থিমের জগদ্ধাত্রী নিয়ে মেতেছে কল্যাণগড়
থিম বৈচিত্র্যে জমে উঠেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো। কোথাও মণ্ডপ তিব্বতের বৌদ্ধ মন্দির, পুরীর রথের আদলে। আবার কোথাও সাঁইথিয়া রেল দুর্ঘটনা। কোথাও আবার কার্টুন চরিত্র ছোটা ভিম ও তার সাঙ্গোপাঙ্গরা হাজির মণ্ডপে। মণ্ডপসজ্জার উপকরণেও বৈচিত্র্য। পাট, কদবেলের খোলা, ছোটদের খেলনা, কি নেই সেখানে!
পুলিশ জানিয়েছে, কল্যাণগড়ে এ বার সব মিলিয়ে ১৮টি বড় পুজো হচ্ছে। ছোট ও মাঝারি পুজোর সংখ্যা ৩০টিরও বেশি। দেবীনগর সর্বজনীন পুজোর থিম বৌদ্ধসংস্কৃতি। বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। ভিতরে অধিষ্ঠিত গৌতম বুদ্ধ। কল্যাণগড় দ্বাদশ পল্লির মণ্ডপও বৌদ্ধ মন্দিরের অনুকরণে। কৃত্রিম পাহাড়ে উঠে দেখতে হবে প্রতিমা। পুজোর থিম, তিব্বতের জনজীবন। সবুজ সংঘের থিম দার্জিলিং। রয়েছে ঘুম স্টেশন, টয় ট্রেন, চা বাগান, সেখানের চা শ্রমিক। অন্য দিকে, রামকৃষ্ণ সেবা সমিতির থিম কন্যাকুমারী। রয়েছে বিবেকানন্দ রক, কৃত্রিম জলপ্রপাত। স্কাইলার্কের মণ্ডপ তৈরি হয়েছে দক্ষিণ ভারতের শিবমন্দিরের আদলে। মেদিনীপুরের শিল্পীরা পাট ও কদবেলের খোলা দিয়ে মণ্ডপ তৈরি করেছে। পুরীর রথের অনুকরণে অরুণোদয়ের মণ্ডপ। কয়াডাঙা নেতাজি সংঘের মণ্ডপ তৈরি হয়েছে পঞ্জাবের স্বর্ণমন্দিরের অনুকরণে।
নবজাগ্রত সংঘের মণ্ডপ এ বার ঢোলকপুরের রাজবাড়ি। সেখানে হাজির ছোটা ভিম। সঙ্গে তার সাঙ্গপাঙ্গোরা। একটু অন্যরকম ভাবনায় কয়াডাঙা দেশবন্ধু ক্লাবের থিম ‘ইচ্ছেডানা’। লাটাই, উইকেট, ব্যাট, বল, ব্যাডমিন্টন-সহ বিভিন্ন খেলনা, খেলার সামগ্রী দিয়ে সাজানো মণ্ডপ। কল্যাণগড় ‘আমরা সবাই’ ক্লাবের থিম ‘অগ্নিশিখা’। সেখানে রয়েছে রাক্ষসদের এক পাণ্ডা। তাকে ঘিরে রয়েছে ছোট-বড় অন্তত ৮৫টি রাক্ষস। আর রাক্ষস মারতে সূর্যের মধ্যে থেকে বেরিয়ে আসছেন মা দুর্গা। রকেট মোড় নবোদয় সংঘের মণ্ডপ বৌদ্ধমন্দির। তামার ওই মন্দির দেখতে উঠতে হবে কৃত্রিম পাহাড়ে। কল্যাণগড় ফুটবল কোচিং সেন্টারের মণ্ডপ তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের কালীমন্দিরের আদলে। বৃহস্পতিবার থেকেই প্রতিমা দর্শনে মানুষের ঢল নেমেছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প, বুথ এবং পিকেট বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে ৫০ জন পুলিশকর্মী। থাকছে সাদা পোশাকের পুলিশও।


বনগাঁ স্কুলরোডের একটি পুজো।

ফলতার বাণেশ্বরপুরের একটি প্রতিমা।

কল্যাণগড় দ্বাদশপল্লির একটি মণ্ডপ।

অশোকনগরের দেবীনগরের মণ্ডপ।
ছবি: শান্তনু হালদার, পার্থসারথি নন্দী এবং দিলীপ নস্কর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.