেন। ব্লক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে প্পরায় তিন লক্ষ টাকা ব্যয়ে তিনসো মিটার ইট-সুরকির রাস্তা তৈরি নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা জিয়াউল মণ্ডল, ফিরোজ খানের অভিযোগ, নিয়ম মেনে রাস্তার কাজ হচ্ছে না। কাঁচামালও নিম্নমানের। এ সবের প্রতিবাদেই বিক্ষোভ দেখানো হয়েছে। বিডিও তারক মণ্ডল অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
|
নাম ভাঁড়িয়ে ধৃত |
অন্যের ভোটার পরিচয়পত্র নিজের বলে চালাতে গিয়ে মহকুমাশাসকের দফতরের কর্মীদের হাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বসিরহাটে। পরে ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত আজিজুল গাজির বাড়ি স্বরূপনগরের বালতি গ্রামে। নিজের নাম আবেশ সর্দার বলে পরিচয় দিয়ে তার ও স্ত্রীর ভোটার পরিচয় পত্র নিতে এসে ধরা পড়ে যায় আজিজুল।
|
৪০ বাংলাদেশি ধৃত |
বসিরহাটের সীমান্ত লাগোয়া গ্রামে বৃহস্পতিবার পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে ২ হাজার বোতল কাশির সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার হয়েছে। ধরা পড়েছে ৪০ জন বাংলাদেশি। বেআইনি ভাবে ওই কাশির সিরাপ বাড়িতে রাখার অভিযোগে আব্দুল রহমান গাজি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি বসিরহাটেরই পাইকাড়ডাঙার গাজিপাড়ায়। ধৃতদের এ দিন বসিরহাটে এসিজেএমের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।
|
ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু |
নবম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বুধবার রাতে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির চোদ্দোরশ্মি গ্রামের ঘটনা। মৃতের নাম কোহিনূর লস্কর (১৬)। সে রায়দিঘি হাইস্কুলের ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পরীক্ষার প্রস্তুতি ভাল না হওয়ায় কোহিনূরের মন খারাপ ছিল। ওই দিন রাত ১১টা নাগাদ কীটনাশক খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে। রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে সে আত্মঘাতী হয়েছে। |
|