স্পেকট্রাম নিলামে জেতা সংস্থাগুলিকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে টাকা জমা দিতে নির্দেশ দিল টেলিকম দফতর। হয় পুরো টাকাটাই ওই দিন জমা দিতে হবে, না হলে অন্তত ৩৩% টাকা দিতে হবে, জানিয়েছে তারা। সময়ে ন্যূনতম টাকা না মেটালে কেন্দ্রের কাছে জমা রাখা অর্থের থেকে তা কেটে নেওয়া হবে। ৩৩% দিলে বাকি টাকা মেটাতে হবে দুই বছর পর।
|
হিন্দুস্তান কপারের প্রতিটি শেয়ারের ন্যূনতম দাম ১৫৫ টাকায় বেঁধে দিল কেন্দ্র। যা বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার সময় সংস্থার শেয়ার দরের (২৬৬.৩০ টাকা) থেকে প্রায় ৭১% কম। আজই সংস্থাটির ৪% শেয়ার বিক্রি হবে।
|
শহরের ব্যবসায়ীদের লাইসেন্স পুনর্নবীকরণের সময়সীমা আগামী অর্থবর্ষ থেকে বাড়তে চলেছে। কলকাতা পুরসভার বর্তমান নিয়মে লাইসেন্স পুনর্নবীকরণ করতে হয় এক বছরের মধ্যে। তা বেড়ে ৩-৫ বছর পর্যন্ত হতে চলেছে বলে বৃহস্পতিবার জানান পুর-কমিশনার খলিল আহমেদ। এ দিন মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যবসায়ী টাস্কফোর্সের বৈঠক হয়। ছিলেন পুর-কমিশনারও। ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীকে জানান, পুনর্নবীকরণের নোটিস ক্যুরিয়রের মাধ্যমে তাঁদের কাছে পৌঁছয়। কিন্তু এ বছর ১ লক্ষ ২০ হাজার ব্যবসায়ী নোটিসই পাননি। মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানে পুনর্নবীকরণের সময়সীমা পাঁচ বছর করতে বলেন। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পরে ব্যবসায়ীরা কমিশনারের কাছে পুনর্নবীকরণের সময় বাড়ানোর আর্জি জানালে মেনে নেন তিনি।
|
অশোক আইকত ভারত চেম্বারের প্রেসিডেন্ট হয়েছেন। সজ্জন ভজঙ্কা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং রাকেশ শাহ ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। |