|
|
|
|
হিন্দি, উর্দু প্রশিক্ষণ কেন্দ্র দাবি |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কর্মরত প্রাথমিক শিক্ষকদের ছাত্র পড়ানোর প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এই উদ্দেশে সরকারি উদ্যোগে বর্ধমান জেলায় ২৬টি বাংলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। কিন্তু একটিও হিন্দি বা উর্দু প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়নি। বিপাকে পড়েছেন হিন্দি ও উর্দু স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারা। এই অভিযোগ তুলে অবিলম্বে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে হিন্দি ও উর্দু শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরির দাবি তুলেছে তৃণমূল শিক্ষা সেলের বর্ধমান জেলা কমিটি। কমিটির তরফে দাবিপত্র পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডকে। বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্য জানান, রাজ্য সরকার এ বিষয়ে উদ্যোগী হয়েছে।
তৃণমূল শিক্ষা সেলের বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক রুদ্র অভিযোগ করেন, আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে অন্তত ২০০টি হিন্দি ও ১০০টি উর্দু প্রাথমিক স্কুল রয়েছে। অথচ সরকার এই স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ গ্রহণের জন্য একটিও কেন্দ্র তৈরি করেনি। হিন্দির শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য হাওড়ার সালকিয়ায় ও উর্দুর শিক্ষক-শিক্ষিকাদের হুগলির নালিকূলে যেতে বলা হয়েছে। অশোকবাবুর দাবি, “সপ্তাহে পাঁচ দিন স্কুল করার পরে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে অত দূরে প্রশিক্ষণ নিতে যাওয়া সম্ভব নয়। আমরা বোর্ড সভাপতির কাছে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রশিক্ষণ কেন্দ্র গড়ার দাবি জানিয়েছি।”
প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের এই সমস্যার সমাধানের বিষয়টি রাজ্য সরকার ইতিমধ্যেই বিবেচনার মধ্যে এনেছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য। তিনি জানান, আসানসোল-দুর্গাপুর এলাকায় হিন্দি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার বিষয়টি চুড়ান্ত হয়ে গিয়েছে। সমস্যা হয়েছে, উর্দু প্রশিক্ষণ কেন্দ্র গড়া নিয়ে। তাঁর দাবি, “উর্দু ভাষায় প্রশিক্ষণ দেওয়ার মতো শিক্ষক আমরা পাচ্ছি না। হায়দরাবাদে যোগাযোগ করেছি। আশা করি পেয়ে যাব।” মানিকবাবু আরও জানান, শিক্ষক-শিক্ষিকারা প্রশিক্ষণ গ্রহণের আবেদনপত্র জমা দিন। সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করবে। |
|
|
|
|
|