|
|
|
|
সিপিএম নেতাকে খুনের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • পাঁচলা |
সিপিএমের শাখা কমিটির এক সদস্যকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে পাঁচলার বিকিহাকোলা গ্রামে একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তাতে রাজনৈতিক রঙ চড়ে। সিপিএমের দাবি, মতিয়র রহমান পুরকায়েত (৬২) নামে দলের বিকিহাকোলা শাখা কমিটির এক সদস্যকে ইটের ঘা-এ জখম হন। আহত অবস্থায় তাঁকে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই রাতে মারা যান তিনি। জেলা পুলিশ সুপার ভরতলাল মীনা বলেন, “ময়না-তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।” প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মতিয়রের শরীরে বাইরে থেকে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সিপিএমের অভিযোগ, মতিয়ারের বাড়ির পাঁচিল ভেঙে দিয়ে জোর করে রাস্তা তৈরি করছিলেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা। মতিয়ার বাধা দিলে তৃণমূলের কর্মী-সমর্থকদের বচসা বাধে। তাঁকে আক্রমণ করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। তৃণমূল নেতৃত্বের দাবি, সর্বদল কমিটি গড়ে গ্রামের রাস্তা সংস্কার হচ্ছিল। অনেকে রাস্তা চওড়া করার জন্য স্বেচ্ছায় জমি ছেড়ে দেন। মতিয়ারকেও কিছুটা জমি রাস্তার জন্য ছাড়তে বলা হয়। এই নিয়ে তাঁর সঙ্গে গ্রামবাসীদের সামান্য তর্ক বিতর্ক হয়। তিনি অসুস্থ হয়ে মারা যান।
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা পাঁচলার দায়িত্বপ্রাপ্ত নবীন ঘোষ বলেন, “মতিয়র অসুস্থ ছিলেন। তার উপরে তাঁকে ইট দিয়ে মারা হয়। সে জন্যই তিনি মারা যান। ওঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে বলে আমাদের অনুমান। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।” অন্য দিকে, পাঁচলার বিধায়ক তৃণমূলের গুলশন মল্লিক বলেন, “অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সিপিএম রাজনীতি করছে।” |
|
|
|
|
|