এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের এক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠল কালনায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কালনার উপ-পুরপ্রধান তৃণমূলের দেবপ্রসাদ বাগ এ ব্যাপারে পুলিশে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, এ দিন সকালে বেগপুর এলাকার বাপন শেখ নামে এক যুবক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিজের কার্ড নবীকরণ করতে যান। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক প্রেমচাঁদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই আধিকারিক প্রথমে বাপনকে জেলা দফতরে আবেদন জানাতে বলে। অভিযোগ, সে জন্য আবেদনপত্র লেখা শুরু করতেই ওই আধিকারিক জানান, টাকা দিলে ওই কাজ তখনই তিনি করে দিতে পারবেন। দেবপ্রসাদবাবু বলেন, “বাপনের কাছে তখন কম টাকা ছিল। সে আমাকে ফোন করে বিষয়টি জানায়। নিজের পরিচয় গোপন করে ওই আধিকারিককে ফোন করলে তিনি স্পষ্ট জানান, কম টাকায় কাজ করা সম্ভব নয়।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর পরে দেবপ্রসাদবাবু ওই দফতরে হাজির হন। সেখানে প্রথমে প্রেমচাঁদবাবুর সঙ্গে বচসা থেকে হাতাহাতিও হয় তাঁর। দেবপ্রসাদবাবুর দাবি, “অনেক দিন ধরেই ওই ব্যক্তির বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলছেন এলাকাবাসী। এ দিন খবর পেয়ে উত্তেজিত হয়ে পড়ি। ওই আধিকারিক নিজের দোষ স্বীকার করেন। ঘটনার কথা ওই কেন্দ্রের আধিকারিক সুজয় দে-কে জানানো হয়।”
বিকেলে ওই দফতরে গিয়ে প্রেমচাঁদবাবুর দেখা মেলেনি। ছিলেন না সুজয়বাবুও। তাঁর সঙ্গে চেষ্টা করেও ফোনে যোগাযোগ করা যায়নি। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |