|
|
|
|
শ্রমিক নেতার ভুল ডানকুনিতে, মানলেন মন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • ডানকুনি |
দলের শ্রমিক নেতা ডানকুনির কারখানায় গিয়ে যে ঠিক কাজ করেননি, তা কবুল করলেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু।
বুধবার প্যাশন বেভারিজ নামে একটি কারখানায় ইচ্ছুক শ্রমিকদের বের করে দিয়ে কাজ বন্ধের অভিযোগ ওঠে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র এক নেতার বিরুদ্ধে। ওই কারখানায় বিভিন্ন নামি কোম্পানির মদ ‘বটলিং’ করা হয়। বৃহস্পতিবারেও সেখানে কাজ চালু হয়নি। এ দিন শ্রমমন্ত্রী বলেন, “আমাদের দলের শ্রমিক নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায় ওই কারখানায় গিয়ে ঠিক কাজ করেননি। বিষয়টি আমার নজরে আছে। ওই কারখানায় উৎপাদন বন্ধ হতে দেব না।”
বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকার ওই কারখানায় কাজ বন্ধের খবর প্রকাশিত হয়। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। জেলাশাসক মনমীত নন্দা বিষয়টি নিয়ে খোঁজ নেন। পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেন তিনি। পুলিশ ওই কারখানায় যায়। কারখানার সিইও বিনয় কুমার বলেন, “পুলিশ জানতে চায়, কেন কাজ বন্ধের কথা থানাকে জানানো হয়নি। কিন্তু ঘটনা হচ্ছে, থানায় লিখিত ভাবেই ওই কথা জানানো হয়েছে। পুলিশ নজরই করেনি।”
এ বিষয়ে বিনয়বাবু বলেন, “ওই শ্রমিক সংগঠনের কোনও নেতা কাজ শুরু করার আশ্বাস দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেনি।”
জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর মুখোপাধ্যায় বলেন, “বিষয়টি নিয়ে দলের জেলাস্তরে এবং শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলছি। ওই কারখানায় যাতে দ্রুত উৎপাদন শুরু হতে পারে, সেই চেষ্টা করছি।” কিছু দিন আগে তৃণমূলের হুজ্জুতিতে ডানকুনির বিস্কুট কারখানাতেও উৎপাদন বন্ধ হয়ে যায় বলে অভিযোগ উঠেছিল। |
|
|
|
|
|