টুকরো খবর
ভোটার তালিকা নিয়ে সর্বদল বৈঠক
কালেক্টরেটে সর্বদল বৈঠক
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে সমীক্ষার কাজ শুরু করছেন বুথ লেভেল আধিকারিকেরা (বিএলও)। বৃহস্পতিবার এ নিয়েই এক সর্বদলীয় বৈঠক হল মেদিনীপুরে। জেলা কালেক্টরেটের সভাঘরে অনুষ্ঠিত এই বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক রজতকুমার সাইনি প্রমুখ। ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। সমীক্ষার কাজে সকলের সহযোগিতার আবেদন জানিয়েছে প্রশাসন। আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। ওই তালিকায় নাম সংযোজন বা বিয়োজনের আবেদন জানানোর জন্যও সময় নির্দিষ্ট করা হয়েছিল। সমস্ত আবেদন খতিয়ে দেখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশিত হবে ২০১৩ সালের ২ জানুয়ারি। খসড়া তালিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে এখন ভোটারের সংখ্যা ৩৭ লক্ষ ৬৩ হাজার ৭৬। এর মধ্যে পুরুষ ১৯ লক্ষ ৪৫ হাজার ৭১১। এবং মহিলা ১৮ লক্ষ ১৭ হাজার ৩৬৫। সচিত্র পরিচয়পত্র রয়েছে ৯৯.৮৫ শতাংশ ভোটারের কাছে। ইতিমধ্যে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু করেছেন। নভেম্বরের শেষ দিন পর্যন্ত এই কাজ চলবে। ভোটারদের মোবাইল নম্বর জোগাড় করা হবে। অন্তত পরিবারের যিনি বড়, তাঁর। সঙ্গে ১৫ থেকে ১৮ বছরের নীচে পরিবারে কেউ থাকলে তার নামও সংগ্রহ করা হবে। ফলে পরবর্তীতে ভোটার তালিকার কাজে সুবিধে হবে। সমীক্ষায় সহযোগিতা করার জন্যই এ দিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আবেদন জানিয়েছে প্রশাসন।

কংগ্রেসের ধিক্কার মিছিল
দলীয় নেতা-কর্মীদের গাড়িতে হামলার প্রতিবাদে শিল্পশহর হলদিয়ায় কালাদিবস ও ধিক্কার মিছিল করল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে ওই পদযাত্রায় কালো পতাকা নিয়ে পা মেলান ‘এবিজি’-র সদ্য কাজহারা শ্রমিকেরা। শহরের নন্দরামপুর থেকে সুতাহাটা থানা পর্যন্ত পদযাত্রাটি হয়। নেতৃত্বে ছিলেন আইএনটিইউসি-র হলদিয়া শাখার সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আরিফ আহমেদ। তিনি বলেন, “মঙ্গলবার হলদিয়া চলো অভিযান শেষে নন্দকুমারে যে ভাবে তৃণমূলের হামলা হয়েছে তার প্রতিবাদে ধিক্কার জানাচ্ছি।” এ ছাড়াও এবিজিকে ফিরিয়ে এনে শ্রমিকদের পুনর্বহালেরও দাবি জানানো হয় পদযাত্রায়। হলদিয়া বন্দরে স্বয়ংক্রিয় পণ্য খালাসের কাজে নিযুক্ত সংস্থা এবিজি বিদায়ের পরে কাজহারা শ্রমিকদের স্বার্থরক্ষায় মঙ্গলবার হলদিয়ায় জনসভা করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। দুপুর আড়াইটা নাগাদ ওই সভা থেকে ফেরার পথে নন্দকুমারে কংগ্রেস নেতা-কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরেই তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে গোলমাল বাধে কংগ্রেসের লোকেদের। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে কালাদিবস পালন ধিক্কার মিছিলের ডাক দেয় কংগ্রেস।

এবিটিএ-র দাবি
বিভিন্ন দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়কে স্মারকলিপি দিল সিপিএমের শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ)। বৃহস্পতিবারের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিটিএ’র জেলা সম্পাদক অশোক ঘোষ, জেলা সভাপতি ব্রজগোপাল পড়িয়া প্রমুখ। এবিটিএ-র পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূল সন্ত্রাসের রাজনীতি করছে। তাঁদের বক্তব্য, জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের উপর অত্যাচার হচ্ছে। শিক্ষাসেলের নামে তৃণমূলের শিক্ষক সংগঠন তাঁদের স্কুলে ঢুকতে বাধা দিচ্ছে। মারধরের ভয় দেখানোর পাশাপাশি জরিমানা দাবি করা হচ্ছে। সরকারের ঘোষণা মতো অনেকে মাসের শুরুতে বেতন পাচ্ছেন না বলেও অভিযোগ। পাশাপাশি অবসরের পর পেনশন পেতে দীর্ঘ সময় লাগছে বলেও অভিযোগ করেছে এবিটিএ। তাদের বক্তব্য, নানা অজুহাতে প্রয়োজনীয় কাগজপত্র দফতরে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে। জেলা শিক্ষা দফতরের কাজকর্ম শিকেয় উঠেছে। গত দু’বছর স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হয়নি। এবিটিএ’র জেলা সম্পাদক অশোক ঘোষ বলেন, “আমরা নির্দিষ্ট কয়েকটি দাবিই জানিয়েছি। এভাবে জেলা শিক্ষা দফতরের কাজকর্ম চলতে পারে না। অনেক সময় বিভিন্ন অজুহাতে কাগজপত্র পাঠাতে দেরি করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) কাছে দাবি জানিয়েছি।”

বধূ নির্যাতনের অভিযোগে ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে বুধবার রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করল চন্দ্রকোনা থানার পুলিশ। ধৃত অখিল মণ্ডলকে বৃহস্পতিবার ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, অখিলবাবু ওই বধূর নন্দাই। ঘটনায় বধূর স্বামী-সহ অন্যান্য অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের সন্ধানে খোঁজ শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মাস কয়েক আগে চন্দ্রকোনা থানার ডিঙাল গ্রামের পম্পা ঘোষের সঙ্গে ওই থানারই ঘোলা গ্রামের বাপ্পা পাত্রের বিয়ে হয়। পম্পাদেবীর শ্বশুরবাড়িতেই থাকতেন তাঁর ননদ উমা মণ্ডল ও তাঁর স্বামী অখিল মণ্ডল। অভিযোগ, বিয়ের পর থেকে পণ-সহ নানা কারণে পম্পাদেবীর উপর অত্যাচার করতেন শ্বশুরবাড়ির লোকেরা। পুলিশ জানায়, অত্যাচার সহ্য করতে না পেরে বুধবার সকালে চন্দ্রকোনা থানায় গিয়ে স্বামী, ননদ, নন্দাই-সহ মোট সাত জনের নামে অভিযোগ দায়ের করেন পম্পাদেবী। রাতে পুলিশ পম্পাদেবীর শ্বশুরবাড়ি থেকে অখিলবাবুকে গ্রেফতার করে।

স্মারকলিপি
বাসের ভাড়াবৃদ্ধি নিয়ে বাসকর্মীদের সঙ্গে যাত্রীদের বিরোধ বাড়ছে। অস্বাভাবিক হারে ভাড়াবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ও জেলা পরিবহণ আধিকারিককে স্মারকলিপি দেয় পরিবহণ যাত্রী কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখা। কমিটির মুখপাত্র নারায়ন নায়েক জানান, আগে জেলায় লোকাল বাসে যেখানে প্রতি কিলোমিটারে যাত্রীদের কাছ থেকে ৩৯পয়সা নেওয়া হত, সেখানে এখন রাজ্য সরকারের ভাড়া সংশোধনের পর প্রতি কিলোমিটারে ৫০ পয়সা নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি পেয়েছে ভাড়া। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো প্রতি কিলোমিটারে কোনও মতেই ৫ পয়সার বেশি ভাড়া বাড়ানো যাবে না। অন্য দিকে, বাসের অস্বাভাবিক ভাড়াবৃদ্ধির প্রতিবাদ জানাতে প্রতিটি বাসস্টপে যাত্রী কমিটি গড়ে তোলার আবেদন জানিয়েছেন এসিউসি।

শান্তি বৈঠক শেষ মারপিটে
গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বৈঠক বসেছিল। বৈঠক শেষে বাড়ি ফেরার পথে থানার সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বৃহস্পতিবারের এই ঘটনায় জখম হন ১০ জন। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শেখ সুফিয়ানের সঙ্গে নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহেরের গণ্ডগোল অনেক দিনের। বুধবার সামসাবাদ অঞ্চলে দুই গোষ্ঠী আলাদা ভাবে কর্মী সম্মেলন করে। গণ্ডগোল মেটাতে বৃহস্পতিবার তৃণমূলের নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি মেঘনাদ পালের বাড়িতে বৈঠক ডাকা হয়। মেঘনাদবাবুর বাড়িতে ওই বৈঠক চলার সময়েই দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাধে। সুফিয়ানকে তাহেরের লোকজন মারধর করেছেন বলে রটে যায়। তাই শুনে সুফিয়ানের অনুগামীরা পঞ্চায়েতের উপপ্রধানকে মারধর করেন বলে অভিযোগ।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঘাটালের হরিশপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়দেব মণ্ডল(৫৯)। তিনি দীর্ঘদিন ধরে জটিল অসুখে ভুগছিলেন। বুধবার রাতে বাড়িতেই জয়দেববাবু বিষ খান বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই মারা যান তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.