কর ফাঁকি দেওয়ার অভিযোগে ক্যাডবেরির বিরুদ্ধে তদন্ত শুরু করল কেন্দ্র। দুই ক্ষেত্রে ক্রাফট ফুডস-এর শাখা সংস্থাটি মোট ২১৩ কোটি টাকারও বেশি কর ফাঁকি দিয়েছে বলে বৃহস্পতিবার রাজ্যসভায় জানান অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী এস এস পালানিমণিকম। এর মধ্যে একটি ২০০৯-’১০ সালে এবং অন্যটি চলতি অর্থবর্ষে (৩১ অক্টোবর পর্যন্ত)।
হিমাচল প্রদেশের বাডি-তে চকোলেট কারখানায় ২০০ কোটি টাকার কেন্দ্রীয় উৎপাদন শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে কি না, তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। অন্য দিকে, ১৩.৪৩ কোটি টাকার পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে চকোলেট নির্মাতা সংস্থাটিকে ১১.৭৫ কোটি টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সমপরিমাণ অর্থ জরিমানাও করা হয়েছে। তার মধ্যে প্রায় অর্ধেক টাকা সংস্থা জমা দিয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
গত বছরই ১,৯০০ কোটি ডলারে ক্যাডবেরি হাতে নেওয়ার পর প্রথম ভারতে বিতর্কে জড়ায় ক্রাফট। দেশে সংস্থার অধিগ্রহণের জন্য কোনও কর দিতে হবে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তের কাজ এখনও চলছে। এ দিন ক্যাডবেরি জানিয়েছে যে কোনও ধরনের কর ফাঁকির অভিযোগের তদন্তেই সাহায্য করবে সংস্থা। কিন্তু যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই এর থেকে বেশি কিছু বলতে রাজি হয় নি তারা। যোগাযোগ করা যায়নি কর বিভাগের কোনও কর্তার সঙ্গেও। |