|
|
|
|
নিতিন-বিরোধিতা আরও স্পষ্ট |
সংসদেই যশবন্তকে শুভেচ্ছা বিজেপির |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সংসদের প্রথম দিনেই বিজেপির মধ্যে সভাপতি নিতিন গডকড়ী বিরোধী মনোভাবটি ফের প্রকট হয়ে উঠল।
দু’দিন আগেই গডকড়ীর অপসারণের দাবিতে মুখ খুলেছিলেন বিজেপি নেতা যশবন্ত সিন্হা। তার পরেই আজ আজ দিল্লির রাজপথে তাঁর বিরুদ্ধে কিছু পোস্টার দেখা যায়। ওই সব পোস্টারে যশবন্তকে ‘ঘুষখোর’ বলে অভিহিত করা হয়েছে। সেই বিদ্রোহী যশবন্ত এ দিন লোকসভায় পা রাখতেই একাধিক বিজেপি সাংসদ যে ভাবে তাঁকে দল বেঁধে অভিনন্দন জানাতে এ গিয়ে আসেন, তাতেই দলের একাংশের মনোভাবটি স্পষ্ট হয়ে ওঠে।
দলের সাংসদদের অভিনন্দনে উৎসাহিত যশবন্তও। এ দিন সংসদের সেন্ট্রাল হলে আরও দুই বিজেপি নেতা যশোবন্ত সিংহ এবং শত্রুঘ্ন সিনহার সঙ্গে বেশ কিছু ক্ষণ বৈঠক করেন তিনি। এমনকী পরে শত্রুঘ্ন সিনহার একসঙ্গে চিত্র সাংবাদিকদের ক্যামেরার সামনেও দাঁড়ান। পরে পোস্টার-প্রসঙ্গে যশবন্ত বলেন, “যাঁরা এই পোস্টার লাগিয়েছেন, তাঁরা সামনে আসুন। অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এখন কিছু বলার নেই। যখন কিছু বলার হবে, সাংবাদিকদের বাড়িতে ডেকে বলব।” গডকড়ীর অপসারণের দাবি তোলার পর সঙ্ঘ ও বিজেপি নেতৃত্ব যশবন্তকে সতর্ক করে তাঁকে তাঁর মন্তব্য পুনর্বিবেচনা করতে বলেছিলেন। কিন্তু যশবন্ত এখনও তা করেননি। কিন্তু তার পরেও যশবন্ত-বিরোধী পোস্টারের নিন্দা করতে আসরে নামেন বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হোসেন। তিনি বলেন, “এ ধরনের ঘটনার আমি নিন্দা করছি। কেউ অসৎ উদ্দেশে এই কাজ করেছেন।” ঘটনাচক্রে লোকসভায় যশবন্তকে অভিনন্দন জানানোর দলে ছিলেন শাহনওয়াজও।
বিজেপির গডকড়ী-বিরোধী অংশের বক্তব্য, দলীয় সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরেই কংগ্রেসের দুর্নীতি নিয়ে খুব বেশি আক্রমণাত্মক হওয়া যাচ্ছে না। কারণ, কয়লা কেলেঙ্কারি বা রবার্ট বঢরার মতো প্রসঙ্গ তুললেই কংগ্রেসও গডকড়ীর কথা বলে পাল্টা চেপে ধরবে। এই অবস্থায় তাই খুচরোয় বিদেশি লগ্নির মতো বিষয় নিয়ে সরকারকে কোণঠাসা করার কৌশল নিতে হচ্ছে দলকে। |
|
|
|
|
|