টুকরো খবর |
পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, ভাঙচুর কলেজে |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
ভাঙচুরের পরে। —নিজস্ব চিত্র। |
যথেষ্ট সংখ্যক হাজিরা না থাকায় বেশ কয়েক জন পরীক্ষার্থীকে সেমেস্টারে পরীক্ষায় বসতে দেয়নি বর্ধমানের জোৎরামের একটি বেসরকরি ইঞ্জিনিয়ারিং কলেজ। তার জেরে কলেজের অফিস, কম্পিউটর সেকশন, কলেজের বাইরের দিকে কাঁচের জানলা-দরজা ভাঙচুর করেন ক্ষুব্ধ পরীক্ষার্থী ও অন্য ছাত্রছাত্রীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানিয়েছেন, বৃহস্পতিবার ছিল কয়েকটি বিষয়ের পরীক্ষা। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জনা ৪০০ ছাত্রছাত্রী বিক্ষোভ দেখাতে শুরু করেন। বর্ধমানে উত্তরের মহকুমাশাসকের নির্দেশে পুলিশ ঘটনাস্তলে যায়। আজ, শুক্রবার মহকুমাশাসকের সামনে বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধিরা। তার আগে কলেজের সমস্ত পরীক্ষা তার আগে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ অনিলকুমার ঘোষের দাবি, “নিয়ম হল, শতকরা ৬০ ভাগের কম হাজিরা থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এ কথা শুনে ছাত্রছাত্রীরা গোলমাল শুরু করেন। পরে আমরা তাদের পরীক্ষা দিতে বললেও ভাঙচুর শুরু করে দেয় তারা।” তবে পুলিশের কাছে কলেজ কর্তৃপক্ষ এই ভাঙচুর নিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি।
|
কয়লা আটক, গ্রেফতার পাঁচ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
আটক হওয়া ট্রাক। জামালপুরে তোলা নিজস্ব চিত্র। |
মোট ৮৮ মেট্রিক টন চোরাই কয়লা-সহ পাঁচটি ট্রাক আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, প্রথম ট্রাকটি আটক করা হয়েছে জামালপুর থানা এলাকায়। তাতে ৯ মেট্রিক টন কয়লা ছিল। ধৃত ট্রাকের চালক, পুরুলিয়ার সাঁতুরি থানার গোলবেরিয়ার বাসিন্দা লক্ষ্মীকান্ত সোরেন জেরায় জানিয়েছেন, সাঁতুরি থেকেই কয়েক জনের মদতে ওই কয়লা ট্রাকে বোঝাই করা হয়েছিল। পরের ট্রাকটি আসছিল ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে। সেটিকে মঙ্গলকোট থানা আটক করে। গ্রেফতার করা হয় ট্রাকটির চালক অমর পালকে। ওই ট্রাকে ১৯ মেট্রিক টন কয়লা ছিল। বাকি তিনটে ট্রাক আটক করেছে আউশগ্রাম থানা। তাতে মোট ২০ মেট্রিক টন কয়লা ছিল। তিনটি ট্রাকের চালকদেরই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় ওই চালকেরা জানিয়েছেন, তারা বড়শূলে যাবেন বলে রওনা হয়েছিলেন । কিন্তু কী করে তাঁরা আউশগ্রাম-মঙ্গলকোটের সীমানায় চলে এলেন, তার কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি চালকেরা।
|
গয়না চুরি, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
দোকান থেকে হিরের গয়না হাতিয়ে পালিয়ে আসার অভিযোগে কালনার রুস্তমপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল গুজরাতের পুলিশ। ধৃতের নাম সুরজ মণ্ডল। বুধবার কালনার এসিজেএম আদালতে তোলার পরে ধৃতকে নিজেদের হেফাজতে পেয়ে গুজরাতের সুরাতে রওনা হয় সেখানকার পুলিশ। কালনা থানা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সুরাতে বিশ্বজিৎ দাস নামে এক বাঙালির দোকানে কাজে যোগ দিয়েছল সুরজ। ক্রেতাকে দেখানোর নামে বেশ কয়েক লক্ষ টাকা মূল্যের একটি হিরের নেকলেস নিয়ে দোকান থেকে সে চম্পট দেয় বলে পুলিশে অভিযোগ করেন বিশ্বজিৎবাবু। এর পরেই সেখানকার পুলিশ সুরজের খোঁজে কালনায় আসে। বুধবার কালনা থানার সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করে তারা।
|
বিসর্জন নিয়ে সংঘর্ষ, জখম ৭ |
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
নবান্ন উৎসবের দেবীমূর্তি বিসর্জনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জখম হলেন সাত জন। বুধবার সন্ধ্যায় কেতুগ্রামের কেচুনিয়া গ্রামের দাসপাড়ার ঘটনা। জখমদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষই কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাসপাড়ার দু’প্রান্তে দু’টি পুজো হয়। ওই সন্ধ্যায় এক পুজোর বিসর্জনের শোভাযাত্রা অন্য পুজোর সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা, তা থেকে ধারালো অস্ত্র নিয়ে মারামারি বাধে।
|
বধূর ঝুলন্ত দেহ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ঝুলন্ত দেহ মিলল এক বধূর। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার মাহিনগরে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রানু ঘোষ (৩৭)। বর্ধমান থানা সূত্রে খবর, গ্রামের এক বিধবার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল মৃতার স্বামী হারাধনের। বুধবার বিকেলে তিনি ওই মহিলাকে বাড়িতে নিয়ে যান। রানুদেবী এই ঘটনার প্রতিবাদ করেন। কিন্তু তার কথা স্বামী তা না মানতে চাওয়ায় তিনি আত্মঘাতী হন।
|
বাসের ধাক্কায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ঠিকাদারের। পুলিশ জানায়, মৃতের নাম মোল্লা আবুল মহসিন (৩৮)। বাড়ি মঙ্গলকোটের আমডোব গ্রামে। বৃহস্পতিবার সকালে তিনি গুসকরা রোডে যাচ্ছিলেন। বাঁকের মুখে তাঁর মোটরবাইকে ধাক্কা মারে একটি বাস। রাস্তার মাইল ফলকে মাথায় আঘাত পান তিনি। বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
|
ডুবে মৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম মোহন মুর্মু (২৭)। বুধবার বিকেলে বর্ধমান থানার নবস্থা গ্রামের ঘটনা। রাতে তাঁর দেহ মেলে। পুলিশের অনুমান, কোনও ভাবে পুকুরের পাঁকে আটকে গিয়েই এমন ঘটনা। |
|