|
|
|
|
কেন্দ্রকে তোপ কেজরিওয়ালের |
যথাযথ সাহায্য পাচ্ছেন না ২৬/১১-র কম্যান্ডো, দাবি |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
২৬/১১-র হামলায় জঙ্গিদের সঙ্গে লড়েছিলেন প্রাক্তন এনএসজি কম্যান্ডো সুরেন্দ্র সিংহ। তাজমহল হোটেল জঙ্গি মুক্ত করতে গিয়ে জখম হয়ে চাকরিও খুইয়েছেন। সুরেন্দ্রর অভিযোগ, কিন্তু তা সত্ত্বেও তাঁর জন্য বরাদ্দ আর্থিক সাহায্যের নাম মাত্র পেয়েছেন। আর পেনশন বাবদ কিছু পাননি। এনএসজি দফতরে আসা উপহারের টাকাও দেওয়া হয়নি তাঁকে।
জখম হওয়ার পরে ‘মেডিক্যালি আনফিট’ হওয়ায় ২০১১ সালের অক্টোবর থেকে চাকরি নেই সুরেন্দ্রর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মণীশ তিওয়ারির দাবি, আর্থিক সাহায্য বাবদ তাঁকে ৩১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। কিন্তু সুরেন্দ্র বলছেন, তিনি হাতে পেয়েছেন ৪ লক্ষ টাকা, যার মধ্যে শুধু আড়াই লক্ষ দিয়েছে সরকার। সব জেনে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আজ দিল্লিতে তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করে বছর চৌত্রিশের সুরেন্দ্র এই অভিযোগ করেন।
প্রাক্তন কম্যান্ডোর আরও অভিযোগ, উপহার বাবদ তাঁর নামে কিছু চেকও এসেছিল এনএসজি দফতরে। সেই টাকাও তিনি পাননি। তাঁর কথায়, “আমি দু’টি ২ লক্ষ টাকা করে চেকের প্রতিলিপি দেখেছিলাম। যার টাকা আমার নামে তোলা হয়েছে। কিন্তু আমি কোনও টাকা পায়নি। একই ঘটনা ঘটেছে আমার সহকর্মীদের সঙ্গেও। জানতে চাই, আমার নামে কে ওই টাকা তুলেছে এবং সেই টাকা এখন কোথায়?”
সুরেন্দ্র তা সরকারি আধিকারিকদের কাছেও জানতে চেয়েছিলেন। তিনি বলেন, “আমি যখন এই কথা আধিকারিকদের কাছ থেকে জানতে চাই, তখন তাঁরা জানান, স্বরাষ্ট্র দফতর ঠিক করেছে, এনএসজি কোনও রকম উপহারের টাকা গ্রহণ করবে না। কিন্তু টাকা যে প্রেরকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, তার কোনও প্রমাণ তাঁরা দেখাতে পারেননি।”
এই ঘটনায় সরকারকে এক হাত নিয়েছেন কেজরিওয়ালও। তিনি বলেন, “নিজের জীবন বাজি রেখে যাঁরা দেশকে রক্ষা করে, তাঁদের সঙ্গে এ কেমন ব্যবহার! এক জন কম্যান্ডো কি মাত্র চার লক্ষ টাকা পাওয়ার যোগ্য। সরকারকে এটাও বলতে
হবে, উপহার বাবদ এনএসজি
দফতরে যে সব চেক এসেছিল, সেগুলির কী হল?”
কিন্তু সুরেন্দ্রর পেনশেনের টাকা কোথায় গেল? এর উত্তরে সরকারের একটি নির্দেশনামা দেখান সুরেন্দ্র। সেই নির্দেশ অনুযায়ী, কোনও কম্যান্ডো ১৫ বছর কাজ করলে তবেই পেনশন পেতে পারেন, কিন্তু সুরেন্দ্র চাকরি করেছেন ১৪ বছর ৩ মাস। কিন্তু কেজরিওয়ালের দাবি, “আইন অনুযায়ী বিশেষ বিশেষ ক্ষেত্রে ১৫ বছর চাকরি না করলেও একজন কম্যান্ডো পেনশন পেতে পারেন।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে জানান, ঘটনার তদন্ত হবে। |
|
|
|
|
|